Incredible India monthly contest of August #1| Implication of discipline!

in Incredible India3 months ago
teacher-8774399_1280.png

pixabay

Hello,

Everyone,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন ।আমাদের কমিউনিটির কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করেছেন।কমিউনিটি কর্তৃক আয়োজিত আগস্ট মাসের প্রথম সপ্তাহে আয়োজিত এই দুর্দান্ত ও আকর্ষণীয় প্রতিযোগিতায় আজ আমি অংশগ্রহণ করতে চলেছি।

এবারের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার পূর্বে ,কমিউনিটির কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

1.What is the definition of discipline ?
ai-generated-8950893_1280.png

pixabay

শৃঙ্খলা, এই শৃঙ্খলা শব্দটির ব্যাখ্যা বহুভাবে দেওয়া যায় ।শৃঙ্খলা আমাদের জীবনের শান্তি সফলতা ও সম্মান বয়ে আনে ।কতগুলো মহৎ গুণের সমন্বয়ে তৈরি হয় শৃঙ্খলা। সীমাবদ্ধতা ,কঠুর পরিশ্রম ,মানবিকতা ,একাগ্রতা ও পরিকল্পনা এই গুণগুলোর সমন্বয় যেখানে থাকবে সেখানে শৃঙ্খলা বিরাজ করবে।আমি মনে করি শৃঙ্খলাই ,শান্তির ও সফলতার মূল চাবিকাঠি।

আমি মনে করি যে সমস্ত নেতিবাচক গুণগুলো জীবনে প্রয়োগ করে পরিবার ও সমাজের সবাইকে নিয়ে শান্তি এবং সম্মানের সাথে জীবন যাপন করা যায় ,তাই শৃঙ্খলা।

2.Do you think it's essential to maintain discipline in our personal and professional lives? Why ?

pexels-gabby-k-7114755.jpg

pixel

অবশ্যই আমি মনে করি, ব্যক্তি জীবন ও কর্মজীবনে শৃঙ্খলা অত্যন্ত অপরিহার্য। কেননা শৃঙ্খলাহীন জীবনে শান্তি ও সফলতা কখনো সম্ভব না!প্রতিটা মানুষের মধ্যে শৃঙ্খলা বোধ থাকা অতি আবশ্যক। শৃঙ্খলা বোধহীন মানুষের জীবন হিংস্রপশুর ন্যায় হয়ে থাকে।শৃঙ্খলা ছাড়া, সুস্থ সুন্দর ও সম্মান পূর্ণ জীবন যাপন করা সম্ভব নয়। ব্যক্তি জীবন ও কর্মজীবনে শৃঙ্খলাবোধ প্রত্যেকের মধ্যে থাকা উচিত।

ব্যক্তি জীবনে শৃঙ্খলাবোধ শিক্ষা শিশুকাল থেকে আমরা আমাদেরপরিবার থেকে পেয়ে থাকি।বাবা-মা ওর পরিবারের অন্যান্য সদস্যরা যা করে একটা শিশু তাই কিন্তু অনুসরণ করে ।শৃঙ্খলাবোধ আমাদের জীবনকে কতটা সুন্দর ও সুখময় করে তুলে সে শিক্ষাটা আমরা আমাদের পরিবার থেকেই পেয়ে থাকি ।তাই আমাদের প্রত্যেকের উচিত সন্তানদের সঠিক শিক্ষা দেওয়ার নিয়মমাবর্তিতা এবং সময়ের মূল্যবোধ ও সচেতনতা সম্পর্কে জাগ্রত করা।এই বিষয়গুলো সম্পর্কে সচেতন ব্যক্তি তার ব্যক্তি জীবন ও কর্মজীবন এবং পরিবার ও সমাজের কল্যণ বয়ে আনতে সক্ষম।

শৃঙ্খলা বোধ আমাদের কর্মক্ষেত্রকেও প্রভাবিত করে। প্রত্যেক কর্ম ক্ষেত্রেই কিছু নিয়ম কানুন ও শৃঙ্খলা রয়েছে। সেগুলো আমাদেরকে মেনে চলতে হয়।মানবিকতার খাতিরে এই দায়িত্ব গুলো আমাদেরকে পালন করতেই হয়।

3How does discipline help us to develop? Describe.?
pexels-markus-winkler-1430818-18477120.jpg

pixel

আমি লেখার শুরুতেই উল্লেখ করেছি যে ,এই শৃঙ্খলা শব্দটির মধ্যে রয়েছে অনেকগুলো গুণের সমন্বয়।এই শৃঙ্খলা শব্দটির মধ্যে লুকিয়ে আছে জীবনকে প্রকৃতভাবে তৈরি করার বহুব্যাখ্যা।

আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে যদি নিয়মাবর্তীতাও সময়ের সদ্ব্যবহার না করি তাহলে আমাদের জীবনকে উন্নত করতে পারবো না। এবং আমাদের উচ্চাআকাঙ্ক্ষিত স্বপ্নগুলো ও অপূর্ণ থেকে যাবে ।শৃঙ্খলা আমাদেরকে দায়িত্বশীল, শ্রদ্ধাশীল ,উচ্চাকাঙ্ক্ষী এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায়।এই গুণগুলোকে অবলম্বন করে একজন মানুষ স্বশিক্ষিত হয়ে ওঠে ।একজন স্বশিক্ষিত মানুষই সমাজ, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে সক্ষম।

শৃঙ্খলা সম্পর্কে এই ছিল আমার অভিমত। যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে তিনজন বন্ধু @muktaseo @karobiamin71 @baizid123কেআমন্ত্রণ জানাই।আশা করি আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,নিজেদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন।

Thanks everyone for reading my post
Sort:  
Loading...
 3 months ago 

সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় আমন্ত্রিত করার জন্য আমাকে। আশা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রতিযোগিতার সকল প্রশ্নের উত্তর গুলো খুবই সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91855.57
ETH 3115.84
USDT 1.00
SBD 3.14