You are viewing a single comment's thread from:

RE: SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?

in Incredible India4 months ago

একজন বুদ্ধিমান মানুষ কখনোই আবেগপ্রবণ হয়ে, জীবনের কোন সিদ্ধান্ত গ্রহণ করে না। সেই সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে তার অনেকটা সময় ব্যয় হয়। কেননা তিনি চিন্তা করেন, তিনি যদি আবেগপ্রবণ হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন। সে সিদ্ধান্ত তার জন্য ভালো নাও হতে পারে।

আরে বাহ চমৎকার যুবকদের ক্ষেত্রে আপনি দারুন পরামর্শ দিয়েছেন। অবশ্যই আমাদের আপনার পরামর্শ গ্রহণ করা উচিত। কেননা আমরা যে যে ধর্মে বসবাস করি। আমাদের প্রত্যেকের উচিত সেই ধর্ম অনুযায়ী, সে ধর্মে আমাদেরকে যেভাবে চলাফেরা করতে বলা হয়েছে। সেই অনুযায়ী চলাফেরা করা। তাহলে জীবন অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Sort:  

I think if religious orders prohibit and religious knowledge is in someone then he must not rush those decisions. A very nice comment you have made. Thank you sister.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 62427.05
ETH 2721.95
USDT 1.00
SBD 2.56