You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?

in Incredible India16 days ago

প্রথমে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে কনটেস্ট টপিকটিও অসাধারণ। আর আপনি খুব সুন্দরভাবে কনটেস্টের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন। আপনার দেওয়া উত্তর গুলো পড়ে আপনার দৃষ্টিভঙ্গি যে কতটা সুন্দর সেটা আমরা বুঝতে পারি।

আপনি একদম যথার্থই বলেছেন যে বাচ্চাদের ছোট থেকে শেখাতে হবে কোনটি ভুল এবং কোনটি ঠিক এবং সেই সাথে আত্মরক্ষার বিভিন্ন পন্থাও তাদের শেখাতে হবে।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

Sort:  
 16 days ago 

একটা বাচ্চা যখন জন্মগত সময় থেকে বুঝতে পারে সে নিরাপদ ভাবে বেড়ে উঠছে এবং সে যখন একটু একটু করে বড় হচ্ছে তাকে অবশ্যই নিরাপত্তার বিষয়ে অবগত করা উচিত কে ভালো কে মন্দ এ বিষয়গুলো তাকে বুঝিয়ে দেওয়া উচিত এসব বলে তাতে যেমন আপনি স্বাভাবিকভাবে একটু সাহস দিচ্ছেন ঠিক তেমনি সে নিজে থেকেও একটু একটু করে বড় হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পরিদর্শন করে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.030
BTC 81660.93
ETH 1614.30
USDT 1.00
SBD 0.79