RE: Incredible India monthly contest of October #2| Sponsored trip with a steemian!
আপনার পোস্ট পড়ে যেটুকু বুঝলাম আপনিও খানিকটা আমার মতোই। আমিও কিন্তু ভীষণ শীত কাতুরে । কৃষ্ণনগরের শীতেই আমার হাত পা অবশ হয়ে যায়, আমি যেন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তাই দার্জিলিং যাওয়ার আগে আমিও মনে মনে ভাবছিলাম ওখানে গিয়ে আমি কি করব , আদেও কি আমি ট্রিটটা এনজয় করতে পারব? তবে সত্যি কথা বলতে গেলে যদি শীতের পোশাকগুলো একটু দেখে শুনে কেনা যায় তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না। আমিও দার্জিলিং যাওয়ার আগে কিছু মোটাসোটা শীতের পোশাক এবং দুটো থার্মাল কিনে নিয়েছিলাম। যার জন্য শীতটা অনেকটাই কম লেগেছে।
আর পাহাড়ে ঘুরতে যাবেন অথচ এই উপভোগ করবেন না তার কখনো হয়। এটাও এক ধরনের রোমাঞ্চ। কাশ্মীর গেলে পাহাড় আর বরফ দুটোই উপভোগ করা যায়। তাই কখনো সুযোগ হলে শীতের কথা ভুলে গিয়ে এক কথায় রাজি হয়ে যাবেন।
আর আমারও ঘুরতে যাবার লিস্টে সেকেন্ড পজিশনে আমি কাশ্মীরকেই রেখেছি। যদিও কাশ্মীর গিয়ে সুন্দরভাবে সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য বাজেটটাও সুন্দর হতে হবে তাই কবে আমার এই সবটা পূরণ হবে সেটা বলতে পারবো না তবে বেঁচে থাকলে অবশ্যই আমি কাশ্মীর ট্রিপটা করতে চাই।