Incredible India monthly contest of June#1|What do we need to win?.

in Incredible India5 months ago

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্‌ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

আজ আমি প্রাণপ্রিয় কমিউনিটি Incredible India কর্তৃক আয়োজিত জুন মাসের প্রথম প্রতিযোগীতায় অংশ নিতে চলছি।

Gold Yellow 3D Award Nomination Winner Facebook Post.jpg
Edit by canva

কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন প্রতিযোগীতা আয়োজনের জন্যে। প্রতিযোগীতায় সকল বন্ধুদের অংশগ্রহন কামনা করছি। তাহলে শুরু করা যাকঃ-

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ According to you, what is the definition of a winner?

আমার কাছে বিজয়ীর সঙ্গা হলো, একজন মানুষ যিনি ধৈর্য্য ধারণ করেন ও সততার সাথে পরিশ্রম করেন এবং দিন শেষে কর্মের মাধ্যমে নিজেকে প্রমান করেন, তিনি হলেন বিজয়ী।

বিজয়ী ব্যক্তি পরিশ্রম করে সবকিছু অর্জন করতে জানেন। আর কোন কিছুতে ব্যর্থ হলে আবার নতুন করে চেষ্টা করেন। বিজয়ী তো সেই যে হাসিমুখে মৃত্যবরণ করে এবং তাঁর মৃত্যুর পর সকলে কান্নায় ভেঙ্গে পরে। বিজয়ীরা কখনো হারিয়ে যায় না।

যুগে যুগে আমরা অনেক বিজয়ী মানুষদের দেখেছি। তাদের কাছ থেকে আমি তিনটি বিষয় শিখেছি। বিষয়গুলি হলো সততা, ধৈর্য্য এবং পরিশ্রম। এই তিনটি গুণ থাকার কারনেই মূলত তাঁরা প্রত্যেকেই আজ বিজয়ী।

অনেকেই আছেন অসৎ পথ অবলম্বন করে কোন কর্মে বিজয়ী হতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে যারা অসৎ উপায় অবলম্বন করে বিজয়ী হয় তাদের মন থেকে কেউ বিজয়ী হিসেবে মেনে নেয় না।

যারা সৎ এবং নির্ভিক, যুগে যুগে তাদের নাম ইতিহাসের পাতায় এবং বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে।

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ To become a winner, which things make the vital part- brain skills or body strength? Justify your answer in each case!

আমি মনে করি বিজয়ী হওয়ার জন্য মস্তিস্কের দক্ষতা এবং শারীরিক শক্তি দুটোরই প্রয়োজন রয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে দুটির ভিন্ন ভিন্ন ব্যবহার হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।

আমরা ক্রিকেট খেলার বিষয়টি একটি উদাহরণ হিসেবে গ্রহণ করতে পারি। ক্রিকেট খেলায় বিজয়ী হতে হলে কী করতে হয়? অবশ্যই বিপরীত দলের থেকেও ভালো খেলতে হয়। আর ভালো খেলা কিন্তু এক দিনেই এসে খেলা সম্ভব হয় না।

এর জন্য প্রয়োজন হয় পরিশ্রম, শারীরিক শক্তির প্রয়োগ, প্রচুর অনুশীলন এবং প্রতিনিয়ত দক্ষতার উন্নয়ন। এই বিষয়গুলিতে যে দলের দক্ষতা যত বেশি সে দল ততই বিপরীত দলের থেকে এগিয়ে থাকে এবং নির্দিষ্ট সময় অন্তর তারাই বিজয়ী হয়।

cricketer-7015983_1280.jpg
source

আর এর সবগুলোই শারীরিক শক্তির অন্তর্ভুক্ত। তাই বলাই যায় এক্ষেত্রে শারীরিক শক্তির ব্যবহার বিজয়ী হওয়ার পার্থক্য গড়ে দেয়।

আবার অনেক সময় শারীরিক শক্তির দিক থেকে দূর্বল হওয়ার সত্যেও মস্তিস্কের দক্ষতাকে কাজে লাগিয়ে বিজয়ী হওয়া যায়। বিপরীত দলের দূর্বল যায়গা গুলো বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করা এবং সেই দূর্বল যায়গায় আঘাতের মাধ্যমে শক্তিশালী দলের বিপরীতেও বিজয়ী হয় অনেকে।

ক্রিকেট খেলায় আমরা এমন অনেক দেখেছি। তাই এক্ষেত্রে মস্তিস্কের দক্ষতার ব্যবহার বেশ গুরুত্ব পায়। কিন্তু দিনশেষে যে দল শারীরিক এবং মস্তিস্কের দক্ষতায় যত বেশি উন্নত হয় সেই দলের কিন্তু বিজয়ী হওয়ার চান্স সবথেকে বেশি থাকে।

তাই আমি মনে করি বিজয়ী হওয়ার জন্য মস্তিস্কের দক্ষতা এবং শারীরিক শক্তি দুটোরই প্রয়োজন রয়েছে।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ Describe a few points that can help us to reach our goals.

win-1403734_1280.jpg
source

নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সৎ, পরিশ্রমী, সাহসী, বুদ্ধিমান এবং ধৈর্য্যশীল হওয়া জরুরি।

  • প্রথমত একজন মানুষ যদি সৎ হয় তাহলে তার লক্ষ্যে পৌঁছানোর পথ কিছুটা হলেও সুগম হয়। কেননা সৎ মানুষকে সবাই ভালোবাসে এবং সাহায্য করে। একজন সৎ মানুষ যদি কোন কিছু অর্জন করতে চায় তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। এর থেকে আর বড় পাওয়া কী হতে পারে বলুন। তাই সবার আগে সৎ হওয়াটা বেশি জরুরী। এতে সবার সাহায্য পাওয়া যায়।

  • দ্বিতীয়ত প্রচুর পরিশ্রম করা জরুরি। পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন সম্ভব নয়। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রমের বিকল্প কিছু হতে পারে না। আপনি যতই নিজের বিবেককে ভুলভাল বুজ দেন না কেন নির্দিষ্ট সময় অন্তর কিন্ত আপনার বিবেক আপনাকে বলবে আপনি পরিশ্রম করেন নি বিধায় লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তাই প্রতিটা সেকেন্ড পরিশ্রম করা জরুরি। পৃথিবীতে যারা পরিশ্রম করেছেন তাঁরা প্রত্যেকেই সফল হয়েছেন। তাই তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের এগোতে হবে।

  • তৃতীয়ত সাহসী হওয়া। আমরা অনেকেই মনে বিভিন্ন ভয় পোষণ করে থাকি। ভাবি এই কাজটি করতে গেলে এরকম যদি হয়। ভয় ভয় করে গন্তব্যের দিকে এগুই না। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহস খবু জরুরী। আপনি যদি সাহসী হন তাহলে সামনে যতই বিপদ আসুক না কেন সেই বিপদ আপনাকে থামাতে পারবে না। নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে সেই বিপদ মোকাবেলা করে আবার আপনি সামনের দিকে এগোতে পারবেন। আর ভীতু হলে তো আগের অবস্থানেই পরে থাকতে হবে।

  • চতুর্থত বুদ্ধিমত্তার পরিচয় দেয়া। দেখবেন যে একটি কাজ করতে একজন ব্যক্তি এক ঘন্টা সময় ব্যায় করে আবার ঐ একই কাজ আরেকজন চল্লিশ মিনিটে করে ফেলে। এক্ষেত্রে দেখা যায় পরের ব্যাক্তিটি নির্দিষ্ট বুদ্ধিমত্তার প্রয়োগ করে দ্রুত কাজটি সেড়ে ফেলছেন। লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রেও বুদ্ধিমান হওয়া জরুরি। এতে করে কঠিন পথ অনেক সহজ হয়ে যায়। বুদ্ধিমান লোকেরা কঠিন পথকে কীভাবে সহজ করা যায় সেই চিন্তা করে এবং পথ খুঁজে বের করে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে।

  • পঞ্চমত লক্ষ্যে পৌঁছাতে ধৈর্য্যশীল হওয়া জরুরি। আমরা অনেকেই অল্প একটুতেই ধৈর্য্য হারিয়ে ফেলি। ভাবি যে আর আমার দ্বারা হবে না। কিন্তু যারা সত্যিকারের সফল তারা কিন্তু একদিনের সফল হয়নি। চেষ্টার পর চেষ্টা করতে করতে সফল হয়েছে। তাই আমরাও নির্দিষ্ট লক্ষ্যে নাও পৌঁছাতে পারি। সেজন্য কী ধৈর্য্য হারাবো। মোটেও না। পুণরায় অন্যভাবে চেষ্টা করবো।

প্রতিযোগীতার চতুর্থ প্রশ্নটি ছিলোঃ Which things should we follow and should avoid to win in the race of our lifestyle? Describe.

আমাদের জীবন সংগ্রামে বিজয়ী হতে হলে অবশ্যই আমাদের উপরের আলোচিত পয়েন্টগুলি অনুসরণ করতে হবে। যেমন প্রথমেই সৎ হতে হবে। সৎ মনোভাব নিয়ে নিজের জীবন পরিচালিত করতে হবে। পরিশ্রমকে সবসময় গুরুত্ব দিতে হবে।

বিনা পরিশ্রমে যে বিজয়ী হওয়া যায় না একথা অন্তরে গেঁথে নিতে হবে। সবসময় মানুষকে সাহায্য করার মনমানসিকতা থাকতে হবে। ধৈর্য্যশীল হতে হবে এবং যেকোন কাজে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।

multitasking-7303815_1280.jpg
source

এমন কিছু করতে হবে যাতে আমাকে দেখে অন্যরা অনুপ্রেরণা পায়। তাহলেই জীবন সংগ্রামে এবং চলার পথে আমি বিজয়ী হতে পারবো। আর ত্যাগ করার কথা আসলে সবার আগেই বদ-অভ্যাসগুলি ত্যাগ করা জরুরী।

মানুষ, সমাজ তথা দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা। কখনই অবৈধ পন্থা অবলম্বন না করা। যতটুকু আমার আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকা।

বন্ধুরা এই ছিলো আমার প্রতিযোগীতায় অংশগ্রহন। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আমি @nahida-farjana @fajrulakmal99 @afrin-mona @alljer2404 বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্‌হাফেজ।

Sort:  
 5 months ago 

Thank you for the invitation friend, greetings and success 🤝

Gracias compañero por la invitación. Saludos.

Loading...
 5 months ago 

কেননা সৎ মানুষকে সবাই ভালোবাসে এবং সাহায্য করে। একজন সৎ মানুষ যদি কোন কিছু অর্জন করতে চায় তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে।

  • আপনার লেখা প্রথম কথাটার সাথে আমি একদম সহমত হতে পারলাম না। কারন সবাই সৎ মানুষকে সাহায্য করে না, আর সবাই তাদের পছন্দও করে না। তবে হ্যাঁ জয়ী হওয়ার জন্য সব সময় সততার পথ বেছে নিতে হয়। তবেই সেই জয় দীর্ঘ স্থায়ী হয়। যদিও সেই পথ অনেকটাই কঠিন। তবে হ্যাঁ, সৎ মানুষের ঈশ্বর অনেক পরীক্ষা নিলেও, তিনি তাদের সবসময় সাহায্য করে একথা একদমই সত্যি। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।
 5 months ago 

খুবই সুন্দরভাবে আপনি প্রতিযোগিতার প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। বিশেষ করে একটা বিষয়ে আমি আপনার সাথে একদমই একমত। বুদ্ধি এবং শারীরিক দক্ষতা দুটোই আমাদের সমান প্রয়োজন। স্থান কাল পাত্র ভেদে এর বিপরীত ঘটতে পারে কিন্তু দুটোকেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেকোনো ধরনের খেলা হোক বা আমাদের জীবনে চলার পথের কোন ঘটনা হোক একটি সঠিক সিদ্ধান্ত সবকিছু পরিবর্তন করে দিতে পারে। আবার সব সময় বুদ্ধি থাকলেই হবে না শারীরিক সক্ষমতাও লাগবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আমাদের সাথে পাঁচটি বিষয়ে সম্পর্কে আলোচনা করেছেন। তার প্রত্যেকটি যুক্তিযুক্ত। আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি ঠিকই বলেছেন বিজয় মানে তো সৎ পথে পরিরম করা, ধৈর্য ধরে যেকোনো কাজে সফল হওয়া।
যে মানুষ যেকোনো কাজের ক্ষেত্রে আমি তোকে বোকা করে কাজ করবে সাহিত্য সব থেকে বড় বিবেক অর্জন করে।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর আপনার অনেক সুন্দর হয়েছে।

আপনার জন্য সব সময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 93587.61
ETH 3101.67
USDT 1.00
SBD 3.02