লাদাখের কিছু ছবি নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের মাঝে।

in Incredible India2 years ago

IMG-20220529-WA0033.jpg

(লাদাখ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আদর্শ উদাহরণ)

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি আপনাদের আজকের দিনটি ভালো ভাবে কেটেছে। আজ এই ছবিগুলো ভাগ করে নেবার সময় মনে হলো সত্যি কি এখানে সঠিক প্রতিভা সন্মান পায়?

আমি এই প্লাটফর্মে এক বছরের বেশি কাজ করছি, এবং প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি ভাগ করে নিয়েছি শুধু তাই নয়, তার পাশাপাশি জীবনের অনেক মূল্যবান শিক্ষাও ভাগ করেছি নানান সময়।

আমার থেকে অনেক নিম্ন মানের লেখাকে সমাদৃত হতে দেখেছি, এবং এখনও সেটাই চলছে। আমার মনে হয় যেসব দলগুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের কাজের উপরে নজর রাখার জন্য একজনকে দক্ষ মানুষ নিয়োগ করা উচিত।

ঠিক যেমনি আমাদের কাজের রিপোর্ট দিতে হয় ম্যানেজারকে আবার ম্যানেজার সিনিয়র ম্যানেজারকে রিপোর্ট করে।

সুষ্ঠ কাজের জন্য সুষ্ঠ ব্যবস্থার তত্ত্বাবধানে থাকতে হবে একদল দক্ষ এবং যোগ্য টিম নির্বাচন করা প্রয়োজন।

কারণ এখন যে যার ইচ্ছে মত, নিজস্ব স্বার্থে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন।

IMG-20220601-WA0002.jpg


IMG-20220601-WA0010.jpg

ছবিগুলো সত্যি বলতে অনেকদিন ধরেই নিজের কাছে ছিল, কিন্তু খারাপ লাগে যখন দেখি ক্ষমতার নামে প্রহসন চলছে। আচ্ছা যেখানে অন্যান্য ভাষাকে এখানে মর্যাদা দেওয়া হয় তখন কেনো বাংলা ভাষা
গুরুত্ব পাবে না বলুন তো?

ক্ষমতায় থাকা মানুষগুলো স্প্যানিশ ভাষাকে বুঝতে না পারলেও সেখানে ভোট দিতে কার্পণ্যতা করতে দেখি না, এমনকি এখন তো অযথা লেখা, এবং ঠকানো কাজকেও সমাদৃত করা হচ্ছে যারা ভারতের রাষ্ট্রীয় ভাষায় লেখে।

কথাগুলো ভাববেন না ঈর্ষায় বলছি, বিগত এক বছরের উপরে যা দেখছি তাই বলছি।
আগেই বলেছি, তেল দিয়ে যারা উপরে ওঠেন তাদের প্রতিভা বিচারের যোগ্যতাই নেই।

নিজের পকেট ভরবার জন্য যথেচ্ছচারিতা করে চলেছে, জানিনা একাধিকবার কি করে এদেরকেই আবার সুযোগ দেওয়া হয়।

ঠিক এই কারণে এখন আমি নিয়ম মানতে নারাজ, যদিও ভালোই হয়েছে এখানে নাটক নেই, অভিনয় নেই, হয়তো সেই কারণেই এখানে সেই নিজস্বার্থ চরিতার্থের লোকজনদের দেখা পাওয়া যায় না।

ভালো লেখা সমাদৃত হয় এটা আমি আর বিশ্বাস করি না। যাক এটা আমার একান্তই নিজস্ব মতামত অনেকেই এর সাথে সহমত নাও হতে পারেন।

আজ এই পর্যন্তই, ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Sort:  
 2 years ago 
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club StatusNo
Feedback / Observation

*Your photography skills are admirable. Although I have not visited Ladakh, but I can guess from the pictures that the place is very beautiful.
You are right no one appreciates good work these days.
We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sampabiswas(Moderator)
Incredible India

 2 years ago 

দুঃখিত একটু দেরীতে নিজের মন্তব্য পোষণ করবার জন্য, আমি আপনার তোলা বিষয়টি সমর্থন করছি কিন্তু কমিউনিটির পাওয়ার এতোটাই কম যে, বুঝেও আপনাকে যোগ্য সন্মান দিতে পারলনা না আপনার এত ভালো একটা পোস্টের জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.040
BTC 97628.16
ETH 3611.02
USDT 1.00
SBD 3.42