Better Life With Steem | The Diary game 19 August-2024
Hello,
Everyone,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় সবাই ভালই আছেন।অন্যান্য দিনের মতো আজও আপনাদের মাঝে চলে আসলাম ,আমার ব্যস্ততম দিনলিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
সকাল |
---|
কদিন যাবত সকালবেলা চড়াই পাখি দুষ্টু মিষ্টি সুরের ডাকে ঘুম ভাঙছে।আজও ওদের মিষ্টি সুরের ডাকে আমার ঘুম ভাঙলো।আমাদের বাসার ব্যালকনিতে কিছুদিন পরপর চরাই পাখি বাসা বাধে আর মিষ্টি সুরে ডাকাডাকি করে।ওদের এই মিষ্টি সুরের ডাক শুনতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু কেন জানি না, অনেকদিন যাবত এই চড়াই পাখি ব্যালকনিতে আসেনি বাসা ও বাঁধেনি।
হঠাৎ একদিন মনে মনে বলছিলাম, চড়াই পাখিগুলো অনেকদিন যাবত আসে না ,ওদের মিষ্টি সুরের ডাক ও শুনতে পাই না।তারপরের দিনেই সকাল বেলা ঘুম থেকে জেগে ওদের ডাক শুনতে পেলাম ।ওরা বারান্দার গ্রিলে বসে ডাকছে। দুটি চড়াই পাখি এসেএমন ভাবে ডাকছে!মনে হচ্ছে যেন ,ওরা এসে আমাকে জিজ্ঞেস করছে ,কি গো তোমরা কেমন আছো?
সৃষ্টিকর্তার সৃষ্ট কিছু কিছু প্রাণী আছে ,যাদের দিকে তাকালে অত্যন্ত মায়া লাগে ।এই ছোট ছোট চড়াই পাখি গুলোর দিকে তাকালে মনে প্রচন্ড মায়া লাগে। আর ওদের ডাক তো খুব সুন্দর !মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, ওদের মিষ্টি সুরের ডাকের শব্দ কত সুন্দর!
যাইহোক, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটি শুরু করলাম ।সবার প্রথমে পূজার ফুল তুলে নিয়ে আসলাম।প্রতিদিনকার মতো আজও সকালের কাজগুলো সেরে নিলাম ।কাজ সেরে সকালের নাস্তা তৈরি করলাম।
সকালে চা-নাস্তা খেয়ে তারপর বাজারে গিয়েছিলাম। টুকিটাকি কিছু কেনার ছিল।বাজারে গিয়ে দেখি খুব সুন্দর পাকা পাকা তাল উঠেছে।অনেক বছর যাবত তাল খাওয়া হয় না।তাল দিয়ে তালের পিঠা তৈরি করে খাওয়া হয়।তালের পিঠা তৈরী করাটা অনেক ঝামেলা। এই কারণে তাল অনেকদিন যাবত খাওয়া হয় না।অনেকদিন পরে তাল দেখেছি তো !তাল গুলো দেখে খুব ভালো লাগছে! তাই একটি তাল কিনে নিয়ে আসলাম ।
তালথেকে তালের রস ছাড়ানোটা অনেক ঝামেলা।তাল যেহেতু কিনে নিয়ে এসেছে ঝামেলা হলেও তাল থেকে তো রস ছাড়াতেই হবে! তাল থেকে রস ছাড়িয়ে রস ফ্রিজে রেখে দিয়েছি ।একদিন সময় করে পিঠা বানাবো ।
দুপুর |
---|
আবহাওয়ার নিম্নচাপের কারণে কদিন যাবত হুটহাট করে যখন তখন বৃষ্টি শুরু হয় ।বাজার থেকে বাসায় ফেরার পথে বৃষ্টি শুরু হয় । হাতের কাছে কোন অটোরিকশা ছিল না ।তাইবৃষ্টিতে ভিজে ভিজে বাসায় আসতে হয়েছে ।বাজার থেকে এসে স্নান করা ফ্রেশ হয়ে ঠাকুর পূজা দিলাম।
পূজা শেষ করে দুপুরে রান্নার কাজে লেগে গেলাম । দুপুরের রান্না শেষ করে কিছুক্ষণ পর সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম ।
সন্ধ্যা |
---|
সন্ধ্যা পূজা ও প্রার্থনা শেষ করে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম পোস্ট পরিদর্শন ও ভোট করার জন্য।
ভোট দেওয়া শেষ করে ল্যাপটপ শাটডাউন করে দিলাম।ছেলে পড়তে বসছে ।ছেলের লেখাপড়ায় আমাকে কিছুটা সময় দিতে হবে। তাই ল্যাপটপ শাটডাউন দিয়ে ওকে লেখাপড়ায় কিছুটা সময় দিলাম ।মায়েদের সবকিছুতেই খেয়াল রাখতে হয় । কোন কিছুই বাদ দিয়ে রাখা যায় না।
তো বন্ধুরা এই ছিল আমার গত একটি দিনের কার্যক্রম আজ এখানেই শেষ করছি ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সকালবেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে যখন পাখির ডাক শুনতে পাওয়া যায়, পাখির ডাক এমনিতেই শুনতে অনেক ভালো লাগে, সে পাখি ডাকে যদি ঘুম ভেঙ্গে যায় তাহলে বিষয়টা আরো মজাদার হয়, সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।