RE: My Community Curator Application for December 2023
From then till date, I only power up my steem;
and never power down it.
আমি শুধুমাত্র আপনার এই আবেদন পোস্টের মধ্য থেকে এই অংশটুকু তুলে নিয়েছি। কারণ আমার স্বল্প সময়ের কাজের পরিসরে বেশ কিছু বিষয় অবলোকন করতে সক্ষম হয়েছি। সেগুলোর মধ্যে এই অন্যতম।
✅ power down খারাপ প্রভাব ফেলে প্ল্যাটফর্মে। অনেকেই অতিথির মতো উপার্জন করে পকেটে টাকা নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ।
তাদের এটা চিন্তা করা উচিত ছিল যে গাছের যত্ন করলে, এখান থেকে lifetime ফল পাওয়া সম্ভব।
আপনার এই প্ল্যাটফর্মের শুরুর পথ যথেষ্ট বন্ধুর ছিল। কারণ আমি আপনার বিগত তিন বছরের সকল পোস্ট ইতিমধ্যে পরিদর্শন সম্পন্ন করেছি।
- তাছাড়া ইতিপূর্বেও আপনি অনেকবার কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি চলতি মাসেও আপনি কিউরেশন দলের আওয়াতাভুক্ত।
আশাকরি, এইবারও steemit platform কর্তৃপক্ষ আপনার সকল সক্রিয়তা, দায়িত্বশীলতা, সততা ও পরিশ্রমের মূল্যায়ণ করবেন। কারণ স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ সর্বদাই সৎ ও পরিশ্রমীদের পাশে বট বৃক্ষের ছায়ার মতো থাকেন।
আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, আবেদন সংক্রান্ত তথ্যবহুল পোস্টটি আমাদের অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্য। ঈশ্বর আপনার সহায় হোন।🙏