You are viewing a single comment's thread from:

RE: Incredible India Community updates for February 2023

in Incredible India2 years ago

If you want to walk fast, walk alone.
But if you want to walk far, walk together.

  • আপনি ঠিকই বলেছেন, একা হেটে আমি অনেক দূর আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। কিন্তু যদি সবাই মিলে আস্তে আস্তে হেঁটে, অনেক দূর পৌঁছাতে পারি।তার মধ্যে অন্যরকম এক আনন্দ পাব।

আমি কমিউনিটির সাথে থেকে, কমিউনিটির হাত ধরে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখে। অনেক দূর এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে।

  • আমাদের টিউটোরিয়াল ক্লাস শুরু হয়েছে, এবং সেখানে আমরা পরীক্ষা দিয়েছি। আসলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের অনেক কিছুরই জানার থাকে। আর আমরা যখন আপনাদের কাছে হাজারো প্রশ্ন করি। সেই প্রশ্নের উত্তর আপনারা আমাদেরকে দেন। আপনারা ঠিকই একটা সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছেন।

আপনারা আমাদেরকে যে উত্তরটা দেন, সে উত্তরটা থেকে আমরা আসলে কি বুঝলাম। সে বিষয় নিয়ে আমাদের পরীক্ষা দেয়া উচিত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ,এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করার জন্য।

  • সবশেষে একটা কথাই বলবো। আপনার পোস্ট পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। ওই যে একটা কথা আছে, "সব ভালো যার শেষ ভালো তার"। যে আপনাদের সাথে সর্বপ্রথম থেকে এই সকল নিয়ম কানুন মেনে, আপনাদের সাথে ভালোভাবে চলতে পারবে, তার শেষটাও অনেক ভালো হবে।
    অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.038
BTC 95392.30
ETH 3285.89
USDT 1.00
SBD 3.39