You are viewing a single comment's thread from:

RE: Application for Steemit Engagement Challenge (Season-14):- Incredible India

in Incredible Indialast year

প্রথমেই আমাদের শ্রদ্ধেয় এডমিন ম্যাম এর প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ উনি আবারও এংগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য ওনার অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। বরাবরের মতোই আমি দেখে এসেছি স্টিম প্লাটফর্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবসময় কঠোর পরিশ্রমের মূল্যায়ন করে থাকে। আমি আশাবাদী এবারও সঠিকভাবে উনারা কঠোর পরিশ্রম এবং সততার মূল্যায়ন করবেন।

ম্যাম আমাদের কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ওনার পোস্টে উল্লেখ করেছেন। সবচাইতে বেশি যেটার প্রতি গুরুত্ব দেয়া হয় সেটা হচ্ছে টিউটোরিয়াল ক্লাস। যেখানে ম্যাম আমাদেরকে স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকেন।

আমরা আগেও incredible India কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ পেয়েছি। আমি আশাবাদী এবারও স্টিম প্ল্যাটফর্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা, incredible India কমিউনিটির দুর্দান্ত কার্যক্রম পরিদর্শন করে। Incredible India কমিউনিটিকে এবারও এংগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য নির্বাচন করবেন। এত দুর্দান্ত ভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96558.00
ETH 2724.71
SBD 0.64