Disadvantages of over loaded vehicles.
নমস্কার,
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা সকলেরই জানা। কিন্তু এটা হয়তো অনেক সময় আমরা দেখে ও এড়িয়ে যাই। তবে একটা কথা মাথায় রাখুন যে এটাই আমার পরিবার, প্রতিবেশী ও আপনজনদের জীবন বাঁচাতে সহযোগী ভূমিকা পালন করে।
আজ যখন আমি বাইরে গেলাম তখন একটি ওভার লোডেড ট্রাক দেখলাম। যেটা দেখে ভীষণ বিরক্তি লাগছিল, কারণ এই ভারী পরিবহনের জন্য প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনার কথা শুনতে হয়। এমনকি আমিও আমার পিতৃতূল্য একজন আপনজনকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। যার জীবনে এইরকম দূর্ঘটনা ঘটেছি সে হয়তো এটা উপলব্ধিই করতে পারবে না।
আমাদের যে কারণে এদিকে লক্ষ্য রাখতে হবে:-
✅প্রথমত, একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সকলের নিরাপত্তা দেওয়া। কারণ আমি একা একা ভালো থাকলে হবে না। বরং সকলকে নিয়ে ভালো থাকাটাই ভালো।
✅ অধিকাংশ সড়ক দূর্ঘটনার জন্য দায়ী এই ওভার লোডেড পরিবহন। যে কারণেই দেখবেন সড়ক দুর্ঘটনা হলে সেখানে বেশিরভাগ সময়ই দেখা যায় পরিবহন হয়তো সেটার নিয়ন্ত্রণ হারিয়েছিল। এটা তো আমরা জানি যে ওভার লোডেড পরিবহন গুলো চাইলেই কিন্তু সেটার গতি সহজে নিয়ন্ত্রণ করতে পারে না।
✅হয়তো আমরা যদি ওভার লোডের পরিবহন গাড়ির মালিকদের সাথে এটা নিয়ে আলোচনা করি তাহলে নিজে এবং পাড়া-প্রতিবেশী সকলকে নিয়েই সুস্থ্য ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।
✅ সবাইকে এটা বোঝাতে হবে যে অন্য অনেক কিছুর তুলনায় জীবনের মূল্য অনেক বেশি। কোনো দূর্ঘটনায় পতিত হওয়ার পূর্বেই সচেতন হতে হবে। কারণ কোনো কিছু হারানোর পরে কান্না করে তো আর ফায়দা নেই।
✅ পাশাপাশি, বড় বড় রাস্তার ভারী পরিবহনের ভার সহ্য করার ও একটা সীমাবদ্ধতা আছে। সেদিক বিবেচনা করলে গ্রামের রাস্তা গুলো আরো আরো দুর্বল থাকে। তাহলে ভেবে দেখুন আমার লেখাতে উপস্থাপিত ছবিতেই আছে ওভার লোড যেটা বড় রাস্তাতেও সহনশীল পর্যায়ের বাইরে। তাহলে আমাদের এই গ্রামের রাস্তার কি অবস্থা হতে পারে?
এরপর আরো একটা বিষয় আছে সেটা হলো এই ছোট রাস্তাতে এতো বড় একটা ভারী পরিবহন যাতায়াত করলে সড়ক দুর্ঘটনা হবে। পাশাপাশি, রাস্তা ও ক্ষতিগ্রস্ত হবে যার ফলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো। কারণ যাতায়াত ব্যবস্থার ওপরেও আমাদের জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়ে থাকে।
সমাধানের বিকল্প উপায়:-
➡️প্রয়োজনে গ্রামের ছোট রাস্তায় অ্যাম্বুলেন্স বা ছোট ছোট পরিবহন চলাচলের ব্যাবস্থা রাখতে হবে। প্রয়োজন খুঁটি বসাতে হবে যাতে ইচ্ছে মতো ভারী পরিবহন নিয়ে হুটহাট কোনো পরিবহন প্রবেশ না করতে পারে।
➡️ পাশাপাশি আমরা এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে পারি যেখানে কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকবে। এমনকি এলাকায় এই বিষয়টি সকলকে অবগত করতে হবে যাতে করে প্রতিটি মানুষই নিজে থেকে সচেতন থাকে।
➡️আমার বাড়ির না সরকারি রাস্তা এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ এই রাস্তাটা ভালো থাকলেই আমি, প্রতিবেশী ও আপনজনদের নিয়ে সুন্দর একটা জীবনধারায় থাকতে পারবো। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকাটা যে কতোটা বেশি গুরুত্বপূর্ণ সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যাদের চলাচলের জন্য ভালো রাস্তাঘাট নেই। যে কারণেই রাস্তাকে ঠিক রাখতে আমাদেরকেই সচেতন থাকতে হবে।
যাইহোক, আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আমাদের আশেপাশে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটে তার বেশির ভাগ অসতর্কতার কারনে ও অতিরিক্ত মালামাল বোঝাই করার কারনে ঘটে থাকে। আমি বিগদিন খুলনাতে গিয়েছিলাম এবং বাড়িতে ফেরার পথে দেখলাম যে, রাস্তার পাশে কাঠ বোঝাই করা একটা গাড়ি পড়ে আছে। চলন্ত গাড়ি থেকে ছবি উঠাতে পারিনি। এসব দুর্ঘটনা ঘটে অতিরিক্ত লোড দেওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে। আপনার পোস্টটি অনেক শিক্ষনীয় ছিলো। ভালো থাকবেন।