My weekly report (Moderator & Discord in Charge)|| 26th November-2023||

in Incredible Indialast year (edited)

Hello Friends,
বন্ধুরা, কিভাবে যেন একটি সপ্তাহ অতিবাহিত হলো নিজেও বুঝতে পারিনি। কারণ কাজের মধ্যে সময়টা খুব দ্রুত চলে যায়। আমার মতো আপনাদের সকলের সাথে ও হচ্ছে। তবে সময়ের সঠিক ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানুষ, তাই ভুলের উর্ধ্বে কেউ না। এরপরও চেষ্টা করতে হবে প্রতিটি ভুল থেকে নিজেকে নতুন করে আবিষ্কার করার।

শ্রদ্ধেয়া ম্যাম, @sduttaskitchen আপনি এমন একজন মানুষ, আপনাকে যে হারিয়েছ তাঁর মতো দুর্ভাগ্যবান আর ২য়'টি হবে না। তবে এটাও বাস্তব আপনাকে বোঝার ধৈর্য্য বা ক্ষমতা সবার মধ্যে নেই।

একথাটি এজন্যই বললাম, সবার ভালোর জন্য মূল্যবান সময় অতিবাহিত করার পরেও অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আপনাকে। পাশাপাশি এটাও সত্য যে কিছু মানুষ আপনাকে এই প্ল্যাটফর্মে ভীষণ ভালবাসে ও শ্রদ্ধা করে। কারণ অনেকের জীবন চলার পথে এবং এখানে কাজের ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শক আপনি।

আমি আমার প্রতিবেদন উপস্থাপন করতে এসেছি, কিন্তু বার বার আপনার ও সকলের কথা বলছি। কারণ এটা আমার আপনার থেকেই পাওয়া শিক্ষা যে আমরা একটা পরিবার। এখানে আমি বলতে কিছু নেই, সকলেই সমান।

এখন আমি সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস থেকে পাওয়া তথ্য উপস্থাপন করবো। কারণ এটা সকলের জন্যই প্রযোজ্য।

Tutorial class:-

PhotoCollage_1701067692277.jpg

বিগত ইং ২৫-১১-২০২৩ শনিবার আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। ক্লাসে এডমিন ম্যাম ও সকল মডারেটর বাদে ও বিশ জন সক্রিয় স্টিমিয়ান উপস্থিত ছিল।

ম্যামের উপস্থাপিত দিকনির্দেশনা:-
✅ সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মবহির্ভূত কাজ থেকে নিজেকে বিরত রাখা।
✅কোন কোন কাজ করা সঠিক, এটার পাশাপাশি কোনটা সঠিক না সেইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
✅Steemit platform এ কোনো অবসর নেই।
✅ member tag পাওয়ার জন্য নিয়মিত নিয়ম মেনে তিন মাস কাজ করতে হবে।
✅ পুনরায় member tag পাওয়ার পর যদি অনিয়মিত কাজ দেখা যায় সেক্ষেত্রে ও কমিউনিটি কর্তৃপক্ষ tag সরিয়ে দিতে পারে।
✅ নিয়মবহির্ভূত কোনো কাজ করলে ও যেকোনো মুহূর্তে tag সরিয়ে দেওয়া হবে।

নতুনদের জন্য দিকনির্দেশনা:-
✅ নতুনদেরকে সর্বদাই স্বাগতম, তবে যিনি নিয়ে আসবেন, তাঁর যথার্থ প্রমাণ থাকতে হবে। কারণ কারো মাধ্যম ছাড়া আদৌ কোনো কিছু জানা সম্ভব না।
✅ ইতিপূর্বে, multiple account holder পাওয়ার একমাত্র কারণ এটাই যে শুধু মাত্র YouTube এর কথা বলেই শেষ। অথচ আমি এই প্ল্যাটফর্মে ২০২১ সালে account create করা সত্ত্বেও কমিউনিটির ব্যাপারে তেমন বিশেষ তথ্য জানতে পারিনি। এবং এখন অনেকেই achievement verified হওয়া মাত্রই, মার্কডাউন সহ পোস্ট করছেন। পোস্ট দেখে বোঝার উপায় নেই যে এই স্টিমিয়ান একমাস কাজ করছেন নাকি এক বছর ধরে কাজ করছেন। তবে হ্যাঁ , এটাতো সত্য যে মিথ্যা কখনো লুকানো যায় না।
✅সব কিছু বিবেচনা করে আমাদের কমিউনিটি থেকে একটা বড় দায়িত্ব গ্রহণ করা হয়েছে। আশাকরি, স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ ও ইতিবাচক ভাবে এটি গ্রহণ করবেন। কারণ আমাদের কমিউনিটি নিয়মবহির্ভূত কোনো কাজ গ্রহণ করে না এবং ভবিষ্যতেও করবে না।
✅তাই সবাইকে অনুরোধ করবো, লোভের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না। যেটাতে ফল এবং গাছ দু'টোই হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌলিক দিকনির্দেশনা নতুনদের যুক্ত করার ক্ষেত্রে:-
👉 plagiarism
👉AI/ZeroGPT
👉Club check
👉 Copyright free photo source use etc.

কেন⁉️
➡️ নতুনদের এই বিষয়টি বুঝতেই অনেকটা সময় প্রয়োজন হয়। তাই এটা জানা থাকলে নিজেকে নিরাপদ রাখা সম্ভব। আমাদের কমিউনিটির পক্ষ থেকে উদ্দেশ্য এটাই যে নতুনরা যেন নিরাশ না হয়। কাজের শুরুতেই যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

কমিউনিটির উন্নতির স্বার্থে মডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।"

PhotoCollage_1701070106067.jpg

একজন মডারেটরের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পোস্ট যাচাইকরণের কাজ একটি। আমি আমার জায়গায় সব সময় চেষ্টা করি যেন এই যাচাইকৃত পোস্ট থেকে ঐ স্টিমিয়ান আরো বেশি অনুপ্রেরণা পায়। পাশাপাশি তার ভুল গুলো শুধরে নিজেকে আরো বেশি উন্নত করতে পারে।

@jakaria121 and @rubina203 আপু ও আমি , আমরা সকলেই মানুষ তাই কেউই ভুলের উর্ধ্বে না। আপনাদের না জানারই কথা তবে এটাকেই পরিবার বলে। কারণ আমরা সকলেই সকলের যাচাই করা পোস্ট পরিদর্শন করি, যদি কোনো ত্রুটি সামনে আসে, আমরা নিজেরাই আলোচনা করে সঠিক করি। আমাদের পাশে সর্বদাই রয়েছেন সিনিয়র মডারেটর @sampabiswas দিদি। যিনি সব সময় সকলের কাজ গুলো নিখুঁত ভাবে পরিদর্শন করেন। তাছাড়া আমাদের সকলের অভিভাবক হিসেবে শ্রদ্ধেয়া ম্যাম আছেন সব সময়।

সামনে কিছুদিন আমি অনেক ব্যস্ত থাকবো, তবে সত্যি বলতে এটা শুধু মাত্র আমার অর্থ উপার্জনের কর্মক্ষেত্র না বরং এটা আমার পরিবার ও বটে। আমি সর্বদাই আমার চেষ্টা অব্যাহত রাখবো হয়তোবা একটু কম থাকবে। এই মানুষগুলো আমার হৃদ-স্পন্দন, তাই এটা ছাড়া থাকা কোনো ভাবেই সম্ভব না।

PhotoCollage_1701070829065.jpg

টিউটোরিয়াল এবং হ্যাংআউট ছাড়াও প্রতিদিন ২/৩ বার আমিসহ সকলেই স্টিমিয়ানদের সাথে ভয়েসে কথা বলি। কারণ সকলের সমস্যা সমাধান করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।

IMG_20231127_134326.jpg

আমরা শুধুমাত্র দিকনির্দেশনা দিই না বরং কারো সঠিক কাজের মূল্যায়ন ও করি। আমি বিগত সপ্তাহে @mukitsalafi ভাইকে, সদস্য tag দিয়েছিলাম। অভিনন্দন মুকিতসালাফি ভাই, এভাবেই পরিবারের সাথে নিজেকে যুক্ত রাখুন।

✅Here is my tutorial post for various steemians:-
👇👇

By piya3TitleThumbnail
1.How to take and use copyright free photos from Google//Tutorial
2.How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial.

➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।

আমার বিগত সপ্তাহের পোস্ট:-

No.DateTitleThumbnail
1.20-11-2023My weekly report
2.21-11-2023The Diary Game
3.22-11-2023Incredible India monthly contest November #2/Happy family.
4.23-11-2023The Diary Game
5.24-11-2023The Diary Game
6.25-11-2023Bangladesh and Blockchain Technology.
7.26-11-2023The Diary Game

➡️এছাড়াও আমার আরো একটি পোস্ট আছে আমাদের কমিউনিটিতে। পাশাপাশি আমি engagement challenge season-13 এর শেষ সপ্তাহে দুই টপিকে অংশগ্রহণ করেছিলাম।

👉বন্ধুরা, সকলের জন্য একটাই বার্তা যে - **নিজেকে নিয়মের মধ্যে রেখে এগিয়ে নিয়ে চলুন। কখনোই কোয়ালিটির সাথে আপোস করবেন না। পোস্টের লেখাই একজন স্টিমিয়ানের সবচাইতে বড় identity.

👉এই প্ল্যাটফর্মে সকল ভাষাকে সম্মান করা হয়। যে যে ভাষাতেই পোস্ট করুক না কেন; আপনি আপনার জায়গায় থেকে আপনার মাতৃভাষাতে ও মন্তব্য করতে পারেন। ভুল ইংরেজির থেকেও উত্তম নিজ মাতৃভাষা।

✅vote আলোচনা এক প্রকার spamming.

👉সুতরাং কমিউনিটির pinned📍করা পোস্ট পরিদর্শন করলে, সকল প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। এই প্ল্যাটফর্মে পরিশ্রমী এবং সৎ মানুষকে সর্বদাই প্রাধান্য দেওয়া হয়।

By Community IDTitleThumbnail
1.Weekly Booming Curation report(Season-2)-Incredible India Community.

➡️ Booming নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। অনুরোধ করবো সেই প্রশ্ন করার পূর্বে এই সাপ্তাহিক প্রতিবেদনটি একটু পরিদর্শন করবেন। আশাকরি, আপনার বা আপনাদের সকল প্রশ্নের সমাধান এই প্রতিবেদনেই পাবেন।

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

END

Sort:  
 last year 

Thank you @piya3 for presenting a good report in detail. Simultaneously, it's a privilege to work with you all and I am grateful to read your point of view about me.

 last year 

আপনার থেকে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে ও শিখবো। এই ছোট্ট প্রতিবেদনে সব কিছু উপস্থাপন করা যথেষ্ট কষ্টসাধ্য।

এটাও অনেক কম। কিছু অভিব্যক্তি সত্যিই শুধুমাত্র লিখে প্রকাশ করা সম্ভব নয়। আপনার আশীর্বাদের হাত সর্বদাই যেন এভাবে আমাদের মাথার ওপর থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।🙏

 last year 

আপনি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন ৷ যেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা গুলো আপনি তুলে ধরার চেষ্টা করে থাকেন ৷ তারপর আমাদের কমিউনিটির একজন সদস্য মেম্বার ট্যাগ পেয়েছে সেটা শুনে আরো বেশি আনন্দিত লাগছে ৷ তার জন্যও শুভকামনা রইলো ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @piya3 দিদি ৷ আপনার সুস্থতা কামনা করি ৷ ভালো থাকবেন,, আপনার দিনটি শুভ হোক ৷

 last year 

অবশেষে আমিও সদস্য ট্যাগ পেলাম। অন্যরকম অনুভূতি। এত দিন ভাবতাম কবে পাবো কবে পাবো।

ধন্যবাদ, আমার উপর আস্থা রাখার জন্যে।

খুব সুন্দর ভাবে আপনার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্যে।

 last year 

অবশ্যই ভাই, সততা ও পরিশ্রম সর্বদাই মূল্যায়ণ পায়।

 last year (edited)

আপনি এবং সকল মডারেটার এবং অবশ্যই অ্যাডমিন ম্যাডাম স্বয়ং প্রতিদিন পরিশ্রম করে চলেছেন কি ভাবে আমাদের কমিউনিটিকে আরো উন্নত করা যায়। আপনার রিপোর্ট থেকেই পরিস্কার যে আপনি প্রত্যেকদিন কতোটা সময় দেন এই কমিউনিটিকে। আপনি এটা একদম সঠিক বলেছেন যে, কখনোই কোয়ালিটির সাথে আপোস করবেন না। আমিও কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে বেশী প্রাধান্য দিয়ে থাকি। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় পাশে থাকুন।

 last year 

ধন্যবাদ দাদাভাই, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

কমুনিটিকে

  • এইটা কমিউনিটিকে হবে। অনুগ্রহ পূর্বক, বানানের দিকে একটু খেয়াল রাখবেন।🙏 ভুল ধরাটা মোটেও আমার উদ্দেশ্য না বরং ঠিক করানোটাই উদ্দেশ্য।

ঠিক করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ গাইড করার জন্য।

 last year 

ঠিক আছে দাদাভাই। এভাবেই দেখতে হবে। তাহলে একটা সময় আর এই সমস্যা গুলো হবে না।

প্রিয়া আপু আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি পুরো টিউটোরিয়াল কলেজ ক্লাসের সমস্ত দিকসমূহ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে নতুন দিন সম্পর্কে নতুন বার্তা এবং নতুন যে নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় সেগুলো বলতে বলেননি এটা আমাদের অনেক উপকার হলো। আসল সবাইকে একটা নিয়মের মধ্যে থাকা উচিত। আর থাকলে সেখানে সেটা সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। বরাবর আপনাকে ধন্যবাদ

 last year 

আপনি আবারও এই সপ্তাহের প্রতিটি দিনের কাজ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।একজন মডারেটর এবং ডিসকোর্ড ইনচার্জ হিসেবে আপনার দায়িত্ব গুলো আপনি খুব সুন্দর ভাবে পালন করার চেষ্টা করছেন ।আপনার সততা ও পরিশ্রম দিয়ে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

ধন্যবাদ , গত সপ্তাহের সকল কার্যক্রম আমাদের সাথে উপস্থাপনা করার জন্য আপনি একজন মডারেটর ও ডিসকোড ইন চার্জ হিসাবে আপনার দায়িত্ব সবসময় একনিষ্ঠা পরিশ্রম ,সততা দিয়ে কাজ করে যাচ্ছেন ।যেটা কিনা আমি এই কমিউনিটিতে কাজ করার পর থেকে দেখে আসছি। আপনার জন্য হলে অনেক অনেক প্রার্থনা ভবিষ্যতে যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।

Loading...
 last year 

আপনার একটা সপ্তাহের কার্যক্রম আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আমরা চেষ্টা করি ম্যাম যে দিকনির্দেশনা গুলো আমাদেরকে দিয়ে থাকেন। সেই দিকনির্দেশনা অনুযায়ী চলার জন্য।

আপনি একদমই ঠিক বলেছেন, ম্যামকে যে হারিয়েছে এবং যে বুঝতে পারেনি তার মত দুর্ভাগ্যগণ ব্যক্তি হয়তো বা আর কেউই হতে পারে না। আমরা সর্বদাই চেষ্টা করি, ম্যামের প্রত্যেকটা কথা মেনে স্টিম প্ল্যাটফর্মে মেনে চলার জন্য।

একজন মডারেটর এবং একজন ডিসকর্ড ইনচার্জ হিসেবে, আপনার যে দায়িত্বগুলো আপনি সেগুলো সঠিকভাবে পালন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

দুর্ভাগ্যগণ

  • এটা দুর্ভাগ্যগণ হয় না, দুর্ভাগ্যবান হয়।
 last year 

প্রতি সপ্তাহের মতোই খুব সুন্দর করে আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেনা এবং কিছু প্রয়োজনীয় কথা লিখেছেন। যেগুলি আসলে নতুন পুরাতন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একজন মডারেটর এবং ডিসকোর্ড ইনচার্জ হিসেবে আপনার আপনার উপর অর্পিত দায়িত্বগুলো খুবই সুন্দর ভাবে করে যাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23