How to create NFT and Buy/Sell

in Incredible India3 months ago (edited)
IMG_20241009_224230.png

Hello Friends,
আজ আবারো একটি গুরুত্বপূর্ণ লেখা নিয়ে চলে এসেছি। আশাকরি, অনেকেই নতুন কিছু তথ্য জানতে পারবেন এবং অর্ধেক জানা বন্ধুরা সবচাইতে বেশি উপকৃত হবেন। কারণ অনলাইন যেমন আমাদের উপার্জনের দ্বার উন্মোচন করেছে অন্যদিকে এক দল মানুষের অজ্ঞতাকে দুর্বলতা হিসেবে ব্যবহার করে সম্পদের পাহাড় ও তৈরি করছে।

আমি আজ আপনাদেরকে NFT Market এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করবো। তবে মূল পর্বে যাওয়ার পূর্বেই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আশাকরি, আপনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর দিবেন।

➡️কখনো কি nft create করেছেন?
➡️Mint করা nft sell করেছেন?
➡️nft এর মাধ্যমে কি আপনি অর্থ পেয়েছেন বা হারিয়েছেন?

✅NFT buy & sell করার জন্য অনেক Market Place আছে। তবে যেহেতু, সব গুলো নিয়ে আলোচনা করা সম্ভব না তাই Opensea নামক Nft Market Place নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

👉How to create NFT

এখন আমি Screenshot এর মাধ্যমে ধারাবাহিকভাবে দেখাবো কিভাবে আপনিও এক মিনিটেই একটা NFT Create করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এটা কিন্তু কেউ আমাকে হাতে ধরে শেখায় নি বরং নিজ ইচ্ছাতে আমি ভুল করতে করতেই শিখতে পেরেছিলাম। তবে আপনাদের জন্য সহজ করে দেওয়াই আমার উদ্দেশ্য।

1st Step

IMG_20241009_201719.jpg

➡️NFT Create করার জন্য metamask & trust wallet যে কোনো একটা বেছে নিলেই হবে। আমি এই মূহুর্তে আপনাদের দেখানোর জন্য সামনেই trust wallet পেয়ে সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি, ইতিমধ্যে একটা পোস্টে আমি দেখিয়েছিলাম যেভাবে এই trust wallet create করতে হয়। আপনারা মোবাইলে থাকা trust wallet টা খুলবেন এবং discover নামক Option এ click করবেন।

2nd Step

IMG_20241009_202945.jpg

➡️Just mark করা search 🔍 এর জায়গায় opensea লিখে সার্চ করলেই পরবর্তী পেউজ চলে আসবে।

3rd Step

IMG_20241009_203226.jpg

➡️আমার মার্ক করা wallet চিন্হে ক্লিক করতে হবে।

4th Step

IMG_20241009_203632.jpg

➡️ অবশ্যই আমরা এখানে trust wallet কেই select করবো। তবে আপনাদের এখানে wallet sellct option এবং sign in লেখা আসবে। আমি অনেক দিন করিনা তাই দেখানোর আগেই নিজে একবার চেক করার জন্য wallet connect করে নিয়েছি।

5th Step

IMG_20241009_204724.jpg

➡️ আপনারা লক্ষ্য করলেই দেখবে এখানে আমার wallet connect সঠিক হয়েছে। যে কারণে আমার wallet balance জিরো এবং ওপরেই wallet address দেখা যাচ্ছে।

6th Step

IMG_20241009_205001.jpg

➡️ আপনারা আমার উপরোল্লেখিত ছবিগুলো দেখলেই সহজে NFT Create করার option এ চলে যেতে পারবেন। আপনার এখন create Option এ click করবেন।

7th Step

IMG_20241009_205505.jpg

➡️এই ধাপে আপনারা NFT create করার মূল স্থানটা পেয়ে যাবেন। Just এখানে ক্লিক করতে হবে।

8th Step

IMG_20241009_210035.jpg

➡️NFT হচ্ছে একটা চিত্র আর এ কারণেই দেখুন এখানে আপলোড করার অপশন আছে। ২য় ছবিতে দেখুন আপনি ইচ্ছে করলেই আপনার create করা nft name , বিস্তারিত বর্ণনা এবং supply অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। যেমনটা আমরা nft market place এ ও দেখতে পাই যে একই ধরনের ৫/৭ টি বা ততোধিক nft থাকে। সব box fill up করার পরেই আপনারা নিচে থাকা create option টি green দেখবেন এবং ক্লিক করলেই nft create complete হবে।

OR

IMG_20241009_222318.jpg

➡️ঐভাবে create করতে সমস্যা হলে আপনারা drop এ ক্লিক করবেন। তারপর দেখবেন ২য় ছবির মতো option চলে আসবে। যেখানে Main Eth Network & Base Eth Network দেখতে পারবেন। অবশ্যই Base Eth Network select করে করবেন তাহলে আপনাদের ফি একদমই কম খরচ হবে।

Buy & Sell

➡️এটা আমি আজকের পোস্টে কিছুটা hide করছি নচেৎ পোস্ট অনেক বড় হয়ে যেতে পারে। তবে এটা খুবই সহজ এবং যারা create করতে পারবেন তাঁদের জন্য এটা জলের মতো।

Buy:- প্রথমত, আমার আজকের এই লেখাটির উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা। কারণ আপনারা অনেক সময় পরিচিত কিছু মানুষের মাধ্যমে লোভনীয় প্রস্তাব পাবেন বা লোভনীয় অফার। যেখানে আপনাদেরকে এটাই বোঝানো হবে যে 1$ দিয়ে ক্রয় করে instant 10$/5$ এ বিক্রি করতে পারবেন।

❌ স্পষ্টভাবে শুনে রাখুন এটা একটা ফাঁদ। যেখানে একজন ক্রিপ্টোকারেন্সি হোল্ডার অর্থাৎ যার কাছে মোটামুটি ডলার আছে তিনি উপার্জনের জন্য আমার দেখানো পদ্ধতিতে NFT create করেই মার্কেটে বিক্রি করার জন্য বসান। এমনকি কয়েকটি নিজেই প্রথমে ক্রয় করে মার্কেটে volume create করে যেটার কারণে আপনারা খুব সহজেই বিশ্বাস করেন।

❌তবে এই ফাঁদ থেকে নিজেকে বিরত রাখুন এবং নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখুন।

➡️Sell:- পাশাপাশি এটা ভালো যে আপনি নিজে create করে বিক্রির জন্য বসাতে পারেন। দেখা যাবে আপনার হাত ও দক্ষ হবে NFT create করতে করতে। যদি সত্যিই কেউ আপনার করা NFT পছন্দ করেন তবে তিনি 1$ না বরং 50000$ দিয়েও ক্রয় করতে পারেন।

Conclusion:-

বন্ধুরা, আমার অভিজ্ঞতার স্বল্প পরিসরে আপনাদের সাথে উপরোল্লেখিত বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। কারণ অনলাইন তো হলো অনেকদিন আছি কিন্তু শুধু যে ভালো অভিজ্ঞতা হবে তা কি হয়? ভালো এবং মন্দ উভয় থেকেই ভালোটা গ্রহণ করতে হবে এবং প্রয়োগ করতে হবে। তবেই আপনি কিছু একটা করে সফলতা পেতে পারবেন।

Sort:  
Loading...

Congratulations! - Your post has been upvoted through steemcurator06
1000152362.jpg

Curated by : @bonaventure24 - Selective Team

 3 months ago 

@bonaventure24,

Thank you so much for your encouraging support. 🙏❤️

 3 months ago 

অনলাইনের সাথে দীর্ঘ প্রায় চার বছর যুক্ত থাকলেও, শুধুমাত্র স্টিমিট প্ল্যাটফর্ম ছাড়া বাকি কোনো কিছু সম্পর্কে আমার ততটা ধারণা নেই। তবে আপনার পোস্ট পড়ে আজ NFT সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। সত্যি কথা বলতে এই ধরনের লেখাগুলো পড়লে মনে হয়, অনলাইনের অনেক কিছু সম্পর্কে আমি নিজে একেবারেই অজ্ঞ। তবে হ্যাঁ এই সম্বন্ধে সবকিছু না হলে, অন্তত কিছুটা ধারণা থাকা উচিত বলেই আমার মনে হয়।
তাই এই ধরনের একটি শিক্ষনীয় লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আসলে আমার মত আরও অনেকেই উপকৃত হবেন এই লেখা পড়ে এটা আমার বিশ্বাস। ভালো থাকবেন।

 3 months ago 

অন্তত কিছুটা ধারণা থাকা উচিত বলেই আমার মনে হয়।

সহমত দিদি, কারণ অনেক সময় এই ছোট্ট অজানা বিষয়টাই আমাদের দুর্বলতা হয়ে ওঠে। আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আপনি আমার লেখাটা পছন্দ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, অসাধারণ মন্তব্য করার জন্য।

hi দিদি...এই গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
nft কিভাবে কিনবো? upload করতে হলেতো আগে collection এ থাকতে হবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 102607.71
ETH 3229.14
SBD 5.18