RE: There are some transmissions behind every festival, let's glimpse festivities in my locality!
I only visited four places in my locality, within one kilometre of my area at least more than 20 pandals anyone can hop, during this period, especially from dusk, traffic police closed the main road so that people could reach the pandals by walking!
পরিচিত অনেকের মুখে শুনেছি কলকাতার পূজো সম্পর্কে যেটা খানিকটা গল্পের মতোই মনে হতো। কিন্তু দিনকে দিন চলতি পূজো ও ভিডিও এবং সাথে ছবি গুলো দেখে এখন মনে হচ্ছে ঐ গল্পের মতো মনে হওয়ার থেকেও অবাক করা এই দৃষ্টিনন্দন করা সকল দৃশ্য।
মাত্র এক কিলোমিটারের মধ্যে এতোগুলো প্যান্ডেল! না জানি সরাসরি দেখতে কি মজা! যাইহোক, এই অসাধারণ মূহুর্ত নিশ্চয়ই খুব উপভোগ্য ছিল আপনার কাছে। আমার কাছে সাজসজ্জা অসাধারণ মনে হয়েছে দিদি।
পুলিশের কার্যক্রম ও প্রশংসনীয়, নচেৎ গাড়ির ভীড়ে হয়তো মানুষ সঠিক স্থানেই পৌঁছাতে পারতো না। তাছাড়া, পায়ে হেঁটে পরিদর্শনের মজাটাই অন্যরকম। আপনার সম্পূর্ণ লেখাটি পরিদর্শনের পর মনে হচ্ছে আমিও যেন ঐ স্থান ভ্রমণ করেছি। একটা লেখার উপস্থাপন এমনটাই হওয়া উচিত। যদিও আপনার লেখার মানদণ্ড নিয়ে কথা বলা উচিত না তবে এইটুকু বলতে ইচ্ছে করলো।
TEAM 1
Congratulations! Your Comment has been upvoted through @steemcurator03. We support good comments anywhere..@radjasalman, thank you so much.