You are viewing a single comment's thread from:

RE: My Community Curator Application for December 2023

in Incredible Indialast year (edited)

From then till date, I only power up my steem;
and never power down it.

  • আমি শুধুমাত্র আপনার এই আবেদন পোস্টের মধ্য থেকে এই অংশটুকু তুলে নিয়েছি। কারণ আমার স্বল্প সময়ের কাজের পরিসরে বেশ কিছু বিষয় অবলোকন করতে সক্ষম হয়েছি। সেগুলোর মধ্যে এই অন্যতম।

  • ✅ power down খারাপ প্রভাব ফেলে প্ল্যাটফর্মে। অনেকেই অতিথির মতো উপার্জন করে পকেটে টাকা নেওয়া পর্যন্তই সীমাবদ্ধ।

  • তাদের এটা চিন্তা করা উচিত ছিল যে গাছের যত্ন করলে, এখান থেকে lifetime ফল পাওয়া সম্ভব।

  • আপনার এই প্ল্যাটফর্মের শুরুর পথ যথেষ্ট বন্ধুর ছিল। কারণ আমি আপনার বিগত তিন বছরের সকল পোস্ট ইতিমধ্যে পরিদর্শন সম্পন্ন করেছি।

  • তাছাড়া ইতিপূর্বেও আপনি অনেকবার কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি চলতি মাসেও আপনি কিউরেশন দলের আওয়াতাভুক্ত।
  • আশাকরি, এইবারও steemit platform কর্তৃপক্ষ আপনার সকল সক্রিয়তা, দায়িত্বশীলতা, সততা ও পরিশ্রমের মূল্যায়ণ করবেন। কারণ স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ সর্বদাই সৎ ও পরিশ্রমীদের পাশে বট বৃক্ষের ছায়ার মতো থাকেন।

  • আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, আবেদন সংক্রান্ত তথ্যবহুল পোস্টটি আমাদের অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্য। ঈশ্বর আপনার সহায় হোন।🙏

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.27
JST 0.040
BTC 102419.62
ETH 3707.14
USDT 1.00
SBD 3.24