My weekly report (Moderator & Discord in Charge)|| 10 December 2023||

in Incredible India11 months ago (edited)

Hello Everyone,
সকালে খুব ব্যস্ততাময় সময় অতিবাহিত করার পর চলে এসেছি সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করার জন্য। আমার বিগত সপ্তাহের সাতটি দিনের কার্যক্রম আপনাদের সাথে ভাগ করে নিবো।

তবে প্রতিবেদনের মূল অংশ যাওয়ার পূর্বে ও কিছু কথা বলা প্রয়োজন। আমাদের সকলের প্রতিটি দিন একইরকম ভাবে অতিবাহিত হবে এটা একদমই সঠিক না। সময় যেমন পরিবর্তনশীল ঠিক অনুরূপভাবে আমাদের কাজ ও পরিবর্তনশীল। তাই, এটাও স্বাভাবিক যে অনুভূতি ও ফলাফলে ও ভিন্নতা থাকবে।

Tutorial class:-

PhotoCollage_1702271581148.jpg

➡️বিগত সপ্তাহ স্টিমিয়ানদের সাথে নিয়ে আয়োজন করা হয়েছিল একটি তথ্যবহুল টিউটোরিয়াল ক্লাস। যেখানে প্রথম থেকেই ২০জন সক্রিয় স্টিমিয়ান উপস্থিত ছিল। পাশাপাশি, কমিউনিটির উপস্থিত ছিল কমিউনিটি কর্তৃপক্ষ।

➡️ টিউটোরিয়াল ক্লাসে কাজ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুনরায় আলোচনা করা হয়েছিল। টিউটোরিয়াল ক্লাসটিতে অধ্যাপিকা হিসেবে ছিলেন এডমিন ম্যাম @ sduttaskitchen.

➡️ টিউটোরিয়াল ক্লাসটি সম্পূর্ণ স্টিমিয়ানদের হিতার্থেই করা হয়। কারণ সঠিক দিকনির্দেশনা খুব বেশি প্রয়োজন সকল ক্ষেত্রে। তাছাড়া প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে যুক্ত হচ্ছেন নতুন নতুন স্টিমিয়ান।

➡️ পাশাপাশি, এটাও সঠিক যে আমরা নতুনদের জন্য অতিরিক্ত সময় দিয়ে থাকি। তবে আমাদের কমিউনিটিতে স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলি অনুসরণ করা হয়। হয়তো ভুল গুলো শুধরে দেওয়ার জন্য প্রথম দিকে হাতে ধরে শেখানো হয়। কিন্তু কেউ কেউ এটাকে casually গ্রহণ করে, এটাই বড় সমস্যা। কারণ আমরা নৈতিকতার ক্ষেত্রে একদমই strict. সুতরাং আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ কাজ গুলো সঠিক ভাবে করা।

✅কেন?

➡️ প্রতিটি টিউটোরিয়াল ক্লাসে হাতে ধরে শেখানো আবার টিউটোরিয়াল পোস্ট করার পরেও club থেকে বেরিয়ে যাওয়া। এটা যথেষ্ট অসতর্কতার পরিচয় বহন করে।

✅কারণঃ
👉টিউটোরিয়াল ক্লাসে মনোযোগী না থাকা।
👉 টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত না থাকা।
👉পোস্ট পরিদর্শন না করা।
👉 পোস্ট লেখার পর যথাযথভাবে চেক করা।

➡️ এছাড়াও burnsteem25 use করতে হয় কিভাবে, কেন? এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল।

Hangout:-

PhotoCollage_1702274904285.jpg

বিগত সপ্তাহের হ্যাংআউট আমৃত্যু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ সেই মূহুর্ত গুলো আমরা মনে রাখি যেখানে অতিরিক্ত কষ্ট বা আনন্দ উপভোগ করার সুযোগ হয়। হ্যাংআউট মানেই হচ্ছে unlimited মজা।

➡️ আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা, এডমিন ম্যামের জন্মদিনের wish করার একটা বিষয় ও ছিল। দুঃখজনক হলেও সত্য আমি ভেবেছিলাম যে হ্যাংআউটে হয়তো থাকতে পারবো না। কারণ আমার কোচিংয়ের ক্লাস ছিল। কিন্তু আমি নজর রেখেছিলাম আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমি screenshot এর ২য় ছবিটিতে উপস্থিত ছিলাম না।

PhotoCollage_1702275516851.jpg

@yoyopk, ভাইকে অনেক ধন্যবাদ, আপনার মুড়ি মাখানো ও খাওয়ার মূহুর্ত আমাদের উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং পাশাপাশি @karobiamin71 আপুসহ সকল উপস্থিত স্টিমিয়ানদেরকে।

কমিউনিটির উন্নতির স্বার্থে মডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।"

IMG_20231211_123624.jpg

➡️ আমরা যে সর্বদাই ভুল ধরার জন্যই বসে থাকি এরকমটা না। বরং এই ছোট ছোট ভুল গুলো উপস্থাপন না করা অর্থ এরকমটাই দাঁড়ায় যে হয়তো আমরা যথাযথভাবে খেয়াল করিনি। আমার মনে হয় এই কাজগুলো একজন স্টিমিয়ানের কাজকে আরো নিখুঁত করতে সহায়ক ভূমিকা পালন করে।

IMG_20231211_123930.jpg

➡️এটা একটা হুমকিও হতে পারে অনেকের কাছে। কিন্তু বাস্তব যে আমরা নিয়মবহির্ভূত কোনো কাজ গ্রহণ করি না এবং করবো না। ভুলেও কেউ আমাদের কমিউনিটির জন্য ক্ষতিকর এরকম কোনো কাজ করবেন না, এটাই অনুরোধ করবো।

➡️ স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মের দাড়িপাল্লায় আমরা সকলেই সমান।

IMG_20231211_124404.jpg

➡️তথ্যবহুল লেখাগুলোতে GPT এর সমস্যা বেশি দৃশ্যমান। তাই এ বিষয়ে সকলে সচেতন থাকাটাই উত্তম। উদাহরণস্বরূপ; ধরে নিন আপনি কমলার উপকারিতা লিখবেন, কিন্তু এটা কি সত্যিই আপনার নিজস্ব জ্ঞান? কখনোই না কারণ এটা আপনি আপনার মায়ের থেকে জেনেছেন বা পাঠ্যপুস্তক ও ইন্টারনেট মাধ্যমে জেনেছিলেন। তাই এটা যদি আপনি উল্লেখ করেন, মৌলিক তথ্যগুলো অপরিবর্তিত থাকে। তার ফলে AI/GPT ধরা পড়ে।

Here is my tutorial post for various steemians:-
👇👇

By piya3TitleThumbnail
1.How to take and use copyright free photos from Google//Tutorial
2.How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial.

➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।

আমার বিগত সপ্তাহের পোস্ট:-

No.DateTitleThumbnail
01.04-12-2023Weekly Report
02.05-12-2023The Diary Game
03.06-12-2023The Diary Game
04.07-12-2023The Diary Game
05.08-12-2023The Diary Game
06.09-12-2023The Diary Game
07.10-12-2023Incredible India monthly contest December #1/My resolution 2024.

এছাড়াও আমাদের কমিউনিটিতে বুমিং সমর্থনের সুযোগ আছে। যেখানে সকল criteria পুঙ্খানুপুঙ্খভাবে একাধিকবার চেক করা হয়। এখানে আমার অংশগ্রহণ আছে। তাছাড়া, সাপ্তাহিক সকল বুমিং সমর্থনের নোট রাখা ও আমার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বার্তাঃ
নিয়ম!নিয়ম! নিয়ম! কারো কারো কাছে এই শব্দটা বিরক্তিকর ও হতে পারে। তবে নিয়ম ছাড়া কোনো কিছুই সঠিক ভাবে করা সম্ভব না।

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

END

Sort:  
Loading...
 11 months ago 

@piya3 ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে গুছিয়ে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

নিয়ম! নিয়ম! নিয়ম! আপনি সত্যি বলেছেন এই শব্দটা কারো কারো কাছে বিরক্তিকর হতে পারে। আমি মনে করি এটা কারো কারো নয় বরং কখনো কখনো হতে পারে। সেটাও যার যার নিজস্ব ব্যক্তিগত কারণে হয়তো। কিন্তু সামষ্টিকভাবে নিয়ম অতি জরুরী একটি ব্যাপার। নিয়ম ছাড়া কোন কিছুই সঠিকভাবে সম্ভব নয়।আপনার এ কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। কোন জিনিস সুস্থ ভাবে পরিচালিত হতে হলে এবং সকলের সাথে সমব্যবহার করতে হলে অবশ্যই নিয়ম পালন অতীব জরুরী। নতুবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পরিবেশ নষ্ট হবে।আপনার সাপ্তাহিক রিপোর্টটি পড়লাম। পুরো সপ্তাহের আপনি আপনার কার্যক্রম তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

গত সপ্তাহে আর হ্যাংআউট সত্যি খুবই আনন্দের হয়েছিল ,অনেক মজা করেছি ধন্যবাদ আপনাকে গত সপ্তাহের রিপোর্ট খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য।এই রিপোর্ট থেকে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি আমি কতটুকু কাজ করেছেন কি কি করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 11 months ago 

প্রতি সপ্তাহের মতোই আপনি এ সপ্তাহেও অত্যন্ত সুন্দর ভাবে আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।
এসপ্তাহের হ্যাংআউটে আমি যদিও পুরো সময় থাকতে পারি নাই তারপরও যে সময়টুকু ছিলাম সেই সময়টুকুতে আনন্দ পেয়েছি।
আপনার পোস্টে আপনি নিয়ম মেনে চলার ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। জীবন এর প্রতিটি ক্ষেত্রেই নিয়ম মেনে চলা সবচেয়ে জরুরী। সেই সাথে কপিরাইট ফ্রি ছবি পাবার জন্য আপানার লেখা দুটোর লিংক দেয়ায় অনেক ধন্যবাদ। কমিউনিটির অনেকেই উপকৃত হবে এই লেখার মাধ্যমে।
এত সুন্দর করে সবকিছু তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো এবং সুস্থ থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ দিদি আমাদের কমিউনিটির সারা সপ্তাহের সকল কার্যক্রম সুন্দর ও সাবলীল ভাষায় প্রকাশ করার জন্য।একটি সপ্তাহে একটি টিউটোরিয়াল ক্লাস এবং একটি হ্যাংআউট অনুষ্ঠিত হয়৷ টিউটোরিয়াল ক্লাসগুলো একজন সদস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এখানে অজানা অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানা সম্ভব হয়৷ হ্যাংআউট মানেই অনেকাংশে বিনোদন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে মজা করার সুযোগ থাকে৷ কিন্তু দুর্ভাগ্যবশত আমার অসুস্থতার কারণে আমি গত হ্যাংআউটে উপস্থিত থাকতে পারি নাই।

 11 months ago 

আপনার একটা সপ্তাহের কার্যক্রম আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে টিউটোরিয়াল ক্লাসের সব সময় গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হয়ে থাকে। কিন্তু আমার কাছে মনে হয় অনেকেই টিউটোরিয়াল ক্লাসের যুক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তা না হলে হয়তোবা তারা সঠিকভাবে নিজেদের কাজগুলো সম্পন্ন করতে পারত। বিশেষ করে ক্লাব এবং নিজেদের পোস্ট সঠিকভাবে চেক করা। এই বিষয়টা হয়তোবা ম্যাম হাজার বার টিউটোরিয়াল ক্লাসে, আমাদের সাথে উপস্থাপন করেছেন।

হ্যাংআউটের প্রচুর পরিমাণে আনন্দ হয়েছে। যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না। আমি ঠিক জানিনা আমি ওই দিনের কথা কখনো ভুলতে পারবো কিনা। তবে আমার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত ছিল ওই দিন আপনার একটা সপ্তাহের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। একজন সক্রিয় স্টিমিয়ান হিসেবে আপনি আপনার কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এভাবেই এগিয়ে যান। আপনার আগামী দিনের পথ চলা অনেক সুন্দর হোক। এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ টিউটোরিয়াল ক্লাস নিয়ে অনেক গুলো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন ৷ তারপর এই সপ্তাহে আমরা হ্যাংআউটে অনেক আনন্দ করেছি আমি নিজেও অনেক আনন্দ করেছি ৷
এই আনন্দ গুলো আমাদের কখনই ভোলার না ৷

যাই হোক দিদি আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷ 🙏🌺

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98914.40
ETH 3374.27
USDT 1.00
SBD 3.08