আপনার পোস্টে শৈশবের স্মৃতি ছবিগুলো দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমরাও নিজেরা কত রকম খেলা করে বেরিয়েছি। তা ঠিক নেই। ছোটবেলায় কাদামাটি নিয়ে খেলা করার মজাই ছিল আলাদা। তবে এখন বর্তমানে দাঁড়িয়ে সেই ছেলেবেলার সঙ্গী গুলো কোথায় যেন হারিয়ে গেছে। যে যার কাজে ,সংসারে ব্যস্ত হয়ে পড়েছে। পিছন ফিরে তাকালে ছেলেবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তবে দুর্গাপূজা নিয়ে কিছু বলার নেই। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আমরা যে পূজা আসার আগে থেকে কত কিছু ঠিক করে রাখতাম তার ঠিক নেই। আর দুর্গা পূজার পরে নাড়ু আর নিমকি খাওয়া এটার কথা মনে পড়লে এখন নিজেরই লজ্জা লাগে। যাই হোক ছেলেবেলার ঘটনা শেয়ার করতে গেলে আমারই একটা পুরো পোস্ট লেখা হয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।
আপনি ঠিক বলিছেন, ছোট বেলার সাথীরা এখন যে যার কাজে ব্যাস্ত হয়ে গেছে। এখন কেউ আর যোগাযোগ রাখে না, আগের মত আড্ডা দেওয়া হয় না। আসলেই দুর্গাপূজা নিয়ে কিছু বলার নেই। কারণ দুর্গাপূজা মানে সনাতন ধর্মাবলম্বীদের এক মহা আনন্দ উৎসব।
দুর্গাপূজার পর নাড়ু আর নিমকি খাওয়ার কথা আসলেই ভোলার মত নয়। ছোট বেলার কথা আসলেই লিখতে বসলে শেষ হয় না। চোখের সামনে ছোট বেলার এক এক দৃশ্য এসে ভেসে পড়ে।
যাই হোক, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি সম্পূর্ণ পড়েছেন এবং এতো সুন্দর একটি কমেন্ট করেছেন তার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।