You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of December #1| Three gifts from Santa for 2025

in Incredible Indialast month

প্রতিমাসের প্রতিযোগিতার জন্য যে বিষয়বস্তু গুলো নির্বাচন করা হয় সেগুলো অনেক বেশি আকর্ষণীয়। এমনকি এটা আমি আগেও অনেকবার মন্তব্য উল্লেখ করেছি যে এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যেটার কারণ অনেকেই হয়তো আমার মত উপলব্ধি করতে পারেননি।

এটা আমার কাছে সুবর্ণ সুযোগ হওয়ার যথার্থ কারণ আছে। কারণ সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে আমি এই বিষয়বস্তুর উপরই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং Incredible India Community তেই।

ঐটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা যখন বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত একজন কিউরেটর আমার পোস্ট টপ পোস্টে নির্বাচন করেছিলেন। ঐদিন উপলব্ধি করেছিল এডমিন মহোদয়া কেন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সক্রিয়তা বৃদ্ধির কথা বলেন। পাশাপাশি লেখার মান যেটা প্রতিনিয়তই বলেন।

শ্রদ্ধেয়া এডমিন মহোদয়াকে অনেক অনেক ধন্যবাদ এই দূর্দান্ত বিষয়বস্তুতে আবারো একবার অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আশাকরি, এখানে অংশগ্রহনকারীর সংখ্যাধিক্য দেখতে পারবো‌।

Sort:  
 last month 

@piya3 সুযোগ দেবার ব্যাপারে আমি কিন্তু আজও অপরিবর্তিত কিন্তু সেই একই বিষয় অনেকের মধ্যেই বিলীন!
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

❤️❤️❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 107501.41
ETH 3383.38
SBD 4.80