Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform.
edit canva |
---|
অনলাইন জগতে আমার লাইফে সবচাইতে পারফেক্ট জায়গা হচ্ছে, এই স্টিম প্ল্যাটফর্ম। যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। আমাদের অ্যাকাউন্ট আমরা নিজেরাই চালিয়ে নিতে পারি। এবং একাউন্টের দায়িত্ব একমাত্র আমাদের কাছেই থাকে।
আমাদের ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যেখানে আমরা আমাদের প্রিয় প্ল্যাটফর্ম সম্পর্কে ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারব। এবং এই প্লাটফর্ম উন্নত করার ক্ষেত্রে কি কি করণীয়। সেই বিষয়গুলো শেয়ার করতে পারব। ভবিষ্যতে এই প্লাটফর্ম যত বেশি উন্নত হবে। তত আমাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি।
প্রথমেই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আমি আমার কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।
@sabus,@enamul17,@jennarg,@pea07
আপনারাও এখানে অংশগ্রহণ করুন। এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। আমি ঠিক জানিনা প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কিনা। তবে অবশ্যই চেষ্টা করব। চলুন শুরু করা যাক।
Which three things do you like about the steemit platform? Share your justifications for those reasons. |
---|
👉 নিজের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি।
👉 একটা পরিবারে যুক্ত হয়ে কাজ করতে পারি।
👉বিভিন্ন ভাষার পোস্ট পরিদর্শন করে, অনেক কিছু জানতে পারি। এবং তাদের জীবন সম্পর্কে ধারণা নিতে পারি।
✅ অন্যান্য জায়গায় কাজ করতে গেলে, অবশ্যই আপনাকে ইংরেজিতে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে। তবে আমরা বাঙালি হিসেবে ইংরেজি তেমন একটা আয়ত্ত করতে পারি না। আমি যদি আমার কথাই বলি। আমি ইংরেজিতে পড়তে পারি, কিন্তু অর্থ সহকারে বুঝতে আমার অনেক বেশি সমস্যা হয়🥺।
যার কারণেই এই স্টিম প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে, আমি সবচাইতে বেশি যেই বিষয়টাকে পছন্দ করি। সেটা হচ্ছে আমার মনের ভাব, আমি খুব সহজেই প্রকাশ করতে পারি। আমার বাংলা ভাষার মাধ্যমে।
✅ আসলে বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে গেলে, আমরা বুঝি সেখানে কমিউনিটির কতটা গুরুত্ব। আমি স্টিম প্ল্যাটফর্মে কাজ করার পর থেকে বুঝতে পেরেছি। এই কমিউনিটির সাথে কাজ করলে আলাদা একটা আনন্দ পাওয়া যায়। এবং সঠিকভাবে দিকনির্দেশনা নিয়ে কাজ করা যায়।
এখানে যে কমিউনিটি গুলো রয়েছে। সেই কমিউনিটি গুলোর সাথে যুক্ত থেকে কাজ করলে। যেমন নিজে স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায়। এবং নতুন যারা আছে। তাদেরকেও সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করা যায়।
✅ আমরা বাংলাদেশী অনেকেই বাংলা ভাষা ছাড়া অনেক কিছুই বুঝিনা। এবং বিভিন্ন মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমাদের তেমন কোন ধারণা নেই। কিন্তু স্টিম প্লাটফর্মের সাথে যুক্ত হওয়ার পর থেকে। বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে নিজেরা যুক্ত হতে পারছি। এবং তাদের জীবনধারা সম্পর্কে অনেকটাই অবগত হচ্ছি।
প্রতিনিয়তই তারা তাদের জীবন সম্পর্কে এই প্লাটফর্মে লিখে থাকে। এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছি। তারা কতটা ভালো আছে কতটা খারাপ আছে। আমার এখনো মনে আছে। আমি একটা পোস্টে পড়েছিলাম। যেখানে তারা মাটি দিয়ে বিস্কিট তৈরি করে। এবং সেই বিস্কিট খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকে।
তবে কোন দেশ সেটা আমার মনে নেই। যখন আমি পোস্ট পড়ছিলাম। সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। তাদের জীবনের এই করুন দৃশ্যটা পড়ার পর মনে হচ্ছিল। আমরা তো তাদের চাইতে অনেক ভালো আছি। অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। আল্লাহতালা যেন তাদেরকে ভালো রাখে এবং শুকরিয়া আদায় করা উচিত।
Which challenges did you face after joining this platform? And did you overcome them? |
---|
👉 ২০২১ সালে আমি এখানে একাউন্ট করেছিলাম ঠিকই। তবে যার মাধ্যমে আমার একাউন্ট করা। সে প্রথমত আমাকে বারণ করেছিল এখানে পোস্ট না করার জন্য। কারণ আমি তখন কিছুই বুঝতাম না স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কে। আমার তেমন কোন ধারণা ছিল না। এটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এরপরেও আমি একটা হ্যাশট্যাগ ধরে পোস্ট করতাম প্রতিনিয়ত।
👉 ২০২৩ সালের প্রথম দিকে, আপনারা সবাই অবশ্যই তার সম্পর্কে অবগত আছেন। আমাদের জাকারিয়া ভাইয়ের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আমাকে এই ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির সন্ধান দিয়েছিল।
👉 আসলে একটা প্লাটফর্মে অবশ্যই একটা পরিবার থাকা প্রয়োজন। একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে কাজ করার মধ্যে যে কতটা মজা রয়েছে। সেটা এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি। আর এই কমিউনিটিতে এসে আমি এমন কিছু মানুষের সাথে যুক্ত হয়েছি। যাদের কাছ থেকে এমন ভাবে সাপোর্ট পেয়েছি। যেটা হয়তোবা বলে বোঝানো সম্ভব না।
👉 ওই মানুষগুলো আমাকে যেমন সাপোর্ট করেছে। ঠিক তেমনি আমাকে এই প্লাটফর্মে কিভাবে টিকে থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমাকে গাইড করেছে। আর আমি চাই এই মানুষ গুলোর সাথে আমার আগামী দিনের পথ চলা অনেক বেশি সুন্দর হোক। এখানে এসেই আমি আমার সমস্যার সমাধান পেয়েছে। তাদের হাত ধরেই আমি এগিয়ে যাচ্ছি।
👉 বর্তমান সময়ে কাজ করতে গিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে। বিশেষ করে বেশ কয়েকদিন যাবত আমরা যখন পোস্ট ভেরিফাই করি। ভেরিফাই করে বের হওয়ার পর।আমরা আমাদের কমেন্ট বা ফরমেট কিছুই দেখতে পাই না।
আমরা যখন কোন পোস্ট এর মধ্যে ভোট করি null এ সেট করছে কিনা বিষয়টা দেখার জন্য। তখন অনেক সময় আমাদের ভোট সাথে সাথে শো করে না। অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট পর শো করে।
সেই সাথে আমরা যখন প্ল্যাটফর্মে পোস্ট করি। সেই পোস্ট ভালোভাবে দেখতে পাই না। এবং বারবার ট্রাই করে ও দেখার সুযোগ হয় না।🧐 স্টিম প্ল্যাটফর্মের যে অ্যাপস রয়েছে, সেখানে গেলে দেখা যায়।
বেশ কিছুদিন আগেও ওয়েবসাইটে ঠিকভাবে পোস্ট করতে পারিনি। তবে অ্যাপস এর মাধ্যমে সেই কাজটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় স্টিম প্ল্যাটফর্মের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে। তারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে। স্টিম প্ল্যাটফর্মের ওয়েব সাইট সম্পর্কে আরো একটু সময় দেয়। তাহলে আরো ভালো হতো।
What is your perspective on the future of the steemit platform? If you have any suggestion related to the same share it. |
---|
স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি হচ্ছে। এই প্লাটফর্ম একদিন অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সময়ে যে কয়েন গুলো সবার ঊর্ধ্বে রয়েছে। তার মধ্যে রয়েছে। BTC Eth BnB আমার কাছে তো মনে হয়। যদি স্টিম প্ল্যাটফর্ম সঠিকভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে যায়। এবং বিভিন্ন ধরনের বিনিয়োগকারী নিজেদের অর্থ এখানে বিনিয়োগ করে, সঠিকভাবে সততার সাথে কাজ করা শুরু করে। তাহলে এই কয়েন গুলোর পাশাপাশি আমরা স্টিম কয়েন কে দেখতে পাবো।
এবং আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে। যে আমরা এখন এই কয়েন টাকে অবশ্যই নিজেদের পাওয়ার আপ করব। এবং সবাই যদি কয়েন সেল করা বন্ধ করে দেয়। আস্তে আস্তে করে কয়েনের দাম বেড়ে যাবে। এবং এই কয়েন সবার ঊর্ধ্বে যেতে বেশি দিন সময় লাগবে না।
আফ ভোট করার মাধ্যমে যেমন, আমরা আমাদের অ্যাকাউন্ট এর পাওয়ার টাকে কাজে লাগাতে পারি। ঠিক তেমনি যদি আমাদের সবাইকে যে TRX দেয়া হয়ে থাকে। সেই TRX মাইনিং করার একটা সিস্টেম চালু করা হয়।⛏️ তাহলে আমার কাছে মনে হয় আরো ভালো হবে। মাইনিং করার মাধ্যমে আমরা আমাদের TRX অনেক বেশি বৃদ্ধি করতে পারব। এবং স্টিম সেল দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারব।
আমি চেষ্টা করেছি নিজের জায়গা থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ঠিক জানিনা কতটুকু সঠিক হয়েছে। আপনারা পড়ে অবশ্যই আমাকে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/Rubina203/status/1751086386026070504?t=Nf4aufK_iXffl5cWnXXfEA&s=19
প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি প্রতিটা প্রশ্নের উত্তরই অত্যন্ত সুন্দর ও সঠিকভানে দিয়েছেন।আপনার সাথে আমিও একমত যে, এখানে আমরা মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি ও দেশের ও দেশের বাইরের মানুষদের সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে সক্ষম হই।
আপানার লেখা পড়ে খুবই ভালো লাগলো।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
মাতৃভাষায় প্রকাশ করার মত একটাই জায়গা সেটা হচ্ছে স্টিম প্ল্যাটফর্ম। যেখানে মনের ভাষাগুলো নিজের ইচ্ছে মত প্রকাশ করা যায়। সেইসাথে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম সমস্যা। তাদের ভালোলাগা মন্দ লাগার সবকিছুই জানা যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি প্রশ্নের সুন্দর ভাবে উত্তর দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনার এই পোস্টটি পড়ে আমরা অনেক উপকৃত হলাম ।স্টিমিট প্ল্যাটফর্ম একটি স্বাধীন প্লাটফর্ম ,এখানে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারি তার সঙ্গে অন্যের পোস্টগুলো পড়ে অনেক ধারণা নিতে পারি। যা আমাদের জীবন চলার পথে আর এগিয়ে নিয়ে যেতে পারে ।
এই প্লাটফর্মে যেহেতু আপনার তিন বছর পথ চলা তাই আপনি অনেক অভিজ্ঞ এবং অনেক কিছু জানেন তাই আপনাদের কাছ থেকে আমাদের আরও অনেক কিছু শেখার আছে । আশা করি আমাদের সবসময় সহযোগিতা করবেন ।আপনার জন্য রইল শুভকামনা।
আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।। আজকের এই প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে নিজের মতো করে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।।
এটা একদম সত্য যে আমরা এখানে আমাদের মাতৃভাষা সহ স্বাধীনভাবে কাজ করতে পারি।। স্টিম প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গের সাথে আমি সহমত পোষণ করছি।।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।।
এই প্লাটফর্ম থেকে আমরা যে আমি অনেক কিছু বুঝতে পারি। ঠিক তেমনি নিজেদের মনের ভাব প্রকাশ করার পাশাপাশি, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা পালন করতে পারি। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পরিদর্শন করে, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।