Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover.

in Incredible India3 days ago
1000006224.jpg

Hello,

Everyone,

ফাগুনের হাওয়া লেগেছে প্রকৃতিতে তাই সবুজ বাংলা সেজে উঠেছে নানান রঙে। যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে তাই মন মাতানো বিভিন্ন রঙের ফুলে সেজে উঠেছে আমাদের চারপাশ। প্রকৃতির সৌন্দর্য যদি ক্যামেরাবন্দি করা যায় তা দেখতে আরো ভালো লাগে। এমন সময় দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য মডারেটর @tanay123 দাদাকে অসংখ্য ধন্যবাদ।

প্রতিযোগিতা নিয়ম অনুসারে প্রিয় বন্ধুদের @karobiamin71, @baizid123 & @rubina203কে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আশা করি তারা এখানে অংশগ্রহণের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করবেন।

Do you like photography? Do you think photography requires patience and creativity?

1000006219.jpg1000006225.jpg

আমাদের আজকের দিনটি আগামী দিন স্মৃতি হয়ে থাকবে তাই তো সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা ছবি তুলে রাখি ।এই ছবি আমাদের পুরনো দিনের সুখ দুঃখের কথা মনে করিয়ে দেয় । ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে ❤️ স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পরে আমাদের তো প্রতিদিনই কিছু না কিছু ফটোগ্রাফি করতেই হয়। সেই থেকে ফটোগ্রাফির প্রতি ভালো লাগাটা আরও বৃদ্ধি পেয়েছে।

হ্যাঁ অবশ্যই ফটোগ্রাফি করতে ধৈর্য এবং সৃজনশীলতা প্রয়োজন হয়। তার সাথে সাথে ক্যামেরার রেজুলেশন ভালো হতে হয় । আমি সকলেই জানি তাড়াহুড়ার কোন কাজে ভালো হয় না।। ফটোগ্রাফির হাতের যাদুতেই একটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে।

ধরা যাক একটা বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি। এখানে হলুদ সন্ধ্যা থেকে শুরু করে মেহেদী উৎসব ,বিবাহ বৌভাত এরকম বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা হয় ।সেই ক্ষেত্রে একজন দক্ষ ফটোগ্রাফার তার সৃজনশীলতার মাধ্যমে এই স্মৃতিগুলো সুন্দরভাবে ক্যামেরা বন্দী করতে পারে।
ফটোগ্রাফারকে সেই চরিত্রগুলোর ভিতরে প্রবেশ করে সুন্দরভাবে সেই ছবিগুলো তুলতে হয়।

বিয়ে বাড়ীর সকল আয়োজন শেষ হলেও ছবির মাধ্যমে তাদের এই স্মৃতিগুলো ধরে থাকে বছরের পর বছর। এই আয়োজন এর মূল পর্ব হল ফটোগ্রাফার তার সুন্দর সুন্দর সৃজনশীল ফটোগ্রাফারের মাধ্যমে বিবাহ স্মৃতিগুলো ধরে রাখে।

Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography?

1000006230.jpg1000006226.jpg

ছবি তুলতে আমার খুব ভালো লাগে কিন্তু সব সময় এই চার দেয়ালের বাহিরে গিয়ে ছবি তোলার সুযোগ হয় না ।কাজের ফাঁকে ফাঁকে আমিও সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে ভালোবাসি।

বসন্ত শুরু হয়ে গেছে তাই তো প্রকৃতিও নানা ফুলে সেজে উঠেছে ।আমার খুব প্রিয় একটি ছবি। ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাবে না। ফুলের মিষ্টি গন্ধে মনকে সতেজ করে দেয়।

1000006128.jpg1000006120.jpg

আমি রান্না করতে ভালোবাসি তার সাথে সাথে সেই রান্নাগুলোর ছবি তুলতে ভালবাসি। এই প্ল্যাটফর্মে আমি প্রায় রান্নার রেসিপি দিয়ে থাকি সে জন্য এই ছবিগুলো আমার তোলা খুবই প্রয়োজন ।

ফুলের মাঝে যেমন বসন্তের ছোঁয়া লেগেছে তেমনি সবজি বাজারেও বসন্তের ছোঁয়া লেগেছে। আমরা এখন মার্কেটে সবজির বাজারে বিভিন্ন রঙের সবজি দেখতে পাই ।ধরা যাক ফুলকপির কথা, হলুদ ফুলকপি, সবুজ ফুলকপি, সাদা ফুলকপি, ইত্যাদি । বাঁধাকপির ,শিমলা মরিচ, মটরশুটি ইত্যাদি ।

1000006291.jpg1000006231.jpg

|

ছবি তোলার জন্য খাবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করি। খাবার যদি দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে তাই তো খাবার সাজানো রান্নার মতই একটি প্রধান বিষয় হয়ে থাকে।

1000004283.jpg
এই ছবিট পূর্ব কোন পোস্টে শেয়ার করেছিলাম

ছবির প্রতিটি দৃশ্যগুলোর পিছনে কিছু না কিছু কথা থেকে যায় । এই ছবিগুলো আমাদের সেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দেয়। আমাদের জীবন থেকে অনেক প্রিয় জন হারিয়ে যায় কিন্তু তাদের সাথে তোলা সেই স্মৃতির ছবিগুলো আমাদের তাদেরকে মনে করিয়ে দেয়।

1000006261.jpg

পরিশেষে বলতে চাই স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পর থেকে মনে হচ্ছে যেন আমরা একেক জন দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠতেছি । সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন এবং সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিন ।আজ এখানেই বিদায় নিচ্ছি।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
 3 days ago 

প্রতিটা দিনের স্মৃতি ধরে রাখার জন্য ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের দিন আগামীকাল স্মৃতি হয়ে যাবে এটাই বাস্তব তবে সেটাকে আমরা ধরে রাখতে পারি একমাত্র ফটোগ্রাফির মাধ্যমে।

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি এবং তার সাথে প্রশ্নের উত্তরগুলো চমৎকারভাবে দিয়েছেন। প্রতিটা ছবির পেছনে নতুন কোন গল্প থাকে যে গল্পগুলো আমরা পরবর্তীতে স্মৃতি হিসেবে নিজেদের মেমোরিতে ধরে রাখতে পারি আবারও নিজেদের স্মৃতিগুলোকে নতুন করে সাজাতে পারি সে গল্পের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভালো থাকবেন।

 3 days ago 

আপনার শত ব্যস্ততার মাঝেও পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও অপেক্ষায় রইলাম আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার জন্য এবং সাথে তার সেই গল্পটিও পড়ার অপেক্ষায় রইলাম ।

Loading...
 7 hours ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার তোলা ফুলের ছবিগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। পার্সোনালি আমার কাছে আপনার তোলা প্রথম ছবিটা বেশ ভালো লেগেছে। ছাড়াও অনেকদিন পর হলুদ ফুলকপি দেখে বেশ ভালো লাগলো। এটা সচরাচর কোথাও পাওয়া যায় না।

ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি পড়ে। ভালো থাকবেন দিদি আপনি ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96573.41
ETH 2735.98
SBD 0.65