You are viewing a single comment's thread from:

RE: Incredible India community application for the Steemit Engagement Challenge Season-18

in Incredible India8 months ago

ম্যাম আপনি কমিউনিটির পক্ষ থেকে এনগেজমেন্ট চ্যলেঞ্জ সিজন আঠারো এর জন্য আবেদন করেছেন। এনগেজমেন্ট চ্যলেঞ্জ পাওয়া যেকোন কমিউনিটির জন্য বেশ কঠিন একটি কাজ। সিজন সতেরোতে আমরা এনগেজমেন্ট চ্যলেঞ্জ পেয়েছি। ইনশাল্লাহ্‌ আঠারোতেও পাবো।

কেননা আমাদের কমিউনিটি এবং আপনার সম্পর্কে কর্তৃপক্ষ ওয়াকিবহল। আপনার কাজ সম্পর্কে আমরা এবং স্টিমিট এর সাথে সংশ্লিষ্ট সকলেই কমবেশি অবগত। এছাড়াও আপনি পুরো কমিউনিটির বিষয়গুলো আপনার লিখার মাধ্যমে তুলে ধরেছেন।

আমি মনে প্রানে চাই কর্তৃপক্ষ আপনার আবেদনটি পর্যালোচনা করুক এবং আমাদের কমিউনিটিকে সিজন আঠারোতে সিলেক্ট করুক। ধন্যবাদ ম্যাম এনগেজমেন্ট চ্যলেঞ্জ সিজন আঠারোতে আবেদন করার জন্য। শুভকামনা রইলো।

সবশেষে বলতে চাই, আমাদের কমিউনিটির (ইনক্রিডিবল ইন্ডিয়া) দুই বছর পূর্ণ হলো আজ। কমিউনিটির সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেশালী অভিনন্দন @sduttaskitchen ম্যামকে। যার কারণে আজ কমিউনিটি এতদূর এগিয়েছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.25
JST 0.040
BTC 95339.71
ETH 3345.39
USDT 1.00
SBD 6.89