নিউমেরোলজি – যে সকল মানুষের জন্ম তারিখ যেকোনো মাসের ৫/১৪/২৩ || Numerology – Who was Born on 5/14/23 of any Month

in Incredible Indialast year (edited)

নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুসারে যে সকল মানুষের জন্মদিন যেকোনো মাসের ৫/১৪ অথবা ২৩ তারিখ, তাদের নামের মূলাঙ্ক ৫ হয়। উদাহরণ স্বরূপ ১৪ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক – ১+৪ = ৫, ২৩ তারিখে জন্ম নেওয়া ব্যাক্তির মূলাঙ্ক – ২+৩ = ৫। এদের স্বামী গ্রহ হলো বুধ।

1.pngPhoto Credit: Pixabay

|| চারিত্রিক বৈশিষ্ট্য ||


বুধ গ্রহের প্রভাবে মূলাঙ্ক ৫ এর মানুষেরা বুদ্ধিমান হয়। এরা ছোট ছোট পদক্ষেপ ফেলে এবং তাড়াতাড়ি চলার চেষ্টা করে। এদের দৃষ্টি এবং কথাবার্তা ব্যবসায়ীদের মত হয়ে থাকে। এরা প্রয়োজনের অতিরিক্ত ব্যস্ত থাকে। এরা সময়ের মূল্য জানে এবং মুহূর্তের জন্যেও ব্যর্থ সময় নষ্ট করে না।

এরা ভ্রমনপ্রিয় হয় এবং ভ্রমণের মাধ্যমে লাভও করে থাকে। যেকোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে এরা পারদর্শী হয়। এরা সহজে ক্লান্ত হয় না। যেকোনো পরিস্থিতির সাথে এরা খুব সহজেই মানিয়ে নিতে পারে। এই কারণে সমাজে সর্বত্র এরা সম্মান পায়।

এরা অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে ফেলে কিন্তু কখনো অপব্যয় করে না। যখন এরা কোন কাজে নিযুক্ত হয় তখন খাওয়া-দাওয়ার কথাও এদের মনে থাকে না। একই মাধ্যমে রোজগার করে এরা কখনোই সন্তুষ্ট হয় না। এরা সাধারণত ব্যবসায়ী হয়ে থাকে, এমনকি চাকরী করলেও তার পাশাপাশি এরা ব্যবসা করে থাকে এবং তাতে সফলও হয়।

এদের জীবনে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ দেখা যায়। এরা ঝুঁকি নিতে ভয় পায় না। জটিল থেকে জটিলতর কাজ এরা খুব সহজেই শিখে যায়। এদের জীবনে যোগ্য সহায়কের অভাব হয় না। মূলাঙ্ক ৫ এর বন্ধুরা এদের জীবনের সুখ দুঃখে সহায়ক হয়ে থাকে। এরা নিজেদের প্রচেষ্টায় নিজেদের পথ তৈরি করে নেয় আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়।

2.jpgPhoto Credit: Pixabay

|| স্বাস্থ্য এবং রোগ ||


মূলাঙ্ক ৫ এর ব্যক্তিদের শারীরিক শক্তি উত্তম হয়। মস্তিষ্কের বেশি প্রয়োগের ফলে এদের মধ্যে অনেক রকম রোগ হয়ে থাকে, যেমন - অনিদ্রা, মানসিক উদ্বেগ, মাথা ধরা, মাথা ঘোরা, মতিভ্রম, বানী দোষ, স্মরণশক্তি কমে যাওয়া, স্পর্শ শক্তির অনুভব না হওয়া ইত্যাদি। মানসিক চাপ কম করে দিলে এই সব রোগ ঠিক হয়ে যায়। এছাড়াও এদের মধ্যে কাঁধ এবং বাহুর পীড়া দেখতে পাওয়া যায়। এরা চর্ম রোগের ও শিকার হয়ে থাকে।

3.pngPhoto Credit: Pixabay

|| শুভ রঙ ||


মূলাঙ্ক ৫ মানুষদের জন্য সবচেয়ে শুভ রঙ হলো সবুজ। এছাড়া হালকা খাকী রঙও এদের জন্য বিশেষ শুভ।

|| শুভ দিন ||


মূলাঙ্ক ৫ ব্যাক্তিদের জন্য বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার শুভদিন।

|| শুভ তারিখ ||


মূলাঙ্ক ৫ মানুষদের জন্য ৫, ১৪ এবং ২৩ তারিখ শুভ।

|| গুরুত্বপূর্ণ বছর ||


মূলাঙ্ক ৫ ব্যাক্তিদের জন্য ৫, ৯, ১৪, ১৮, ২৩, ২৭, ৩২, ৪১, ৪৫, ৫০, ৫৪, ৫৮, ৬৩, ৭২, ৭৭ এবং ৮১ গুরুত্বপূর্ণ বছর। এই বছরগুলিতে চাকরী প্রাপ্তি, বিয়ে, সন্তান প্রাপ্তি, কেরিয়ারে উন্নতি ইত্যাদি ঘটে থাকে।

10% beneficiary to @meraindia

Sort:  
Loading...
 last year 

আপনি‌ এই‌ বিষয়টি মনে হয় খুব বেশি পরিমাণে উপভোগ করেন। আমি আপনার কাছ থেকে বিস্তারিত ভাবে জানব সময় সুযোগ করে।তবে খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66