RE: Incredible India Community updates for February 2023
সত্যিই ম্যাম, দূরবর্তী কোনো পথ চলতে সহযোগীর কোনো বিকল্প নেই।একা একা হয়তো কিছুটদ পথ তাড়াতাড়ি করে দৌড়ে পার করানো সম্ভব। কিন্তু দূরের পথের জার্নি কখনো একাকি সম্ভব নয়।
আমরা যারা স্টিমিট প্লাটফর্ম এ কাজ করতে এসেছি, তারা কিন্তু অনেক দূরে যাবার প্রত্যাশা নিয়েই দৈনিক নতুন উদ্দোমে কাজ করে যাচ্চি।আর এই কাজ কখনো একা করে এগুনো যাবল না।এর জন্য একটা কমিউনিটি দরকার দরকার, একটি ভালো মানসম্মত পরিবার দরকার। আর এই পরিবারের ক্ষেত্রে আমি মনে করি incredibleindia নামক পরিবারটি একটি আদর্শ।
নতুন স্টিমিয়ানদের সারপ্রািজ ভিডিও ভেরিফিকেশনের আওতায় আনার মাধ্যমে তাদের সত্যতা যাচাই করাটা সত্যিই আমার কাছে দারুণ একটা পদক্ষেপ বলে মনে হয়, যেটি কিনা অনেক পুরনো কমিউনিটিতেও একটি বিরল ও ভাবের অতীত বিষয়।
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের উদ্যোগটাও বেশ দারুণ লেগেছে আমার কাছে।এর মাধ্যমে আমরা যারা নতুন, স্টিমিট সম্পর্কে একদমই অবজ্ঞ, তারা অনেক অজানা জিনিস এখান থেকে শিখতে পারছি।পাশাপাশি টিউটোরিয়াল ক্লাসে শেখা বিষয়বস্তুর ওপরে পরিক্ষা দেবার একটা সুযোগ থাকার কারণে আমরা সবাই নিজেদেরকে বেশ ভালোভাবে যাচাই করতে পারছি,বের করতে পারছি আমাদের কোন বিষয়ের কোন জায়গাতে দূর্বলতা রয়েছে।
সাপ্তাহিক হ্যাংআউটের বিষয়টাও বেশ দারুণ।যেকোনো কাজেই ক্লান্তি আছে।আর এই ক্লান্তি দুর করার সবচেয়ে কার্যকরী পন্থা হলো বিনোদন।তাই স্টিমিট প্লাটফর্ম এ পুরো সপ্তাহব্যাপী কাজ করার মাধ্যমে আমাদের যে ক্লান্তি তৈরি হয়, সেটাকে দূর করতে হ্যাংআউট বেশ দারুণ ভূমিকা রাখে।
হ্যাংআউটে যে শুধু বিনোদনই হয় তা নয়।আমরা একে অপরের খোজ-খবর নিতে পারি,নিজেদের কিচু ছোটখাটো সমস্যাও সেখানে বিনোদনের ফাকে সমাধান করে ফেলতে পারি।
এতো সুযোগ - সুবিধা দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আবারো ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটা কমিউনিটি আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য।