You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা- ব্যবহার! (Poetry-Deportment!)

in Incredible India28 days ago

দিদি আপনার লেখার ধরন সত্যিই আমার মন ছুঁয়ে গেল। এত সুন্দর শব্দ চয়ন, এত গভীর ভাবনা চিন্তা সত্যিই এক কথায় অনবদ্য। আপনার আগের কিছু পোস্ট ও ইতিমধ্যেই পড়েছি‌ । আমি সত্যিই আপনার লেখনীর বড়ো ফ্যান হয়ে গিয়েছি।

আজকাল একজন মানুষ আর এক মানুষ কে পণ্য দ্রব্যের মতোই ব্যবহার করে। নিজ স্বার্থ সিদ্ধির জন্য অন্যকে ব্যবহার করা এবং স্বার্থ মিটে গেলে তাকে ভুলে যাওয়ার মতো নিকৃষ্টতম কাজ আর হতে পারে না। নিজের সাথেও এইরকম বহুবার ঘটেছে। তবে আমি ভীষণ পরিবারের ভগবানের বিশ্বাসের। করি কোনো একজন আছেন তিনি উপর থেকে সমস্ত কিছু দেখছেন এবং প্রত্যেকটি তার যথার্থ জবাব তিনি নিজেই দেবে। এই পৃথিবীতে যে যার সাথে যেমন আচরণ করবে, অন্য কেউ না কেউ সেই একই আচরণ তাকে অবশ্যই ফেরত দেবে।

আর আপনার পোস্ট থেকে শনি শিংনাপুর গ্রামের কথা জানতে পারলাম যেটা আমার আগে জানা ছিল না। সত্যিই বিজ্ঞান অনেক দূর তার ডালপালা বিস্তার করলেও আমাদের মনের বিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। আর তাছাড়া কথাতেই আছে "বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।" তাই ভগবানের ওপর বিশ্বাস রেখে সমস্ত পাপ কর্ম থেকে দূরে থাকায় শ্রেয়।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 96036.43
ETH 3297.82
USDT 1.00
SBD 3.10