The September #1 contest by @sduttaskitchen|Weird habit I want to change!

in Incredible India23 days ago (edited)

pexels-garonpiceli-576926.jpg
pixel

Hello,

Evryone,

আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সকলেই ভালো আছেন ।চলতি মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখন আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ।

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে অদ্ভুত অভ্যাস নিয়ে। ভালো মন্দের গুণের সমন্বয়ে আমরা মানুষ।আমরা প্রত্যেকেই কম বেশি কোন না কোন বাজে অভ্যাসের অধিকারী।একটি মানুষ কখনো সর্বদিকে ভালো অভ্যাসের অধিকারী হতে পারে না ।হয়তোবা, কারো কম কারো বেশি ।

আমারও কিছু বাজে অভ্যাস রয়েছে!তো চলুন ,প্রশ্ন-উত্তরের মাধ্যমে আমার বাজে অভ্যাস গুলো আপনাদের সাথে শেয়ার করি ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে।প্রতিযোগিতার নিয়ম অনুসারেআমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।@tanay123 @sabus @baizid123
আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মতামত শেয়ার করুন।

Share your weird habits with us!

আমার প্রথম বাজে অভ্যাস হলো উচিত কথা বলা। আমার সামনে যখন কেউ কোন ভুল কাজ করে বা ভুল কিছু করে ,বড় কেউ হোক আর ছোট কেউ হোক ,যেই হোক না কেন! সেই ভুল কাজের জবাব না দিয়ে আমি থাকতে পারি না।এই বাজে অভ্যাসের জন্য আমি অনেকের কাছেই অপ্রিয়।এই অভ্যাসের কারণে আমি সব ধরনের মানুষের সাথে মিশতে পারিনা।উচিত কথা বলা মানুষগুলোকে খুব কম মানুষই পছন্দ করে।

sad-3002680_1280.jpg
PIXABAY

আমার দ্বিতীয় বদ অভ্যাস হলো মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাসের কারণে প্রতিনিয়ত মানুষের কাছে প্রতারিত হচ্ছি। সব ক্ষেত্রে বিশ্বাস করে প্রতারিত হইনি ,কিন্তু অধিকাংশ মানুষকে বিশ্বাস করে প্রতারিতহয়েছি ।যাদেরকে বেশি বিশ্বাস করেছি, ভরসা করেছি তারাই আমাকে চরমভাবে ঠকিয়েছে ।আমাকে ঠকানোর আগে এক বিন্দু বুঝতে পারি না আমাকে ঠকাচ্ছে, কিন্তু ঠকানোর পরে বুঝতে পারি যে আমাকে ঠকিয়েছে। এই জিনিসটা না খুব খারাপ !এই প্রতারণা মানুষকে মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্থ করে। আমি এর বাস্তব উদাহরণ।

তৃতীয়ত কারো সাথে উপস্থিত কথাবলার বুদ্ধি নেই আমার।এটিও আমার একটি বাজে অভ্যেস বলে মনে করি আমি এই অভ্যাসের কারণে মানুষের কটু কথার প্রতি উত্তর উপস্থিত দিতে পারি না।এই অভ্যাসের কারণে অনেক সময় আমি মানুষের কাছে অপমানিত হয়ে আসি।

আমার শেষ বদ বৃষ্টি হলো , যথা সময়ের কাজ যথা সময় করতে পারি না। এর জন্য আমি সবকিছুতে পিছিয়ে আছি।এই অভ্যাসের কারণে আমি আমার কাজের ক্ষেত্রে যথাসময়ে কাজ সম্পন্ন করতে পারি না। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারি না। এতে অন্যেরা আমার প্রতি বিরক্ত হয় ।এটা দেখে আমার খুব খারাপ লাগে।

Which habit among them do you want to change? Reason.

প্রথমত আমি আমার উচিত কথা বলার অভ্যাসটা পরিবর্তন করতে চাই। কারণ এই উচিত কথা সব ক্ষেত্রে বলা উচিত নয় ।এতে মানুষ অস্বস্তি বোধ করে এবং তাদের সম্মানে আঘাত লাগে।এতে দুজনের মধ্যে সুসম্পর্ক নষ্ট হয়ে যায়।

বর্তমান যুগে মানুষকে অন্ধ বিশ্বাস করা উচিত নয় এবং মানুষের প্রতি অতিরিক্ত উদারতা প্রকাশ করাও উচিত নয় ।এই উদারতার দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করে।অন্ধবিশ্বাসের কারণে মানুষ অধিকাংশ ক্ষেত্রেই প্রতারিত হয় ।এই প্রতারণা মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তুলে।

blanket-canyon-1226390_1280.jpg
pixabay

আমি যথা সময়ের কাজ যথাসময়ে সম্পন্ন করতে পারি না। এই বদ অভ্যাসটি আমি পরিবর্তন করতে চাই।কেননা যথাসময়ের কাজ যথাসময়ে সম্পন্ন করতে না পারলে মানুষ জীবনের সফলতা অর্জন করতে পারে না এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকে না। আমি জীবনে সফল হতে চাই ।তাই আমি আমার এই বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করতে চাই।

Do you believe we all carry some habits that might be weird for others? Justify your answer.

হ্যাঁ. আমি বিশ্বাস করি যে আমাদের সকলের মধ্যে এমন কিছু অভ্যাস রয়েছে যা অন্যদের জন্য অদ্ভুত হতে পারে।

আমাদের বর্তমান সময়েএখনো এমন কিছু লোক আছে , যারা সৎপথে উপার্জন করে জীবন নির্বাহ। সৎ পথে চলার মধ্যে একটা আত্ম তৃপ্তি আছে আর এই আত্মতৃপ্তি হল আত্মশুখ। এই সুখটা সবাই পায় না ।আমি মনে করি এই সুখটাই হলো জীবনের সবচাইতে বড় সুখ এবং আত্মতৃপ্তি।আমরা প্রত্যেকেই এই পৃথিবীর কিছু সময়ের অতিথি মাত্র আমাদের সঙ্গে আত্ম সুখ আর কর্মফল ছাড়া কিছুই আমাদের সাথে যাবে না। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত সৎপথে জীবন নির্বাহ করা।

আজ এ পর্যন্তই শেষ করছি । সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Sort:  
 23 days ago 

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর হ্যাঁ ইতিমধ্যেই আমি অংশগ্রহণ করেছি।।

আজকের এই কনটেস্ট এর মাধ্যমে আপনার অভ্যাসগুলো জানতে পারলাম আসলে অনেকেই রয়েছে মানুষকে উচিত জবাব দেয় সাথে সাথে তার মধ্যে আপনি একজন।।

আর হ্যাঁ আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আমাদের অভ্যাসগুলো ভিন্ন‌ ভিন্ন হবে আর মানুষ চাইলেই সব কিছু পরিবর্তন করতে পারে।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62