ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG-20241212-WA0023.jpg

আপনারা যারা নিয়মিত আমার পোস্ট পড়েন তারা সকলেই জেনে থাকবেন আমি মাছ খেতে পছন্দ করি। মোটামুটি সব রকমের মাছ খেতে আমি ভালোবাসি। আশা করি আমার মত প্রত্যেক বাঙালিদের মাছ ছাড়া একদম চলে না। নিরামিষের দিন ভাত খেতে, একটু অসুবিধে হয়। তবে বেশিরভাগ সময় জ্যান্ত মাছ ছাড়া আমরা একদমই খায় না। অনেক সময় মাছ ওয়ালা মাছ বিক্রি করতে এসে হয়তো জলে থাকতে থাকতে মাছ গুলো মারা যায়। এইসব মাছ আমার শ্বশুরমশাই একদমই নিতে চান না। যেই মাছ গুলো জ্যান্ত থাকবে সেই মাছ উনি কিনে নিয়ে আসেন। তবে জ্যান্ত মাছের স্বাদ একদমই আলাদা। টাটকা মাছের ঝোলের স্বাদ একটু অন্যরকম লাগে।

চলুন তাহলে শুরু করি ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি।

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
রুই মাছ১ কেজি
বড় সাইজের আলু৩ টে
ফুলকপি১ টা
পেঁয়াজ১ টা
রসুন৫ কোয়া
কাঁচা লঙ্কা১০ টা
আদা২৫ গ্ৰাম
জিরে১ চামচ
ধনে গুঁড়ো১ চামচ
১০মিট মসলা১ চামচ
১১লবণআড়াই চামচ
১২হলুদদেড় চামচ
১৩সাদা তেল১০০ গ্ৰাম
১৪শুকনো লঙ্কা১ টা
১৫কালো জিরেসামান্য

IMG_20250117_195350.jpg

প্রথম ধাপ

প্রথমে গোটা রুই মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে লবণ, হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর পরিমাণ মতো আলু ,ফুলকপি কেটে রেখেছি। আর পরিমাণ মতো সমস্ত মসলা রেডি করে নিয়েছি।

IMG_20250117_195450.jpg

দ্বিতীয় ধাপ

এরপর ফুলকপি গুলো গ্যাসে গরম জলে হালকা সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে ।জল ঝরানো হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ, হলুদ মাখিয়ে রেখে দিতে হবে।

IMG_20250117_195553.jpg

তৃতীয় ধাপ

এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছে। তেল গরম হলে একটা একটা করে মাছ ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি।

IMG_20250117_195701.jpg

চতুর্থ ধাপ

এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই লবণ, হলুদ মাখিয়ে রাখা ফুলকপি গুলো হালকা করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে।

IMG-20241212-WA0031.jpg

পঞ্চম ধাপ

এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি।

IMG_20250117_195828.jpg

ষষ্ঠ ধাপ

এরপর কড়াই তেলের মধ্যেই কেটে রাখা আলু গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে দিয়েছি।

IMG_20250117_200003.jpg

সপ্তম ধাপ

আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখার সমস্ত মসলা আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা তে আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, রসুন ,আদা ,পেঁয়াজ, জিরে, ধনে গুঁড়ো, সমস্ত কিছু পেস্ট করে নেওয়ার পর পরিমাণ মত মিট মসলা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম।

IMG_20250117_200129.jpg

অষ্টম ধাপ

সমস্ত মসলা দিয়ে ভালো করে কষানোর পর ভেজে রাখা ফুলকপি গুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এবারে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

IMG_20250117_200225.jpg

নবম ধাপ

১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে যখন ঝোল ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারো খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

IMG-20241212-WA0022.jpg

তৈরি

খানিকক্ষণ পর ঢাকনা করলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি।

রুই মাছ আমার ভীষণ প্রিয়। মাছের ঝোলে যে কোন সবজি দিলেই খেতে ভালো লাগে। তবে শীতের সময় মাছের ঝোলে ফুলকপি স্বাদ একটু আলাদা হয়। দুপুর বেলায় গরম ভাতের সাথে এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে। আমি একদমই ঘরোয়া উপায়ে রেসিপি তৈরি করেছি। প্রত্যেকদিন আমরা এই ভাবেই মাছের ঝোল তৈরি করে খাই। আপনারা চাইলে এরকম ভাবেই রেসিপি তৈরি করতে পারেন। মাছের ঝোলে আমি তেমন কোন উপকরণ ব্যবহার করিনি। এইরকম মাছের ঝোল তৈরি করে খেলে শরীরের পক্ষে খুবই উপকারী। শরীর সুস্থ থাকে। আমি সমস্ত উপকরণ আমার পরিমাণ মতো ব্যবহার করেছি ।আপনারা আপনাদের পরিমাণ মতো সমস্ত উপকরণ ব্যবহার করবেন।


আজ এইখানে শেষ করছি। আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 2 days ago 

সত্যি এটি একটি খুব সুন্দর এবং সহজ রেসিপি, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল! রুই মাছের সাথে ফুলকপির স্বাদ সত্যিই অসাধারণ, বিশেষ করে শীতের দিনে গরম ভাতের সাথে খেতে একেবারে মজা। আপনি রেসিপি সম্পর্কে খুব বিস্তারিত ভাবে সব কিছু বর্ণনা করেছেন, যা সহজে বুঝতে সাহায্য করবে। আমি নিজেও চেষ্টা করব আপনার মত করে এই রেসিপিটি বানানোর। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 yesterday 

আমরাও ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করা থাকে আপনার মত করেই আসলে আপনার পরিবেশন টা অনেক বেশি সুন্দর ছিল কিভাবে আপনি তৈরি করেছেন সেটা খুব সুন্দরভাবেই আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ রুই মাছ দিয়ে ফুলকপি রান্নার পদ্ধতি আবারও আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.039
BTC 104683.84
ETH 3382.58
SBD 5.33