You are viewing a single comment's thread from:

RE: Steem engagement challenge-S12/W5|"I want to change my three habits."

in Incredible Indialast year

আপনি আপনার জীবন থেকে তিনটা জিনিস পরিবর্তন করতে চান। তার মধ্যে আমি লিখেছেন আপনি অতিরিক্ত রাগ করেন, জেদ করেন এবং মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেন। এখানে আপনার সাথে আমার একটা মিল রয়েছে। আমিও মানুষকে অনেকবার বিশ্বাস করে ঠকেছি। তারা আমাকে বুঝিয়ে দিয়েছে, বিশ্বাসের কোন মূল্য নেই।

মানুষ মিথ্যে প্রশংসা শুনতে রাজি, কিন্তু সত্যি হজম করার ক্ষমতা একেবারেই মুষ্টিমেয় মানুষ রাখেন।

আপনার পোষ্টের এই অংশটুকু আমি তুলে নিয়েছি। আপনি একদমই ঠিক বলেছেন, বর্তমান সমাজে যারা মিথ্যা কথা বলে সবাই তাদেরকে মাথায় করে না নাচতে শুরু করে, কেউ একজন যদি সত্য কথা বলে। তার চাইতে খারাপ হয়তোবা আর কেউই হতে পারে না। আমি অনেকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি।

আপনি একদমই ঠিক বলেছেন, নিজের কাছে আত্মশুদ্ধি থাকা অনেক বেশি প্রয়োজন আছে। আমি যদি নিজের কাছেই নিজে সৎ থাকতে না পারি। নিজেই যদি ভুল করে সেটা সংশোধন করতে না পারি। তাহলে অন্য কেউ,, আমার ভুল সংশোধন করার কোন প্রশ্নই আসে না।

আর তাই আমি মনে করি, নিজে যে কাজ করা শুরু করেছি সেটাকে আগে সঠিকভাবে সংশোধন করব। অন্যের ভুল যদি হঠাৎ করে চোখে আসে। তাহলে তাকে গোপনে ডেকে নিয়ে এটা সংশোধন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার লেখার মধ্যে কিছু বাস্তব চিত্র আমি দেখতে পেয়েছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101211.27
ETH 3680.97
USDT 1.00
SBD 3.14