Better Life with Steem|| The Diary Game|| 3rd May 2024

in Incredible India15 days ago
PhotoCollage_1714741612780.jpg

Hello Friends,
গতকাল কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে করতে লেখার এনার্জি ছিল না , তাই আর পোস্ট লিখতে পারিনি। আজ যদিও তাপমাত্রা একটু কম কিন্তু গরম যে অনেকটা কম তা ও না। আমার কাছে গ্রীষ্মকাল একদমই অপছন্দের।

আবার এই অতিরিক্ত গরমে মনে হচ্ছে বারোমাস শীতকাল হলেই ভালো হতো। সকালে উঠেই ভাবতে শুরু করি কখন যেন সন্ধ্যা নামবে। এখন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা, আমি সবেমাত্র পোস্ট লেখার জন্য বসেছি। তাহলে আর বিলম্ব না করে আমরা মূল লেখাতে চলে যাই‌।

Morning

IMG_20240503_185655.jpg

আজ সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে বারান্দায় খাটে শুয়ে নোটিফিকেশন গুলো চেক করেছিলাম। তাছাড়া এটার সাথে দেখেছিলাম ডিসকর্ডে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আছে কি না। বর্তমানে মোবাইল ব্যবহার করতে একটু সুবিধাই হচ্ছে ব্লু কাট গ্লাস ব্যবহারের জন্য।

আমি চশমা পরতে একদমই অভ্যস্ত না । এটাই প্রথম এতোটা ঘটা করে চশমা ক্রয় করে নিয়ে আসা। তবে উদ্দেশ্যটা সফল হয়েছে বটে। এখন আর আগের মতো চোখে ও মাথায় ব্যাথা হচ্ছে না বরং ঘুম ভালো হচ্ছে বলা যায়।

IMG20240503170840.jpg

সকালে খাবার খেতে ইচ্ছে করছিল না। অন্যদিকে ফ্যানের বাতাসও গরম অনুভব হচ্ছিল। তাপমাত্রা বাড়তে শুরু করেছিল সকালের দিক থেকেই। এরই মধ্যে আমি কমিউনিটির কিছু ভেরিফিকেশন পুনরায় চেক করেছিলাম।

তাছাড়া গরমে আমার প্রতিদিনের অভ্যাস সুযোগ পেলেই বাজারে গিয়ে আইসক্রিম খাওয়া যেটা আজও করেছিলাম। আমি নিজেও একটি পোস্ট ভেরিফিকেশনে নিজেকে যুক্ত করেছিলাম। তারপরই আমি একটা ছাতা হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং বাজারে পৌঁছে দেখি লোকজন অনেক কম।

Noon

IMG_20240503_185229.jpg
LocationNameBD PriceSteem Price
BangladeshMoJo90.0003.20
IMG_20240503_185215.jpg

রিপনের দোকানে সোরগোল বুঝতে পেরে আর বিলম্ব না করেই আমি তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছালাম। তবে সোরগোলটা বন্ধ হয়েছিল আমি পৌঁছাতে পৌঁছাতেই। এটা হচ্ছিল ঠান্ডা জল জাতীয় কিছু একটা খাওয়ার জন্য। আমি পৌঁছেই সকলের সাথে অংশগ্রহণ করলাম।

আমি এক ছোটভাইকে একটি মুদির দোকান থেকে দুই লিটারের একটি ঠাণ্ডা নিয়ে আসতে বলেছিলাম। সেই ছোটভাই বিলম্ব না করেই আমার কথা বলে দোকান থেকে একটি মোজো নিয়ে এসেছিল। কিন্তু বাপির তো চোখই সরছিল না বোতলের দিক থেকে। আমরা খাওয়া শেষ করে যে যার বাড়িতে ফিরে গিয়েছিলাম।

Afternoon

IMG_20240503_185438.jpg

সকালে বাড়িতে তেমন কিছুই খাওয়া হয়নি। আবার যদি বাড়িতে ফিরে দেখি গলদা চিংড়ি রান্না তাহলে কি আর মাথা ঠিক থাকে? যাইহোক, স্নান আর করতে যাইনি। আমি রীতিমতো শান্ত হয়ে মায়ের কাছেই বসেছিলাম কখন যেন রান্নাটা শেষ হয়। কোনোরকম কড়াই থেকে রান্না করা চিংড়ি নামাতেই আমি খাবার টেবিলে বসে পড়লাম।

ছবি তোলার কোনো সময় নেই, মোবাইলটা পাশে রেখেই খাওয়া শুরু করেছিলাম। গোটা সাতেক গলদা চিংড়ি একাই খেয়েছিলাম। মা দেখে বলল এটা কি করেছিস? আমি তখনও কোনো কথা বলিনি। হাঁ হাঁ হাঁ- হাঁসি দিয়ে বললাম এই খিদে পেটে সামনে গলদা চিংড়ি রাখলে তো থাকার কথাই না। যাক এই কয়টা আছে এটাই বড় ব্যাপার।

IMG_20240503_211005.jpg

কথায় আছে, শখের তোলা লাখ টাকা। এই কথাটা হয়তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

আমিসহ কয়েকজন মিলে এই বছর একটি ঈগল আকৃতির ঘুড়ি ক্রয় করে এনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ২/৩ দিন পূর্বে সুতো ছিঁড়ে সেটা হারিয়ে গিয়েছিল। আজ বিকেলে আমাদের বাজারের এক কাকু কল করে জানালেন যে আমাদের ঘুড়িটা নাকি বাজারের পাশের এক সুপারি বাগানে দেখা গিয়েছে।

এটা শোনা মাত্রই অন্যদের কল করে আমরা সবাই ছুটে গিয়েছিলাম। যাইহোক, অবশেষে ঘুড়িটা হাতে পেয়ে আমরা সকলে ভীষণ খুশি হয়েছিলাম।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

END

Sort:  

TEAM BURN

Your post has been successfully curated by @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲 at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way, you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (22).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.

Loading...
 14 days ago 

সত্যিই আপনি একদম আমার মনের কথা বলেছেন, বছরে ১২ মাসে যদি শীতকাল হতো, কতই না ভালো হতো। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে নোটিফিকেশন চেক করেছেন।
যাক আপনি চশমা ব্যবহার করার পর থেকে মাথা ব্যাথা এবং ভালো ঘুম হচ্ছে।
পরে বাজারে গিয়ে বেশ মজা করে ঠান্ডা খেয়েছেন। সত্যিই আপনার পোষ্টের গলদা চিংড়ির ছবিটি দেখে একদম লোভ লেগে গেছে।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 
  • দিদি, চশমাতে বেশ ভালো মানিয়েছেন আপনাকে। চোখের সমস্যার জন্য আমি যখন ডাক্তার দেখিয়ে প্রথম চশমা নিয়েছিলাম প্রথম প্রথম আমার ভীষণ অস্তিত্ব লাগতো কিন্তু বাধ্য হয়ে চোখে দিতে হতো। আপনার ক্ষেত্রেও তেমন হয়েছে। কিছুদিন পর অভ্যস্ত হয়ে যাবেন।

  • ছোটবেলায় আমি ঘুড়ি পাগল ছিলাম। আমার দাদু নানা ধরনের ঘুড়ি বানিয়ে দিতো।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

What a great time you really had for the day. I actually use to consume carbonated drink long time ago but I stopped when I discovered that it might be dangerous for my health

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66839.86
ETH 3105.66
USDT 1.00
SBD 3.75