বর্তমান আবহাওয়ার পরিস্থিতি।

in Incredible India24 days ago
leaf-5468652_1280.jpgsource

Hello Friends,
আপনাদের এলাকার আবহাওয়া কেমন এখন? আমাদের এখানে সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টির দেখা মিলছে। যদিও এটা আমার মনে ছিল না যে ইতিমধ্যে একটা ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছে। কিন্তু সকালের আকাশ দেখেই যেন মনে হচ্ছিল প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা।

IMG20241023111737.jpg

যাইহোক, যদিও সকালে বাইরে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু আমার জ্যাঠাবাবু বাড়িতে আসবেন দীর্ঘ ছয়মাস পরে ভারত থেকে তাই একটু উদ্বিগ্নই হয়েছিলাম হঠাৎ এই বার্তা শুনে। ঘরে দাঁড়াতেই মন চাইছিল না। আমাদের বাজারে পৌঁছানোর পথিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছিল। কোনোরকম মোবাইলটাকে নিরাপদে নিয়ে দোকানে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম।

এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ কল আসার কারণে দোকান থেকে পলিথিন নিয়ে মোবাইলটা মুড়িয়ে বাড়িতে ফিরেছিলাম। তারপরে মোবাইলে কথোপকথন। কিন্তু সময় যেন অতিবাহিতই হচ্ছিল না। অন্যদিকে থেকে থেকেই আবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছিল। আমি আজ দিনে ৩/৪ বার মিস করা একটা ক্লাস দেখার জন্য পি সি তে যেই মাত্র বসেছি অমনি বিদ্যুৎ বিভ্রাট।

তবে আমার লেখাটা দিনলিপির মতোই হয়ে যাচ্ছে, মূলত আমি আমার আজকের লেখার উদ্দেশ্য আবহাওয়া নিয়ে কিছুটা অভিমত প্রকাশ। অন্য কিছু আমরা আশ্চর্যজনকভাবে পাই বা না পাই প্রতিবছর ২/৪ বার প্রাকৃতিক দুর্যোগের দেখা পাই। এটা যেন চিরাচরিত প্রথার মতো হয়ে গেছে।

পাশাপাশি, চলমান বছরটিকে তো আমি বন্যার বছর আখ্যা দিয়েই রেখেছি। আমার জন্মের পরে কখনো আমি দেখিনি যে এক বছরে এতোবার বন্যা হয়। যেটা আমার কাছে কিছুটা কাল্পনিক ও মনে হয়েছে। তবে যেটা এতোদিন বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল সেইটাই যেন স্বরূপে দেখা দিচ্ছে।

ঐ যে প্রতিনিয়ত সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যে কারণে বৃষ্টি হলেই যেন বন্যা সুযোগে সৎ ব্যবহার করছে। ইতিমধ্যে সমগ্র পৃথিবী অবগত বাংলাদেশের একাধিক ভয়াবহ বন্যা সম্পর্কে যেটা হয়তো পূর্বে কখনোই হয়নি। কিভাবে মানুষ, প্রাণী, পশু-পাখি বাসস্থান হারিয়ে বানের জলে ভেসে গিয়েছে।

এটা গল্প না সত্য, এই তো কিছুদিন পূর্বেই বন্যার জলের স্রোত থেকে সন্তানকে রক্ষার্থে এক পিতা নিজেকে উৎসর্গ করেছিলেন। এটা চিন্তা করলেই তো আতকে উঠতে হয়। ঈশ্বর সকলকে সুস্থ্য রাখুন এটাই প্রার্থনা। কারণ যে কোনো মুহূর্তে হয়তো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় "ডানা" আঁচড়ে পড়তে পারে।

আমি পোস্ট লেখা শুরু করেছি প্রায় বাংলাদেশ সময় রাত বারোটায় এবং ইতিমধ্যে পূর্বের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ঝড়ের সূচনা। অর্থাৎ যতোবার ঝড় হয়েছে ততোবারই ২/১ দিন আগে থেকেই বিরামহীন বৃষ্টি শুরু হয়। অনুরূপ চিত্রটাই দেখা যাচ্ছে এখন।

পাশাপাশি, বিগত কয়েকবছর যেন মাঝেমধ্যেই প্রাকৃতিক বড় বড় দূর্যোগ যে কারণে বাতাসকে বাঁধা দেওয়ার মতো মানবাকৃতির গাছ গুলো এখন আর নেই। কেউ কেউ লাভের জন্য গাছ বিক্রি করেছেন। তবে বেশিরভাগ বড় বড় গাছ ঝড় ও বন্যার কারণে উপড়ে পড়ে গিয়েছে।

ai-generated-8602955_1280.jpgsource

সন্ধ্যায় নিউজ দেখলাম সুন্দরবনের জন্য ঝড় বেশ দুর্বল হয়েছে। সুন্দরবনের কথা আমার তো বেশ মনে পড়ে যখন কোনো দূর্যোগের কথা শুনি। কারণ এই সুন্দরবনের জন্য আমরা দক্ষিণ বাংলার মানুষ এখনো টিকে আছি। নচেৎ বাতাসেই হয়তো বাড়িঘরসহ আমাদের এতোদিন উড়িয়ে নিয়ে যেতো।

যাইহোক, আমি আমার দেশবাসী বিশেষ করে দক্ষিণাঞ্চলের সকলক জানাতে চাই, আপনারা সতর্ক থাকুন। পাশাপাশি যতোক্ষণ সম্ভব বার্তা শোনার চেষ্টা করুন। অন্যদের মাঝে ঝড়ের বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সূরক্ষিত থাকতে সহযোগিতা করুন।

একমাত্র সচেতনতাই এই মুহূর্তে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগ গায়ের জোরে প্রতিরোধ করা সম্ভব না।

"কথায় না বরং কাজের মাধ্যমেই দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে। তবেই সেটা দেশপ্রেম এবং প্রকৃত মাতৃভক্তি।"

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 23 days ago 

সুন্দরবন থাকার জন্য আমারে অনেক ক্ষতি থেকে রক্ষা পাই ঝড়ের পূর্বাভাস বাইক দিন আগে থেকেই খবরের মত ছিলাম আজকে আপনি আবহাওয়া সম্পর্কে নতুন আপডেট দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উক্ত বিষয়টা। শেয়ার করার জন্য

Congratulations! - Your post has been upvoted through steemcurator06

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznJFhDarJ9fLxNdiYx8HVPoEzcEA7kPcfbq7RG3ttNdbik32xD2rDTJzjDaPuWexei3DJmoHSkkXh7z9c.jpeg

Curated by : @rosselena - Selective Team

 23 days ago 

@rosselena,

Thank you so much 😊🙏 for your encouraging support.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91178.33
ETH 3192.43
USDT 1.00
SBD 2.96