সাফল্যের গুরুত্ব

in Incredible India5 months ago
support-7965543_1280.jpg

pixabay

Hello,
Eveerry one,
আপনারা সবাই কেমন আছেন ?আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভাল আছেন। আজ অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ আপনাদের সাথে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে।আজআমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে “জীবনে সাফল্যের গুরুত্”নিয়ে । চলুন শুরু করা যাক আমার আজকের বিষয় :-

সাফল্য:

মানব জীবনের সাফল্য এমন একটি বিষয় যা মানুষকে মর্যাদা দান করে। সাফল্য মানুষকে নতুন কিছু করার জন্য মনকে অনুপ্রাণিত করে। তাই আমি মনে করি জীবনের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।

সাফল্য একটি মানুষের ব্যক্তি জীবন এবং সমাজে একটি অর্থপূর্ণ অবদান রেখে যায়। সাফল্য একটি মানুষের জীবনকে শুধু আলোকিত করে না সাফল্য সমাজ এবং বিশ্বের মঙ্গল এবং উন্নতি বয়ে আনে ।

sunset-1807524_1280.jpg

pixabay

সফলতা একজন মানুষকে যেকোন কাজে পদক্ষেপ নেয়ার জন্য অনুপ্রাণিত করে ।একজন মানুষের জীবনকে উন্নতির স্তরে পৌঁছানোর জন্য সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সফলতা মানুষকে সুশৃংখল এবং সুন্দরভাবে বাঁচার সুযোগ দান করে। আর্থিক উন্নতি ঘটায় ।সাফল্য একজন মানুষের হৃদয়ে উচ্চমানের অনুভূতি তৈরি করে যা মানুষকে উজ্জ্বল আলোকিত জীবন উপহার দেয় ।

সাফল্য একটি মানুষের জীবনের বহু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম।জীবনে সফলতার জন্য অনেক কিছু করতে হয় ।সফলতা অর্জনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে উল্লেখ করা হলো :

board-1097118_1280.jpg

pixabay

আত্মবিশ্বাস
পরিশ্রম
সময়ের মূল্য
সততা
নিজের লক্ষ্যে অবিচল থাকা
লক্ষণ নির্ধারণ করা

pixabay

আত্মবিশ্বাস:

সফলতা অর্জনের জন্য সবার প্রথমে যা দরকার তাহলে আত্মবিশ্বাস । নিজের প্রতি আত্মবিশ্বাস ও আস্তানা থাকলে কোন কাজের সফল হওয়া যায় না । আত্মবিশ্বাস না থাকলে মনে সাহস তৈরি হয় না আর মনে সাহস না থাকলে কোন কাজে অগ্রসর হওয়া যায় না । কোন কাজে আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হতে না পারলে আমরা জীবনের সফলও হতে পারব না ।এইজন্য
আমি মনে করি সফলতা অর্জনের জন্য একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ।

construction-8574908_1280.png

pixabay

পরিশ্রম:

পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি ।পরিশ্রম ব্যতীত কখনো কোনো সফলতা অর্জন করা সম্ভব নয় ।পরিশ্রম ব্যতীত সফলতা অর্জন করার শুধুমাত্র স্বপ্ন দেখে সম্ভব বাস্তবে তা কখনো সম্ভব নয়। জীবনে কোন কিছু সহজে অর্জন করা সম্ভব হয় না।গৌরবময় মহৎ কিছু অর্জন করতে হলে আত্মবিশ্বাস ও সততার সাথে কঠোর পরিশ্রম করতে হয় এবং তার লক্ষ্য স্থির থাকতে হয় ।সৎ পথের কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না ।সময় ,সত্য এবং শ্রম পরিশ্রমী ব্যক্তিকে পুরস্কৃত করবেই!এতে কোন ভুল নেই ।পুরস্কৃত করবেই, করবে!

pexels-pixabay-262438.jpg

pixel

লক্ষ্য:

সাফল্য অর্জনের জন্য লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরী ।লক্ষ্যহীন জীবন মাঝি হীন তরীর ন্যায় ।জীবনে লক্ষ্য নির্ধারণ না করলে একজন মানুষের জীবনে সাফল্য অর্জন কখনো সম্ভব নয় ।

উপসংহারে, সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত জীবনের উন্নয়ন ঘটায় না ।সাফল্য সমাজ এবং দেশের ও উন্নয়ন ঘটায় ।তাই সাফল্য অর্জনের নির্ধারিত লক্ষ্যটি থাকতে হবে স্বচ্ছ ও সৎ ।নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে এবং অন্যদেরকেও বিশ্বাস করতে হবে ।মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার মানুষের হৃদয়ের সন্তুষ্টতা অর্জন করা যায়। মানুষের হৃদয়ের সন্তুষ্টতা এবং আশীর্বাদ একজন ব্যক্তির জীবনের সফলতার সহায়ক ।

image.png

Thank You So Much For Reading My Blog 📖

Sort:  
Loading...
 5 months ago 

জীবনের সফল না হতে পারলে জীবনের মূল্যই নেই আর এই সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।

 5 months ago 

@monikarmakar

দিদি, অনেক দিন বাদে আপনার লেখা পরিদর্শনের সুযোগ পেলাম। আপনাকে দেখে খুবই ভালো লাগছে। যেহেতু, অনেক দিন ডিভাইসের সমস্যার জন্য আপনার লেখা পড়তে পারিনি যেমনটা আপনিই বলেছিলেন, তাই হয়তো ক্লাবে সমস্যা হয়েছে।

অনুগ্রহ পূর্বক, আপনার steemit wallet এ যতোটুকু steem আছে ওটাই পাওয়ার আপ করে দিন। তাহলেই আপনার club5050 maintain হবে।

 5 months ago 

piya3

দিদি,পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

সফলতা অর্জনের জন্যে যে গুলো সবথেকে বেশি দরকার সেগুলো সম্পর্কে আপনি চমৎকার একটি কন্টেন্ট লিখেছেন। এটা এক দম ই সত্য সফল হতে হলে সততা, পরিশ্রম,আত্মবিশ্বাস এর ভূমিকা অপরিসীম।

 5 months ago 

আপনার মূল্যবান সময় অতিবাহিত করে আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 5 months ago 

সবার আগে সবাই সাফল্যের কথাই ভাবে কিন্তু সাফল্য কি সবাই অর্জন করতে পারে ৷ সাফল্য কথা টা অনেক সোজা হলেও এর ব্যাখ্যা অনেক অনেক বড় ৷ সাফল্য অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে সততা রাখতে হবে ধৈর্যও লাগতে হবে ৷ তারপর সাফল্যের পথে পৌঁছাতে হবে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 5 months ago 

আপনি আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে খুবই ভালো লাগছে।। সেই সাথে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন সফলতা নিয়ে।। সফলতা এমন একটা জিনিস যেটা চাইলেই পাওয়া যায় না সেটাকে অর্জন করে নিতে হয়।।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 56482.82
ETH 3004.94
USDT 1.00
SBD 2.21