How to secure your telegram or Any centralized Exchange
Edited By Canva |
---|
নমস্কার বন্ধুরা,
আশাকরি, পরম করুণাময় ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আজ আবারো একটি শিক্ষনীয় লেখা নিয়ে চলে এসেছি। আমরা যারা অনলাইনে কাজ করি, হয়তো প্রত্যেকেই কোনো না কোনো ভয়েস এবং টেক্সট মাধ্যম ব্যবহার করি। আবার কেউ কেউ সেই মাধ্যম গুলোর মাধ্যমেও আমরা অনলাইনে পেশা হিসেবে বেছে নিই।
✅আমার আজকের লেখার মূল প্রতিপাদ্য Telegram ও Centralized Exchange security. অনেক সময় নতুন এবং অজানা ব্যবহারকারীরা এটার কারণে তাদের কষ্টার্জিত সম্পদ এবং কর্মক্ষেত্রে হারিয়ে ফেলেন। প্রকৃতপক্ষে এই ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব না।
তবে মূল লেখাতে যাওয়ার পূর্বে আমি এইরকম কিছু মাধ্যম ও গুরুত্বপূর্ণ বিষয়ের নাম তুলে ধরার চেষ্টা করছি যে গুলোর সাথে আমরা সকলেই পরিচিত।
👇👇
Social media
source |
---|
- Telegram
- Discord
- Linkdin
- Raddit
- Facebook etc.
➡️ প্রাথমিকভাবে অনলাইন কাজের যাত্রার শুরুটাই হয়তোবা এগুলোর মাধ্যমে হয়। যেমন; আমার অনলাইনে পথচলা শুরু হয়েছিল ফেইসবুক থেকে। এমনকি এটাও আমার মনে আছে যে আমি প্রথমে কোনো একটা কাজ করে বি ডি ৬৬.০০ টাকা উপার্জন করেছিলাম।
👇👇
Centralized Exchange
source |
---|
- Binance
- Kucoin
- OKX (BD Banned 🚫)
- Bybit
- Bitget
- BingX
- Gate . io
- LBank
- XT Exchange
- Mexc etc.
➡️ পাশাপাশি, আমি steemit platform এর কাজের টাকা উত্তোলন করি বর্তমানে Binance Exchange এর মাধ্যমে। যদিও পূর্বে আমি Mexc তেও টাকা উত্তোলন করেছি কিন্তু সেই account এর authority শুরুর থেকেই অন্য একজনের ছিল যে কারণে এখন ঐটা বন্ধই আছে। অর্থাৎ ২/৩ বছর হলো আমি প্রায়ই আমার বাইন্যান্স ব্যবহার করি। যে কোনো কারেন্সি থেকে বি ডি টাকাতে রূপান্তরিত করার জন্য এটাই উত্তম বলে আমি মনে করি।
➡️ ইতিমধ্যে আমি উল্লেখ করেছি কোন কোনটি আমার আজকের মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা এখন সেই টপিকের দিকেই যাবো।
👇👇
Telegram
source |
---|
➡️ Telegram কে আমি প্রথম প্রাধান্য দিচ্ছি, কারণ অনলাইনে আমরা যারা কাজ করি সকলেই জানি টেলিগ্রামের বর্তমান গ্রাহক সংখ্যা একশত মিলিয়ন অতিক্রম করেছে। তাহলে এটা যে অনেক বেশি জনপ্রিয় সেটা কিন্তু আমাদের সকলেরই জানা। পাশাপাশি এটাকে আমি decentralized wallet এর সাথেও কিছুটা তুলনা করতে পারি।
➡️কারণ telegram এর মধ্যেই আছে একটা ওয়ালেট যদিও create করার পদ্ধতিটা decentralized কিন্তু centralized Exchange এর মতো আই ডি কার্ড ব্যবহার করে kyc complete করলে তবে লেনদেন করা নিরাপদ।
➡️যে কারণে আমি অনেক ভাই ও বোনদের দেখেছি ছয় মাস ধরে কষ্ট করে পাওয়া পেমেন্ট শেষ পর্যন্ত দেখাতেই সীমাবদ্ধ। ঐ গুলো আর পকেটে নেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
Telegram Security
➡️ Security এর জন্য বামপাশে থাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে।
➡️পরের ধাপে যাওয়ার জন্য আমি settings option এ যাবো। আমি যেভাবে দেখাচ্ছি, আপনারাও অনুরূপ ভাবেই যাবেন।
➡️ অনেকের কাছেই এটা অতোটা গুরুত্বপূর্ণ না মনে হতে পারে কারণ এই অনলাইনে পি এইচ ডি করার মতো অনেক প্রতারকচক্র বসে আছেন। তবে আমার আজকের লেখাটা সম্পূর্ণই অনলাইনে নতুন এবং যারা এই বিষয়টি জানেন না তাদের জন্য। কারণ আমি অনেককে প্রতারিত হওয়ার পরে দেখেছি দীর্ঘশ্বাস ছাড়তে।
➡️ settings এ click করলেই আপনার এইরকম একটা page দেখতে পারবেন যেখানে একাধিক অপশন থাকবে। অবশ্যই আমার উল্লেখিত ছবিতে মার্ক করা Privacy & Security অপশনে যাবেন।
➡️এই ছবিতেই লুকিয়ে আছে নিরাপত্তার মূল কাজ। দেখুন এখানে gmail add & change করার অপশন আছে। পাশাপাশি আছে 2FA security add করার সুযোগ। প্রথমে আপনাকে gmail টা যোগ বা পরিবর্তন করে নিতে হবে এবং এটার পরে 2FA add করতে পারবেন খুব সহজেই।
➡️Gmail পরিবর্তন করার ক্ষেত্রে যা যা করতে হবে আমি ছবিতে মার্ক করে দিয়েছি। এভাবে আপনারা খুব সহজেই আপনাদের নিজস্ব gmail add করে নিতে পারবেন। যেটার ফলে আপনাদেরকে আর প্রতারকচক্র বোকা বানাতে পারবে না।
➡️এবার আমরা চলে এসেছি নিরাপত্তার চূড়া পর্বে যেটা করলে কারো সাধ্য নেই আপনার মোবাইল ব্যবহার ছাড়া আপনার মূল্যবান টেলিগ্রাম হ্যাক করার। দেখুন 2FA- telegram এ যেভাবে যোগ করবেন।
➡️এইবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করছি যেটা শুধুমাত্র টেলিগ্রাম না বরং আপনার অনলাইনে যা কিছু আছে সবকিছুর নিরাপত্তার জন্য সবার আগে প্রয়োজন। আমরা অনেক সময় Google Authentication এর Google কেই নির্বাচন করি। কিন্তু এটা চিরন্তন সত্য একটা মুঠোফোনের অনেক activities সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। যে কারণে মুঠোফোন যদি কখনো ডেড হয় বা অটো settings restart হয় তাহলে আমরা সব কিছুর নিরাপত্তা হারিয়ে ফেলি।
➡️ বিশেষ করে এই Google Authentication টা সবকিছুর আগে হারাই। তাই এইটার জন্য দেখুন আমি play store থাকা একটা বিশ্বাসযোগ্য এবং সূক্ষ্ম সেবা দেওয়া অ্যাপস দেখিয়েছি। যেখানে প্রথমে আপনারা মোবাইল নাম্বার বা gmail দিয়ে একটা account create করতে পারবেন। আপনার মোবাইল জলে ফেলে দিন কোনো চাপ নেই। ছয় বছর পরেও যদি নতুন ফোনে ঐ নাম্বার দিয়ে account log in করেন তাহলে আপনার সকল গুরুত্বপূর্ণ 2FA set করে রাখা কোড গুলো নিয়ে কাজ করতে পারবেন।
👇👇
Centralized Exchange security
source |
---|
➡️ Centralized wallet নিরাপত্তা মন্দ না কিন্তু আমি সর্বদাই বেশি পরিমাণ সম্পদ দীর্ঘ সময় হোল্ড করার জন্য decentralized Wallet কে suggest করি। আমি পূর্বে ও এটা একটা লেখাতে উল্লেখ করেছিলাম যে centralized wallet একটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। যে কারণে প্রয়োজনে আমরা এইটার gmail, password 🔑 পরিবর্তন করতে পারি।
➡️এখন বিষয় হলো আমরা যারা নতুন কারো না কারো সাহায্য নিয়ে হয়তো এই wallet account গুলো তৈরি করি। ঐ সময়টাতে আমরা একদমই অজ্ঞ থাকি। হয়তো বন্ধুত্ব বা ভালো সম্পর্কের জন্য অনেককেই একটু প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস ও করে বসি। ঠিক এটাই ভবিষ্যতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। যেখানে সম্পর্কে ও ভাটা পড়তে শুরু করে।
👉তাহলে যাঁরা নতুন তাঁরা কি কাজ করবে না? অথবা কারো সাহায্য নেবে নাহ?
➡️ অবশ্যই কারো না কারো হাত ধরেই যাত্রা শুরু করতেই হবে। নচেৎ সঠিক পথ খুঁজে পাওয়াটাও মুশকিল। কিন্তু আমাদের উচিত সম্পদের নিরাপত্তার জন্য security শব্দা মাথায় রাখা। আপনি যদি আপনার বাইন্যান্স account নিয়ে এইরকম কোনো সমস্যায় থাকেন সেক্ষেত্রে আপনি gmail পরিবর্তন করতে পারবেন।
👇👇
যেভাবে Gmail change করবেন:-
1st Step |
---|
➡️ প্রথমেই আপনারা মোবাইলে থাকা binance account এ প্রবেশ করবেন যেভাবে আমিও করেছি। তারপর মার্ক করা অপশনে ক্লিক করবেন।
2nd Step |
---|
➡️ এখন আমি আমার Binance profile photo তে ক্লিক করবো। তাহলেই পরবর্তী ধাপে যেতে পারবো। আমি সহজ করার জন্য মার্ক ও করে দিয়েছি।
3rd Step |
---|
➡️ এখানে রয়েছে দুটো গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমি আমার Binance Account কোন Gmail দিয়ে create করে সেটা দেখতে পারবো। অন্যদিকে gmail change করার জন্য পেয়ে গেছি Security option.
4th Step |
---|
➡️এই ধাপে আমি দেখতে পাচ্ছি Gmail এর একটা অপশন আছে। এদিক ওদিক না দেখে আমি শুধুমাত্র এখানেই ক্লিক করবো Gmail change করার জন্য। পাশাপাশি, আপনাদের বলে রাখছি দেখুন ওপরের দিকে রয়েছে 2FA add করার অপশন যেটা নিরাপত্তার জন্য ব্যবহার করা সর্বোত্তম।
5th Step |
---|
➡️এই পেইজে আমি pen icon এ click করছি এবং করার সাথে সাথেই আমাকে অন্য একটি page এ নিয়ে যাবে।
➡️এই screenshot এ কিছু তথ্য দেওয়া আছে যে আমি আমার gmail পরিবর্তন করার পরবর্তী চব্বিশ ঘন্টা কোনো লেনদেন করতে পারবো না। যাইহোক, আমি এখানে continue option এ click করবো। এরপরে আমার আগের gmail এ একটা কোড যাবে সেটা এনে বসানো মাত্রই আমার সামনে আর একটা page আসবে যেখানে নতুন Gmail বসাতে হবে।
➡️ঐ পেইজে দুটো বক্স থাকবে, একটা নতুন gmail বসানোর জন্য। পাশাপাশি দ্বিতীয় বক্সের Right side এ Get Code এ click করলে নতুন gmail এ একটা কোড যাবে সেটা কপি করে এনে দ্বিতীয় বক্সের ফাঁকা স্থানে বসিয়ে submit করলেই gmail পরিবর্তন করা সম্পন্ন হবে।
সতর্কতা:- পাশাপাশি সকলের জন্য একটা সতর্কতা, আমি দেখেছি অনেকেই Telegram & Exchange অন্যদের থেকে অর্থের বিনিময়ে ক্রয় করেন। কিন্তু কিছুদিন পরে আর সেইটা ব্যবহার করা যায় না। কারণ ঐ যে security যথাযথভাবে set up না করতে পারার জন্যই এই সমস্যা হয়।
তবে এটাও সঠিক যে এভাবে অন্য কারো থেকে Telegram account বা Exchange ক্রয় করা উচিত না। অন্যদিকে আপনি যদি একটি মুঠোফোনে একাধিক centralized Exchange wallet ব্যবহার করেন তাহলে সেগুলোর mother ip ধরা হয়। যে কারণেই হঠাৎ করেই দেখা যায় আবারো ফেইস ভেরিফিকেশন দিতে হয়।
তাই, সকলকে বলবো এভাবে কারোর থেকে ক্রয় করে telegram ও Exchange ব্যবহার করবেন না। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।
Conclusion |
---|
অনলাইনের কাজের ক্ষেত্রে security খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি উপরোল্লেখিত যে দুটো বিষয়কে তুলে ধরেছি এখানে মানুষের অজ্ঞতার জন্য অনেক ঠকতে হয়। তাই সকলকে বিশেষ করে নতুন এবং অজানা সকলের জন্য আমার আজকের লেখাটি। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
@sduttaskitchen,
Thank you so much ma'am ❣️ for your support. 💖