You are viewing a single comment's thread from:

RE: The November contest #2 by @sduttaskitchen| Which is your preference, Quality or Quantity?

in Incredible India4 months ago

হ্যাঁ ভাইয়া, সস্তায় অনেক সময় ঠকতেও হয় ।এইতো সেদিন আমি ভ্যানে সবুজ তাজা মটরশুটি দেখতে পেলাম । একটু দাম কম ছিল অনেকেই কিনছে দেখে আমিও কিনলাম। বাসায় এসে যখন মটর শুটিগুলো সিদ্ধ করছি তখন দেখছি মটরশুটি গুলো দিয়ে সবুজ রং বেরোচ্ছে ।

মটরশুটি গুলো একদম সাদা জাস্ট চটপটির ডাল। চটপটির জন্য যে ডালগুলো নিয়ে থাকি সেই ডালগুলোকে রঙ মাখিয়ে সবুজ মটরশুটি হিসেবে কম দামে তারা বিক্রি করছে। এই এক আমার নতুন অভিজ্ঞতা হলো ।

Sort:  
 4 months ago 

একটু ভুলের জন্য সমস্ত টাকা বৃথা গেছে এই ডাল খেলে শরীর অসুস্থ হয়ে পড়বে কেননা কেমিক্যাল দিয়ে রং করা ডালগুলো মটর গুটি তৈরি করেছে খুবই দুঃখজনক।

দুই টাকা লাভ এর জন্য দোকানদার যেমন প্রতারণা করে ঠিক তেমনি ক্রেতা দুই টাকা কমের জন্য ঠকে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের খুব সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 78534.91
ETH 1531.60
USDT 1.00
SBD 0.64