How to start your first trade in binance.💸
Created by Canva |
---|
Hello Friends,
কেমন আছেন সকলে? আশাকরি আপনারা সকলেই সুস্থ্য আছেন। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজ আমি উপস্থাপন করবো binance এ যেভাবে প্রথমে trade শুরু করতে হয়।
আমরা অনেকেই চিন্তা করি trade করে হয়তো রাতারাতি অনেক অর্থ উপার্জন করা সম্ভব। এটা ভুল আবার সঠিক। যারা trade করে সফল হয়েছে, তাদের পূর্বের পরিশ্রম সম্পর্কে জানতে হবে। কারণ প্রথমে তারা অনেক সময় অতিবাহিত করেছে এই trade এর জন্য।
যার ফলাফল স্বরূপ এখন তাঁরা নিজেকে একজন সফল trader হিসেবে উপস্থাপন করে।
✅কেন আজ আমার এই trade সম্পর্কিত আলোচনা:-
➡️ কারণ আমি নিজেও এরকম খারাপ পরিস্থিতির স্বীকার হয়েছিলাম। অন্যের কথানুসারে trade করতে গিয়ে অনেক অর্থ হারিয়েছিলাম।
✅আপনি কি তাহলে trade করবেন না?
➡️ অবশ্যই করবেন। তবে প্রথমেই উচিত trade কি এটা সম্পর্কে জানা। কত ধরনের trade আছে, সব কিছু জানতে হবে।
✅আমি আজ আপনাদের সাথে binance exchange wallet এর trade নিয়ে কিছুটা আলোচনা করবো। আশাকরি এই স্বল্প তথ্য আপনাদের trading এর ক্ষেত্রে একটু হলে ও কাজে আসবে।
👉Spot trade👈 |
---|
✅প্রথম যারা trade করতে আগ্রহী, তাদের জন্য binance এ trade এর জন্য spot trade উত্তম। কারণ এখানে buy/sell এ profit/loss কম হবে। তাই অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে শুরু করা সম্ভব।
➡️➡️প্রথমে কিভাবে শুরু করবেন?
1st step: |
---|
✅ আপনাদের একটা binance exchange wallet account থাকতে। যদি পূর্ব থেকে থাকে, তাহলে খুব ভালো। অন্যথায় এই স্ক্রিনশটে মার্ক করা আছে কিভাবে আপনারা Play Store থেকে apps টি download করবেন। তারপর একটি account create করে kyc complete করে নিবেন।
👉👉যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা আমার সাথে ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন। অন্যথায় YouTube এ শতাধিক ভিডিও দেখতে পারবেন।
2nd step: |
---|
✅এবার ধরে নিচ্ছি আপনাদের সকলের binance verified account আছে। আর এ ক্ষেত্রে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের স্ক্রিনে এরকম ভাবে একটা জায়গায় binance apps টা থাকবে।
✅ আপনারা apps এ click করলেই wallet এর home page দেখতে পারবেন।
3rd step: |
---|
✅ আপনার binance balance check করার screenshot এ mark করা wallet option এ click করবেন।
✅ Trade শুরু করার জন্য mark করা trade option এ click করতে হবে। তাহলেই আপনি যথাযথ জায়গায় পৌঁছাতে পারবেন।
4th step: |
---|
✅ আপনার কিসের সাথে trade করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক, আপনারা সবসময় usdt এর সাথে trade করার চেষ্টা করবেন
5th step: |
---|
- |
✅ প্রথমেই আপনাকে spot select করতে হবে। এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।
✅আপনি যদি বিক্রি করতে চান, তাহলে mark করা sell option এ click করতে হবে। আবার যদি ক্রয় করতে চান, তাহলে mark করা buy option এ ক্লিক করতে হবে।
6th step: |
---|
✅ এইটার ওপর অনেকাংশে নির্ভর করে profit/loss. আমি আপনাদের suggest করবো সর্বদাই limit select করে trade করবেন। কারণ limit আপনি আপনার মতো করে price নির্বাচন করতে পারবেন।
7th step: |
---|
✅ Price নির্বাচন করার জন্য এই স্ক্রিনশট অনুসরণ করতে পারেন। যদি স্বল্প সময়ের মধ্যে করতে চান, তাহলে এই rate অনুসারে বসাতে পারেন। আবার যদি আপনি একটু দীর্ঘ সময় নিতে চান, তাহলে বেশি price এ বসিয়ে রাখতে পারেন। যখন বাজার মূল্য আপনার বসানো price এ পৌঁছাবে বা কেউ buy করবে, তখন আপনা আপনি usdt হয়ে যাবে।
8th/Final step: |
---|
✅এই screenshot এ যেভাবে মার্ক করা আছে, এভাবেই আপনারা click করে দিবেন।
👉সতর্কবার্তা:
Trade একটা ঝুঁকি পূর্ণ কাজ। তাই প্রথমেই trade করার পূর্বে বিভিন্ন বিষয় জানতে হবে। এবং আপনার balance এ থাকা সকল অর্থ একই সাথে কোনো একটি coin/token এ invest করবেন না। তবে জীবনে কিছু করতে হলে, একটু ঝুঁকি তো নিতেই হবে।
Video Link: |
---|
Conclusion: |
---|
আমার মনে হয় যারা কখনোই কোনো trade করেননি, তাদের জন্য আমার আজকের লেখাটি সবথেকে বেশি কার্যকরী হবে। কিভাবে আপনারা trade করতে পারেন, মোটামুটি একটি ধারণা আপনারা পেয়েছেন।
END: |
---|
আমি মনে মনে এই রকম একটা পোস্ট খুঁজছিলাম তবে আজ বাস্তবে পেয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর একটি বিষয় নিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
এই trade সম্পর্কে শুনেছি তবে এ সম্পর্কে এত ভালোভাবে আমি আগে জানতে পারিনি। আমার মনে হয় আপনার এই পোষ্টের মাধ্যমে যে কেউ দেখে trade করা খুব সহজেই শিখতে পারবে। আপনি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন আবার নিচে ,একটা ভিডিওর লিংক দিয়েছেন এটা থেকে অনেক উপকৃত হবে আমার নতুন নতুন ইউজাররা
আবারো ধন্যবাদ জানাই, এবং এরকম বিষয়ের পোস্ট অপেক্ষায় রইলাম। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
একদমই তাই আপু। আমি সহজবোধ্য করে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অভিমত ব্যক্ত করার জন্য।
জি দিদি আপনার এই সহজ বোধ ভাবে উপস্থাপনা করার জন্যই তো আমরা নতুন ইউজাররা অনেক কিছু শিখতে পারি আপনার জন্য অনেক শুভকামনা।
আপনার পোস্টটি পড়ে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল।। Trade করে জীবনে অনেক অর্থ হারিয়েছি মনে পড়লে এখনো অনেক কষ্ট লাগে।।
যত হারিয়েছি তার চাইতে অনেক শিখেছি ইনশাল্লাহ এখন আর কোন সমস্যা হয় না আগের তুলনায়।। ধন্যবাদ আপনাকে trade বিষয় নিয়ে এত সুন্দর ভাবে পোস্ট করার জন্য।।
ধন্যবাদ ভাই, আপনার অভিজ্ঞতা ও অভিমত প্রকাশ করার জন্য।
আপনারও ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই করার জন্য ভালো থাকবেন।।
Most welcome brother.😊
নিঃসন্দেহে একটি খুবই শিক্ষনীয় পোস্ট। আপনার পোস্টটি পড়ে অনেক সুন্দর সুন্দর ধারনা পেলাম যা সত্যি আমার জন্য বেশ উপকারী। খুবই দারুন একটা পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।
Trade সম্পর্কে অনেক তথ্য বহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এটি আমার কাছে নতুন একটি বিষয়।মা আপনার পোস্টটি পড়ে অনুধাবন করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময়।