You are viewing a single comment's thread from:
RE: Incredible India's last Weekly Curation Report (Month of March 2023)
@happy-mondal আপু আপনাকে অনেক অনেক শুভকামনা। টপ পোষ্ট অব দ্যা উইক এ আপনি ১ম হয়েছেন। আসলে আপনি প্রথম হওয়ার যোগ্য দাবিদার। কেননা আপনার লিখাগুলো অনেক সুন্দর। আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এভাবেই নিত্য নতুন পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশা করছি। আবারো আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। আর আমার জন্য দোয়া করবেন। আমি নতুন হিসেবে জয়েন করে টপ ১৫ এর মধ্যে আছি। সামনে যেন টপ ১০ এর ভিতর আসতে পারি এই দোয়া করবেন আর সঠিক দিক নির্দেশনা আমাকে দিবেন, এই প্রত্যাশা করি।
#miwcc
ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশংসা করার জন্য। অবশ্যই সাহায্য করবো আপনাকে। আপনিও কাজ করেন, সামনে ভালো কিছু আছে।