Better Life With Steem | The Diary Game |11August| Every challenge of life comes to test our patience.

in Incredible India2 months ago (edited)

20230926_083401.jpg

"বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি''

সময়চক্রে আমাদের জীবন বয়ে চলেছে । সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ও নিরপেক্ষ ন্যায় বিচারক। আমাদের সাথে অহরহ ঘটে যাওয়া অন্যায় ও অবিচারের বিচার কারো কাছে চাই বা না চাই ,সময় কিন্তু এর বিচার ঠিকই করে । সময় কিন্তু তার দায়িত্ব পালনে সদা সর্বদা অটুট । কেনই বা অটুট থাকবে না! তার ধর্মই তো হচ্ছে বয়ে চলা ,আর ন্যায়বিচার করা ।

আজ আমরা সময়কে যা দিচ্ছি সময় আমাদেরকে তাই করায় -গন্ডায় ফিরিয়ে দেবে, এতে কোন ভুল নেই! আমি এই সত্যের প্রত্যক্ষদর্শী ।সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক ও জ্ঞানে পরিপূর্ণ করেই পৃথিবীতে পাঠিয়েছেন।

আমাদের হিংসা, মোহ আর ক্রোধের কারণে নিজেদেরকে সঠিক পথে স্থির রাখতে পারি না । আমাদের প্রত্যেককে জ্ঞানের দ্বারা মনকে স্থির রেখে নিজেকে সঠিক ও ন্যায়ের পথে চালনা করতে হবে।নইলে কিন্তু সময়ের হাত থেকে ,কারো কোন রেহাই নেই!

image.png

সকাল
20241118_100228.jpg
পূজার ফুল

প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম পূজার ফুল তুলতে। ছাদে গিয়ে দেখি শিউলি গাছে শিউলি ফুটেছে। শিউলির গন্ধে মনে হচ্ছে যেন ,বাতাসে শরতের আগমনী বার্তা বয়ে চলেছে।

আজকাল মন মেজাজ ভালো না থাকায় ফুল গাছগুলোর যত্ন নেয়া হচ্ছে না।তাই আজ গাছের পিছনে কিছুটা সময় ব্যয় করেছি । গাছের কিছু ডালপালা ছাঁটাই করে দিলাম। গাছের মাটি গুলো আলগা করে দিলাম ও সার দিলাম। গাছের পরিচর্যা শেষ করে ফুল নিয়ে বাসায় চলে আসলাম । বাসায় এসে ছেলেকে ঘুম থেকে উঠালাম। ছেলে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিল । ফ্রেশ হওয়ার পর স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম। তারপর স্কুলে চলে গেল।

আজ আর বাসায় নাস্তা তৈরি করিনি ।বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসবো। আজকাল কোন কাজের মন বসে না । কোন কাজও করতে ইচ্ছে করে না । শরীরও ভালো থাকে না।দুদিন যাবত ঘার ও পিঠের রগ ব্যথা করছে। কেন জানিনা এমন হচ্ছে ।

ছেলেকে স্কুলে পাঠানোর পর স্নান করে সবার প্রথমে ঠাকুর পূজা দিয়ে নিলাম ।পূজাটা এমন একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত ঠাকুরপোজা না দিব , মনটা অস্থির হয়ে থাকে। ঠাকুর পূজা হয়ে গেলে মনে হয় যেন ঘরের অনেক বড় একটা কাজ শেষ হয়ে গেছে ।যতক্ষণ না পূজা দেব ততক্ষণ পর্যন্ত মন অস্থির হয়ে থাকে।

20240811_125547.jpg
20240811_125751.jpg

সকালের কাজকর্ম শেষ করে আজ ১১ টার দিকে অনেকদিন পর বাজারে গেলাম। দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে বাসা থেকে বের হওয়া হয় না ।আজ বের হয়েছে কিছু মসলা কিনতে হবে তাই। সব ধরনের মসলা এলাকার দোকানগুলোতে পাওয়া যায় না তাই কিছু কিছু মসলা বাজার থেকে গিয়ে আনতে হয় ।মসলা কিনে নিয়ে আসার পথে হঠাৎ চোখে পড়ল সবজি দোকানে টাটকা লাল শাক।শাকগুলো দেখে খুব ভালো লাগল। তাই,কিছু শাক কিনে নিয়ে আসলাম।

image.png

দুপুর
20241108_153228.jpg
20240811_154726.jpg

বাজার থেকে এসে দুপুরে রান্নার আয়োজন করে রান্না বসিয়ে দিলাম। রান্না শেষ করে সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম। দুপুরবেলা শুয়ে থাকা কিংবা ঘুমানোর অভ্যাস আমার নেই।তাছাড়া ঘুমানো কিংবা শুয়ে থাকার সময়ও আমার নেই ।কিন্তু মাঝে মাঝে ছেলের জন্য শুতে হয় কারণ মাঝে মাঝে ছেলে খুব মর্জি করে ।আমি ওকে ঘুম পাড়িয়ে না দিলেও ঘুমাতেই চায় না।ও দিনে না ঘুমালে রাতের বেলা লেখাপড়ায় বেশি একটা সময় দিতে পারে না।

image.png

সন্ধ্যা
20240811_214111.jpg

সন্ধ্যাবেলা সন্ধ্যা পূজা ও সন্ধ্যার কাজকর্ম সেরে নিয়ে ছেলেকে নুডুলস রান্না করে দিলাম। ছেলে নুডুলস খেয়ে পড়তে বসলো। আজকাল ছেলে একদমই পড়তে চায় না।
এই সমস্যাটা তৈরি হয়েছে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ।এই স্কুল বন্ধ থাকার কারণে ছেলে মেয়েদের লেখাপড়া একদম নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কি যে হতে চলেছে!তা একমাত্র ঈশ্বরই জানেন।যাইহোক, ঈশ্বর যেন সকলের জন্য মঙ্গল ও শান্তি বয়ে আনে, এই কামনাই করি।

বন্ধুরা এই ছিল আমার গত দিনের দিনলিপি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

Thank You So Much For Reading My Blog 📖
Sort:  
Loading...
 2 months ago 

আপনার সারাদিনে কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুলের ফটোগ্রাফি গুলি অসাধারণ হয়েছে ।ফুল দেখলেই সকলেরই মনটা ভালো হয়ে যায়। আপনার সারাদিন কি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে।

 2 months ago 

Hello,
@monikarmakar,

এর পূর্বেও আপনাকে হ্যাশট্যাগ নিয়ে ব্যক্তিগতভাবে ডিসকার্ডে জানানো হয়েছে। এমনকি আমাদের মডারেটর ভেরিফাই করার সময়ও আপনার ভুলটির কথা উল্লেখ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি সেটা সংশোধন করেননি। শুধুমাত্র পোস্ট করাটা আপনার দায়িত্ব নয়, পোস্টটা করার পর সেটিকে পুনরায় চেক করাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এমনকি ভেরিফিকেশন করার সময় যদি পোস্টের কোনো ভুল মডারেটর উল্লেখ করেন, তাহলে ভেরিফিকেশনটা সঠিকভাবে দেখে সেই ভুল সংশোধন করাও আপনার দায়িত্ব। আশা করি ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62