Better Life With Steem | The Diary game 19September-2024
''বাড়ির ছাদে লাগানো ফুলের ছবি'' |
---|
নমস্কার বন্ধুরা,
সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে সকাল ছয়টা বাজে ।এখন আমি পোস্ট লিখতে বসলাম। বলতে পারেন ঘুম থেকে উঠে সকাল বেলায় পোস্ট লিখতে বসলেন কেন? সত্যি কথা বলতেসারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকার পর মাঝেমাঝে সন্ধ্যার পরও ব্যস্ত থাকি। তাই সন্ধ্যার পরও ল্যাপটপে বসতে পারিনা । কারণ ছেলের লেখাপড়ায় আমাকে সময় দিতে হয় আবার মাঝে মাঝে মেশিনে সেলাই করতে বসতে হয় । এ কারণেই অধিকাংশ সময়ই রাত দশটা কিংবা এগারোটারদিকে ল্যাপটপে বসি । গতকাল রাতে ল্যাপটপ নিয়ে বসলাম ঠিক তখনই ছেলে বিছানায় শুতে গিয়ে আমাকে ডাকছে বলছে মা আমার ঘুম আসছে না । আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও।
তো ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে আমিও কখন জানি ঘুমিয়ে পড়লাম ।চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে।ঘুম থেকে উঠে ভাবলাম ,গতরাতে তো লিখতে পারলাম না। এখন বসে লিখে ফেলি।তাই গতকালকের পোস্টটা আজ সকালে লিখতে বসলাম।
ঘুম থেকে জেগেই চড়ুই পাখির মিষ্টি সুরের ডাক শুনতে পাচ্ছি ।ওদের এই মিষ্টি সুরের ডাক আমার মন কেড়ে নেয়!ওদের মিষ্টি চোখের চাহনি দেখলে ওদের প্রতি খুব মায়া লাগে।ওদেরকে আমি প্রতিদিন খাবার দেই। যখন ওদের খাবার থাকে না তখন আমার রুমের জানালার দিকে তাকিয়ে ওরা ডাকতে থাকে। তখন আমি বুঝতে পারি ওদের খাবার লাগবে। তখন ওদের খাবার দেই ।আমি ওদের ভাষা জানি না, ওরা ও আমার ভাষা জানে না অথচ ওদের মায়াময় চাহনি আর মিষ্টি সুরের ডাক দিয়ে আমার হৃদয়ে ওরা স্থান করে নিয়েছে। কি অদ্ভুত তাই না !
অন্যের ভাষা নাবোঝা ছোট পাখিটি ও তার মিষ্টি সুরের ডাক ও মিষ্টি চোখের চাহনি দিয়ে তার চাহিদা পূরণ করে নেয়......।
যাইহোক, চলুন এখন আমি আমার গতকালকেরদিনলিপি আপনাদের সাথে শেয়ার করি
সকাল |
---|
সকালের নাস্তার জন্য তৈরি করেছিলাম ভুনা মাংস ও রুটি।সকালের নাস্তা শেষ করে এগারোটার দিকে বাজারে গেলাম। কিছু কেনাকাটা ছিল। দিন দিন দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, কি আর বলবো! নতুন করে বলার আর কোন ভাষা নেই।
আমাদের মধ্যবিত্তদের হয়েছে যত জ্বালা। মধ্যবিত্তরা কারো কাছে হাত পাততে পারেনা কিছু বলতেও পারে না। উপার্জন বাড়ার খবর নেই কিন্তু দিন দিন হুবহু করে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। সংসার কে টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত।এই ব্যস্ততার মধ্য থেকে নিজের জন্য একটু সময় বের করা খুব কঠিন হয়ে পড়েছে।
আজ বাজার থেকে কিছু মসলা, অল্প কিছু সবজি ও নিমকি কিনে এনেছি। আমাদের পরিচিত এক মামার দোকান থেকে এই নিমকি কিনে এনেছি ।উনার দোকানের নিমকিগুলো খেতে খুবই মজা। সব ধরনের দোকানে এই নিমকি পাওয়া যায় না ।উনার নিমকি গুলো খুব স্পেশাল তাই খেতেও খুব মজা।
দুপুর |
---|
কদিন যাবত প্রচন্ড গরম পড়েছে ।এমনিতেই এখন ভাদ্র মাস ,গরমের মাস। তার মধ্যে গরম আরও বেড়েছে!বাইরে বেরোলে মনে হয় যেন সূর্যদেব মাথার উপর এসে বসে পড়েছে ।বাজার থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হলাম।তারপর ঠাকুর পূজা শেষ করে রান্না করতে চলে গেলাম।
রান্না শেষ করে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে সকালে কেটে রাখা কাপড় গুলো সেলাই করতে বসে পড়লাম।সেলাই করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এল ।তো বন্ধুরা এই ছিল আমার দিনলিপি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।আগামী দিন নতুন কোন পোস্ট নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হব।
আপনার দেখানো ফুলের ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে আপনার রান্না করা খাবার গুলো। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। সুন্দর লেখাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একজন সন্তানের পাশে যখন মা ঘুমায় তখন সেই সন্তান নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, আপনার বাড়ির ছাদের ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে, আপনি খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
TEAM 4
Congratulations! Your post has been upvoted through steemcurator06. Good post here should be..