RE: হারানো শৈশব কি ফিরে পাওয়া যায়?
শৈশবের দিনগুলো আর ফিরে পাওয়াটা সম্ভব নয়। আজকে আপনার পোস্ট পরিদর্শন করে সত্যি কথা বলতে চোখের সামনে, সেই ছোটবেলার মুহূর্ত গুলো ভেসে উঠতে লাগলো। শৈশবের ঈদ আনন্দ কতটাই না স্মৃতি মধুর ছিল। সকালবেলা গোসল করে ঈদের জামা পড়ে, সবাইকে সালাম করে ঈদের সালামি নেয়ার মধ্যে কতটা আনন্দ ছিল। কিন্তু সেই আনন্দ বর্তমান সময়ে এখন আর পাওয়া যায় না।
শৈশবে আমাদের একমাত্র আনন্দের খোরাক পূরণ করার জন্য। বিটিভি ছিল। যেখানে আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলা সিনেমা দেখা হতো। সেই সিনেমা দেখার জন্য পুরো একটা সপ্তাহ আমরা অপেক্ষা করতাম। আবার আলিফ লায়লা দিত, যেগুলো দেখার জন্য অপেক্ষা করতাম। শুক্রবারে হাতিম দেখানো হতো যার জন্য অপেক্ষায় বসে থাকতাম। সেই দিনগুলো সত্যিই অনেক বেশি সুন্দর ছিল।
আমরা তো ঈদের আগের দিন রাত অর্থাৎ চাঁদ রাত অনেকটা সুন্দরভাবে উদযাপন করতাম। ছোটবেলায় আমরা টিনের তৈরি যে লিকুইড দুধ পাওয়া যায়। সেই পট গুলো নিয়ে প্যারা কের সাহায্যে ছিদ্র করে নিতাম। এর পরে তার মধ্যে মোমবাতি জ্বালিয়ে সারা উঠুন সারা বাড়ি ঘুরে বেড়াতাম। সেই দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। ধন্যবাদ শৈশবের স্মৃতি নিয়ে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।