The December contest #2 by @sduttaskitchen| Do you believe in astrology and numerology?
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকদিন বাদে কোন প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছি। এর জন্যে প্রথমেই ধন্যবাদ জানাই এডমিন ম্যামকে, প্রতিযোগীতায় এত সুন্দর একতি বিষয় নির্বাচনের জন্য। প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রথমেই আমি আমার @baizid123 @sampabiswas ও @sayeedasultana বন্ধুদের এই প্রতিযোগিয়তায় আমন্ত্রণ জানাই।
Do you believe Astrology, Numerology, or Tarot card reading is a part of science?
জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক ছোটবেলায় আমাদের স্কুলের অংক স্যারের কাছ থেকে বেশ কিছু বিষয় জানতে পেরেছিলাম। এর পর সেই রেশ ধরে বেশ কিছু বইও পড়ার সুযোগ হয়েছিল। সংখ্যাতত্ত্ব এর মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য জানা যায়, এই ব্যাপারটা নিয়ে এক সময় প্রচুর চর্চা করেছি, তবে তখন তা মেলাতে গিয়ে বেশির ভাগ সময়ই ব্যর্থ হয়েছি।
ট্যারো কার্ড আমার কাছে একেবারে নতুন, তবে ঘাটাঘাটি করে যেটা জানতে পেরেছি তা অনেকটা যাদু বিদ্যার মতই। তবে আমার কাছে এগুলোর একটাকেও বিজ্ঞান বলে মনে হয় না। বিজ্ঞান পরীক্ষা, প্রমাণ এবং তার ফলাফলের ওপর ভিত্তি করে কাজ করে, যা এগুলোর একটাতেও পাওয়া যায় না। এগুলো মূলত বিশ্বাস, প্রতীকী বা মনগড়া ব্যাখ্যা এবং যার যার ধারণার ওপর ভিত্তি করে তৈরি। অনেকের কাছে এগুলো খুবই অর্থপূর্ণ বা আকর্ষণীয় হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমার কাছে এগুলো শুধুই মনস্এতাত্গুত্লোবিক ব্যাপার, বিজ্ঞান নয়।
Do you believe that, alongside hard work, luck is a crucial factor in determining our success? Justify your belief.
সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। তবে এর শাপাশি ভাগ্যও খুবই গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম আপনাকে দক্ষ করে তোলে, কিন্তু ভাগ্য এমন অনেক সুযোগ এনে দেয় যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপ্যনার চারপাশে তাকালে এমন অনেক ঘটনা দেখবেন, যেমন দুই বন্ধু একই সাথে কোন ব্যবসা শুরু করলো, একই রকম পরিশ্রম দিল, কিন্তু দিনশেষে দেখা গেল কেউ একজন সফল, অন্যজন কোন এক আকস্মিক দুর্ঘটনায় পিছিয়ে পড়েছে।
এই যে আকস্মিক এই দুর্ঘটনা, এটাতে কিন্তু কারো নিয়ন্ত্রণ নেই। এটাই ভাগ্য। ভাগ্য অনেক সময় এসব পরিস্থিতিতে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুধু পরিশ্রম করলেই সব সময় সাফল্য আসে না, কারণ অনেক ক্ষেত্রে ভাগ্যই সেই শেষ ধাপটি পেরিয়ে যেতে সহায়তা করে। আবার কেউ যদি ভাগ্যের কথা চিন্তা করে পরিশ্রম না করে বসে থাকে তাহলে তার সফল হবার কোন চান্স নেই। তাই সফলতার জন্য পরিশ্রম আর ভাগ্য দুটোই দরকার।
What do you expect from your luck in 2025? Share.
কার ভাগ্যে কি আছে তা আমরা কেউ ই জানিনা একমাত্র আল্লাহ ছাড়া। তবে আমরা আশা করতে পারি। আমি ব্যক্তিগত ভাবে চাইবো ২০২৫ সালে আমার ঘরে নতুন কোন অতিথি আসুক। কেননা আমার ছোট্ট মেহেক মামুনি, সারাক্ষনেই ভাইয়া ভাইয়া বলে আমাদের অস্থির করে তুলেছে। পাশাপাশি নিজের প্রফেশনাল ক্যারিয়ারে আরো উন্নতি চাইবো, এর থেকে বেশি যেটা চাইবো তা হলো ২০২৫ সাল পৃথিবী থেকে সব যুদ্ধ শেষ হয়ে শান্তি ও সৌহার্দ্যের এক নতুন যুগ শুরু হোক, যেখানে মানুষ একে অপরকে ভালোবাসা ও সহানুভূতির সাথে গ্রহণ করবে। ২০২৫ যেন আমার জীবনের জন্য একটি সুখী, সফল ও পূর্ণতা লাভের বছর হয়।
ছোটবেলা থেকে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক কিছুই শুনেছি তবে বাস্তবের সাথে তার তেমন কোনো মিল পাওয়া যায় না৷ আপনার সাথে আমি পুরোপুরি সহমত যে, সাফল্যের জন্য পরিশ্রম সব থেকে বেশি জরুরি। তবে সেই সাথে ভাগ্য সহায় থাকাটাও গুরুত্বপূর্ণ। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।