You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"

in Incredible Indialast year

আবারো নতুন একটা সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট আমাদের সামনে পাবলিস্ট হয়েছে! যেটা দেখে আসলেই বেশ ভালো লাগছে,,, অবশ্যই নিজেদের এংগেজমেন্ট সবার ক্ষেত্রেই বৃদ্ধি করা উচিত।

আমার কাছে মনে হয়েছে,,, আমি গত সপ্তাহ থেকে এ সপ্তাহে একটু পিছিয়ে পড়েছি! আসলে কিছু সমস্যার কারণে নিজের এংগেজমেন্ট ধরে রাখতে পারিনি! তবে ইনশাল্লাহ অবশ্যই সামনের সপ্তাহে আমি আবারো,,, আমার এঙ্গেজমেন্ট বৃদ্ধ করার চেষ্টা করব।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর করে সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে পাবলিস্ট করার জন্য! আসলে আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানে দাঁড়িয়ে! এত সুন্দর ভাবে পাবলিস্ট করেছেন,, যেটা দেখে বেশ ভালও লাগছে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

Sort:  
 last year 

ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। একদমই সঠিক কথা বলেছেন,কমিউনিটির উন্নতির স্বার্থে আমাদের প্রত্যেকের আরো বেশি করে এনগেজমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন। আশা করছি আপনার মতন বাকি ইউজাররাও, এনগেজমেন্টের গুরুত্ব বুঝে নিজেদের কার্যক্রম উন্নত করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61