Better Life with Steem|| The Diary Game||31 May 2024||।।
কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।
আজ আমি আপনাদের মাঝে আমার সারাদিনের কার্যক্রম তুলে ধরছি। তাহলে শুরু করা যাকঃ-
আজ শুক্রবার। পবিত্র জুম্মাবার। ধর্মপ্রাণ মুসলিমদের জন্য বিশেষ একটি দিন। আজ আমি ঘুম থেকে উঠি সকাল নয়টা পনেরো মিনিটে। যেহেতু ছুটির দিন তাই একটু দেড়ি করেই উঠি।
ঘুম থেকে উঠে মোবাইলে কিছু নটিফিকেশন চেক করি এবং কিছু ম্যসেজ চেক করি। এরপর ল্যাপটপ নিয়ে বসি। কমিউনিটির বিভিন্ন বন্ধুদের পোষ্টে কমেন্ট করতে থাকি। কিছু কমেন্ট হয়ে গেলে বিছানা ছেড়ে উঠে হাতমুখ ধুয়ে নিই।
এরপর হালকা নাস্তা করে বাইরে একটু হাঁটাহাঁটি করি। বেশ কিছুদিন আগে আমি বাসায় দুই জোড়া বাজরিগাড় পাখি নিয়ে এসেছি। তাই পাখিগুলোর পরিচর্যা করতে শুরু করি।
সপ্তাহে এই একটি দিন আমি সময় পাই তাই পাখির খাঁচা পরিস্কার করা, খাবারের পাত্রে খাবার দেয়া, পানির পাত্রে পানি ভর্তি করে দেয়া, এই কাজগুলো করি।
পাখির খাঁচার অর্ধেক অংশ কাপড় দিয়ে ঢেকে রাখি বিধায় দুই খাঁচার পাখি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। সপ্তাহে একদিন খাঁচার কাপড় খুলে তাদের পাশাপাশি রাখি।
এতে করে তারা সপ্তাহের সব জমানো কথাগুলো মন খুলে বলার সুযোগ পায়। ফটোতে ঠিক যেমনটা দেখছেন। চারটি পাখি এমনভাবে কথা বলছিলো যেন, তারা কত যুগ ধরে জানি কথা বলেনা।
যাইহোক এরপর আবার পাখিগুলোকে নির্ধারিত স্থানে রেখে আমি গোসলে চলে যাই। গোসল করে এসে তৈরি হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা করি। আজ যেহেতু জুম্মাবার তাই একটু আগেভাগেই মসজিদে যেতে হয়।
ঈমাম সাহেব বাংলা খুতবায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা এবং নসিয়ত পেশ করেন সবার উদ্দেশ্যে। আজকে আমাদের মসজিদে ঈমাম সাহেবের খুতবার বিষয় ছিলো আল্লাহ্ তা’লা ও তাঁর রসূলের প্রতি ভালোবাসা।
প্রায় পঁয়তাল্লিশ মিনিট হুজুর আমাদের মাঝে বয়ান পেশ করেন এই বিষয়ে। যাইহোক ভালোমত নামাজ শেষ করে বাসায় ফিরে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিই।
আজ দুপুরের খাদ্য তালিকায় ছিলো ভাত, শাক, সবজি আর ডাল। বিশ্রাম নেয়া হলে একটু বাইরে বের হই আশেপাশের পরিবেশ উপভোগ করার উদ্দেশ্যে। আজ আকাশ বেশ মেঘলা ছিলো।
সূর্য মেঘের ফাঁকে উকি দিচ্ছিলো। দেখতে বেশ ভালোই লাগছিলো। এছাড়া শিরশির বাতাস তো আছেই। মন একদম জুড়িয়ে যাচ্ছিলো আমার। এরপর চোখ পড়লো আশেপাশের খালগুলোর মধ্যে। পানিতে একদম টইটম্বুর হয়ে রয়েছে খালগুলো।
বছরের এই সময়টায় আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই যাদের বাসায় এক থেকে তিন বছরের শিশু রয়েছে তাদের আরো বেশি সাবধান হওয়া উচিত।
কেননা শিশুরা বাইরে খেলার ছলে বের হলে, বাড়ির পাশের খালে পরে যেতে পারে। এতে করে প্রাণহানীও ঘটতে পারে। তাই মাকে বিশেষ করে বেশি সাবধানী হতে হবে।
যাইহোক এরপর বউ ফোন করে বলে আজ সে বাসায় আসবে। তার নাকি বাবার বাসায় আর ভালো লাগছে না। আমাকে অনেক মিস করছে। তাই আমিও দেড়ি না করে তারাতারি করে বউ আর বাচ্চাকে নিয়ে আসার উদ্দেশ্যে বেরিয়ে পরলাম।
মা শুনে তো অনেক খুশি। কেননা আজ তার নাতি বাড়ি আসবে। মা তাই সব গোছগাছ করতে শুরু করলো। এরপর শশুর বাড়িতে এসে দেখলাম বাবু শুয়ে খেলা করছে। আমাকে দেখে সেই কী হাসি।
দেখতে দেখতে বাবু অনেক বড় হয়ে গেলো। সবাই বাবুর জন্য দোয়া করবেন। এরপর খাওয়া দাওয়া করে বউ আর বাচ্চাকে নিয়ে রিকশা করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পরলাম।
আলহামদুলিল্লাহ্ খুব ভালোমতন পৌঁছাতে পেরেছি বাড়িতে। এরপর সবাই বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পরে। আমি এই ফাঁকে বাজার এসে কিছু বাজার সদাই করে আবার বাড়িতে ফিরে আসি।
এরপর বাবুর সাথে কিছু সময় কাটিয়ে আজকের দিনলিপি লিখতে বসি।
আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্হাফেজ।
X promotion link: https://x.com/AlRiaz76338/status/1796589309581263333
আজ ঘুম থেকে উঠে কমিউনিটিতে সময় দিয়েছেন জেনে ভালো লাগলো।পাখি গুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে। তবে ওদের দেখলে খারাপও লাগে কারন ওরা সারাজীবন বন্দী জীবন কাটায়। পাখিরা হয়ত তাদের মনের ভাব প্রকাশ করছে একে অপরের সাথে।
আপনার ছেলে তো দেখছি আপনার মতোই দেখতে হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
শুক্রবার প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর এই দিনটা আমরা খুব সুন্দর ভাবে পালন করে থাকি। এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অনেকটা সময় আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করি।
আপনি সকালবেলা খাঁচায় বন্দী পাখি গুলোর সমস্ত কাজকর্ম শেষ করে। গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মসজিদে অনেকটা সময় ধরে খুতবা পড়া হয়ে থাকে এই শুক্রবার দিন। আপনার স্ত্রী আপনার কাছে কল করেছে। আপনাকে ছাড়া ওনার আর ভালো লাগছে না। তাই আপনি উনাকে নেয়ার জন্য আপনার শ্বশুর বাড়িতে চলে গেলেন। আপনার বাবু মাশাআল্লাহ আগের চাইতে অনেক বড় হয়েছে। দোয়া করি সে খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠুক এবং আপনার মনের ইচ্ছে গুলো পূরণ হোক। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বাহ! আপনার পাখিগুলো তো দেখতে খুব সুন্দর। সপ্তাহে একদিন সুযোগ থাকার ফলে পাখিগুলোর পরিচর্যা করেছেন। শুক্রবার দিন হলো আমাদের জুমার নামাজের দিন। তাই তাড়াতাড়ি গোসল করে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য।
এদিকে আপনার বউ ফোন দিয়েছিল বাবার বাড়ি থেকে আপনাদের বাসায় আসবে। তাই তড়িঘড়ি করে বউ এবং বাচ্চাকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছেন। নাতি বাসায় আসলে দাদা-দাদী তো খুশি হবে এটা স্বাভাবিক একটি বিষয়। দোয়া করি আপনার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়।
সারাদিনে কার্যক্রম তুলে ধরার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।