ছানার জিলিপি রেসিপি

in Incredible India2 months ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

IMG20240915194346.jpg

মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি। তবে দোকানের থেকে যদি ঘরে বানানো হয় তাহলে আরো বেশি ভালো লাগে। সব রকম মিষ্টি খেতে আমি পছন্দ করি। ছানার জিলিপি আমার পছন্দের একটা মিষ্টি। ঘরে বানানো জিনিসেরই স্বাদ একদম আলাদা। চলুন তাহলে শুরু করা যাক ছানার জিলিপি রেসিপি।

লিংক

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
ছানা১০০ গ্ৰাম
চিনি (সিরার জন্য)১ কাপ
ময়দা১ চামচ
ব্রেকিং সোডাসামান্য
ঘিহাফ চামচ
সাদা তেলপরিমাণ মতো
এলাচ২ টো

IMG_20240916_133108.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি পরিমাণ মতো ছানা নিয়েছি। ছানাটা আমি দোকান থেকে কিনে নিয়ে এনে ছিলাম। আপনারা চাইলে বাড়িতে দুধ কেটে ছানা তৈরি করতে পারেন।

IMG_20240916_084359.jpg

দ্বিতীয় ধাপ

এর পড়ে ছানা টাকে হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। যাতে কোনরকম দানা ভাব না থাকে।

IMG_20240916_084436.jpg

তৃতীয় ধাপ

ছানা ভালোভাবে মেখে নেওয়ার পর ছানার মধ্যে আমি এক চামচ ময়দা ব্যবহার করেছি।

IMG_20240916_084453.jpg

চতুর্থ ধাপ

ময়দা দিয়ে ছানা ভালো করে মেখে নেবার পর ।ছানার মধ্যে সামান্য ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি।

IMG_20240916_084520.jpg

পঞ্চম ধাপ

এরপরে পরিমাণ মতো ঘি দিয়ে আবার পুরো ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে।

IMG_20240916_084556.jpg

ষষ্ঠ ধাপ

এরপর ছানা ভালো করে মাখার পর ছোট ছোট আকারে লেচি করে নিতে হবে।

IMG_20240916_084641.jpg

সপ্তম ধাপ

ছোট ছোট লেচি গুলো হাতের তালুর সাহায্যে লম্বা আকৃতির করে নিতে হবে।

IMG_20240916_084618.jpg

IMG_20240916_084658.jpg

অষ্টম ধাপ

লম্বা করে নেবার পর এক সাইড ধরে জিলিপির মত করে পেঁচিয়ে নিতে হবে।

IMG_20240916_084716.jpg

IMG_20240916_084730.jpg

নবম ধাপ

এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে।

IMG_20240916_084746.jpg

IMG_20240916_084800.jpg

দশম ধাপ

এরপর তেল গরম হলে একটা একটা করে ছানার জিলিপি গরম তেলে দিয়ে দিতে হবে। এরপরে উল্টে পাল্টে দুই দিক লাল লাল করে ভেজে নিতে হবে।

IMG_20240916_130128.jpg

IMG_20240916_084902.jpg

একাদশ ধাপ

ছানার জিলিপি ভাজার পাশাপাশি চিনির সিরার জন্য একটা পাত্র বসিয়ে তার মধ্যে এক কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে চিনির সিরা তৈরি করে নিতে হবে। চিনির সিরার মধ্যে আমি দুটো এলাচ দিয়েছি। এরপরে চিনির সিরা চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে।

IMG_20240916_085013.jpg

IMG_20240916_085059.jpg

শেষ ধাপ

৫ থেকে ৮ মিনিট পর সিরা তৈরি হয়ে গেলে । ভালো ভাবে ভেজে রাখা ছানার জিলিপি গুলো সিরার মধ্যে দিয়ে দুই পিঠ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এরপর ১৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

IMG_20240916_085125.jpg

তৈরি

১৫ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে রসে ভরা ছানার জিলাপি।

IMG20240915194422.jpg

এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন ছানার জিলাপি। আপনারা নিজেরাও খান এবং প্রত্যেককে তৈরি করে খাওয়ান। আশা করি সকলেরই ভালো লাগবে। আমি খুব সহজেই খুব কম উপাদান দিয়েই জিলিপি বাড়িতে তৈরি করেছিলাম। আমি খুব অল্প পরিমানে ছানার জিলিপি বাড়িতে তৈরি করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ছানার জিলিপি তৈরি করতে পারেন। এরকম মিষ্টি বানিয়ে বাড়িতে তৈরি করে রাখলে বাড়িতে কোন আত্মীয়-স্বজন আসলে তাদেরও দিতে সুবিধা হয়। এ ছাড়া যে কোন পুজোতে ও বাড়িতেই এইভাবেই মিষ্টি তৈরি করে ফেলা যায়। এই রকম মিষ্টি বাড়িতে অনেক দিন বানিয়ে রাখা যায়। আমার ছানার জিলিপি খেতে দুর্দান্ত হয়েছিল।


আজ এইখানেই শেষ করছি। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
Loading...
 2 months ago 

মিষ্টি জাতীয় দ্রব্য এমনিতেই আমার অনেক প্রিয়, ছানার জিলাপি তার মধ্যে অন্যতম, মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে ছানার জিলাপি খাই, আপনার ছানার জিলাপি দেখে খেতে মন চাচ্ছে, আপনার ছানার জিলাপির রেসিপিটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 months ago 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অসম্ভব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন, সানার জিলাপির তৈরি করতে চাচ্ছিলাম মনে মনে বেশ কিছুদিন ধরে,,তবে সত্যি কথা বলতে আমার এরকম একটা রেসিপি ছিল দেখার জন্য।।
এক কথা বলব অসাধারণ আমার তো দেখে খেতে ইচ্ছা করছিলো,অবশ্য একদিন আপনার রেসিপিটা দেখে কোন একদিন তৈরি করব। ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার তৈরি করা খাবার গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনি খাবার তৈরির বর্ণনা গুলো ধাপে ধাপে লিখেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাবার তৈরি সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার পোস্টে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ছানার জিলাপি আমি বাজার থেকে কিনে খেয়েছি তবে আজ আপনি ছানার জিলাপি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন এবং দেখতে একদম বাজারের ছানার জিলাপির মতো মনে হচ্ছে খেতে অবশ্যই এটা অনেক সুন্দর কারণ আমি ছোটবেলায় অনেক খেয়েছি তাই তার স্বাদ আমি অনুভব করতে পারি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16