RE: শারীরিক প্রতিবন্ধকতার সাথে লড়াই সম্ভব যদি মানসিক শক্তিকে জাগ্রত করা যায়!
আপনার সম্পূর্ণ লেখার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে পরিশ্রম যদি সফলতার চাবিকাঠি হয় তাহলে এই মানসিক শক্তি পরিশ্রমের আগে থাকবে। কারণ মানসিক শক্তি যার আছে সেই একমাত্র সঠিকভাবে পরিশ্রম করতে সক্ষম।
আপনার লেখাতে উপস্থাপিত মুভিটির নাম আপনার লেখা এবং আপনার কাছেই শুনেছি অনেক বার। এমনকি আমি আপনার থেকে অনুপ্রাণিত হয়ে দেখেছিও বটে যেটা নিজের মানসিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে খানিকটা।
শারীরিক প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতা এবং আর্থিক প্রতিবন্ধকতা;
আমি শুধু মাত্র এই বাক্যটি তুলে নিয়েছি কারণ এখানে আমাদের জীবনে জড়িয়ে থাকা কয়েকটি শব্দ না বরং সফলতার মূলমন্ত্র উপস্থিত রয়েছে।
মানসিক শক্তি সেটা দুর্লভ যে কারণেই হয়তো বিশ্ব সফলতার ইতিহাসে আমরা হাতে গোনা কয়েকটি নাম দেখতে পারি। যারা ছিল জিরো এই মানসিক শক্তিকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করেই আমাদের হৃদয়ে অমর হয়ে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, আবারো শক্তি সঞ্চয় করার মতো এই দূর্দান্ত শিক্ষনীয় লেখাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ঈশ্বর আপনার সহায় হোন। এভাবেই যেন প্রতিনিয়ত ঈশ্বর আপনার লেখা পড়ার সুযোগ করে দেন আমাদেরকে।