RE: মাথা উঁচু করে বাঁচা কাকে বলে? উন্নয়নের পরিভাষা কি?
সত্যি কথা বলতে আমাদের শিক্ষার বড্ড অভাব। কারণ কিছু ঘটনা আমাকে এই মুহূর্তে বিচলিত হতে বাধ্য করছে। কি জন্য নিজেকে আমরা শিক্ষিত বলি এটাই ভাবতে পারছি না। মাঝখানে বাহ্যিক মানুষ আবরণের মানুষ গুলো আজ পশুর স্বরূপ ধারণ করেছে।
উন্নয়ন শব্দটির অর্থ বোঝার মতো শিক্ষা পর্যন্ত আমাদের নেই, এটাই আমরা। সবাইকে নিয়ে ভালো থাকাটাই আমার কাছে ভালো যেটা আপনার লেখাতেও স্পষ্ট। সময় সর্বদা এক গতিতে যায় না এটাও পরিবর্তনশীল। তাই উল্লাসের নামে রক্তে খেলা এটাকে কি বলবো আমি নিজেও জানি না।
আপনার লেখাতে উপস্থাপিত কবিতাটি উন্নয়নের গভীর অর্থ বহন করে যেটা বোঝার জন্য প্রকৃত শিক্ষা থাকা দরকার শুধু মাত্র কাগজে টিক মার্ক যথেষ্ট না। আমিও নিজেকে শিক্ষিত বলবো না তবে কিছুটা বাস্তবতার আলোকে উপলব্ধি করতে পেরেছি।
পাশাপাশি, উপরোল্লেখিত দুইটি অনুচ্ছেদ হয়তো লেখার বাইরের কিন্তু এই লেখার পরিপ্রেক্ষিতে আমি আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আক্ষেপ প্রকাশ করেছি যেটা আমার মতো প্রতিটি সাধারণ মানুষের কাম্য বলে আমার মনে হয়।
THE QUEST TEAM has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags
@sduttaskitchen,
ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সময় ও মূল্যায়নের জন্য। ❤️