জন্মাষ্টমী

in Incredible Indialast month
IMG_20240822_908799.jpg

Hello,

Evryone,
আপনারা সবাই কেমন আছেন?আশা করছি সকলেই ভালো আছেন ।আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হলাম।

IMG_20240822_908474.jpg

দ্বাপর যুগে মথুরায় ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথির মধ্যরাতে রুহিনি নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ।ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব কে বিষ্ণুর অষ্টম অবতার বলেও মনে করা হয়।
হিন্দু সম্প্রদায়ের আমরা সকলেই জানি ভগবান কৃষ্ণের পিতার নাম বাসুদেব আর মা তার নাম দেবো কি মথুরায় ভগবান কৃষ্ণের মামা কংসের কারাগারে অষ্টমী তিথিতে দেবকির অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ।অষ্টম গর্ভে জন্ম হয়েছিলই বলে ,এই জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয়।এই তিথিকে কৃষ্ণা অষ্টমীয় বলা হয়ে থাকে।ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে শ্রীকৃষ্ণের জন্ম জন্মাষ্টমী নামে বিশ্বব্যাপী যুগ যুগ ধরে পালন করে আসছে

IMG-20240820-WA0015.jpg
দুরাচারি কংসের অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ ।তখন পৃথিবী থেকে দুষ্ট দুরাচারীদের দমন এবং সজ্জনদের রক্ষার জন্য বিষ্ণুর অষ্টম মহাবতার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আগমন করেছিলেন।দুরাচারি কংসের অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ ,তখন পৃথিবী থেকে দুষ্ট দুরাচারীদের দমন এবং সজ্জনদের রক্ষার জন্য বিষ্ণুর অষ্টম মহাবতার শ্রীকৃষ্ণ রূপে ধরাধামে আবির্ভূত হন।

বিশ্বব্যাপী সনাতন ধর্মালম্বীদের কাছে এই জন্মাষ্টমী তিথির তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। মানব সমাজে জীবনাচরণের শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ।নীরাকার পরব্রহ্ম ভগবানের রক্তমাংসের সাকার রূপ প্রকাশ করা এক সুগভীর গুরুত্ব ও তাৎপর্য বহন করে।ভগবান শ্রীকৃষ্ণন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কর্ম করেছেন।
ন্যায় ,সত্য, সুন্দর এবং আলোর পথে চলার বহুনির্দেশনা দিয়ে গেছেন।

IMG_20240822_909898.jpg

এবার আমি ও আমার ছেলে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতপালন করেছি ।আমি অনেক বছর পর এবার কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতপালন করলাম ।বিয়ের আগে প্রতি বছরই এ ব্রত পালন করতাম ।কিন্তু বিয়ের পর আর করা হয়নি। এবার ব্রত পালন করেছি ,ছেলেকে এই ব্রত পালন করা শেখানোর জন্য।আমি মনে করি সন্তানদেরকে ছোটবেলা থেকেই নিজ নিজ ধর্মের রীতি রেওয়াজ ,আচার অনুষ্ঠানও নিজ নিজ ধর্মের নিয়ম কানুনের সঙ্গে পরিচয় করানো এবংশিক্ষা দেওয়া উচিত।ছোটদের কে শিশু কাল থেকে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা চিরকালই থেকে যায়।

বর্তমান সময়ে অধিকাংশ বাবা-মায়েরাই সন্তানদের লেখা পড়া ,ভালো রেজাল্ট. ভালো স্কুল এগুলো নিয়ে ব্যস্ত থাকে সন্তানদেরকে নিজেদের ধর্ম,সংস্কার নিজ নিজ ধর্মের রীতিনীতি সম্পর্কে যে ,অবগত করাতে হবে সেই দিকে কোন খেয়ালই নেই বললেই চলে! শিক্ষা এবং অর্থ উপার্জন পাশাপাশি সন্তানদের মধ্যে ধর্মের জ্ঞান জাগ্রত করা প্রতিটা বাবা মায়ের একান্ত কর্তব্য বলে আমি মনে করি।এটা একান্ত আবশ্যকীয়!

বন্ধুরা আজ এখানেই শেষ করছি ।সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন ।শুভরাত্রি ।আবারো হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভাল থাকবেন।

End

Thank You So Much For Reading My Blog 📖

Sort:  
 26 days ago 

এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। সন্তানের ছোটবেলা থেকেই তাদের ধর্মীয় রীতি, আচার-অনুষ্ঠান, এবং সংস্কারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা ছোটবেলা থেকেই যে শিক্ষা পায়, তা তাদের জীবনে চিরকাল থাকে এবং তাদের চরিত্র গঠনে সহায়ক হয়।বর্তমান যুগে অনেক বাবা-মা শুধুমাত্র পড়াশোনা, ভালো স্কুল, এবং ভালো রেজাল্ট নিয়ে বেশি ব্যস্ত থাকেন। কিন্তু সন্তানদের ধর্মীয় এবং সাংস্কৃতিক শিক্ষা দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Loading...
 last month 

জন্মাষ্টমী সম্পর্কে অনেক কিছু জেনে ভালো লাগলো। আসলে আমাদের বাড়িতে সেই রকম ভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা হয় না। আপনি অনেকদিন পর জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করেছেন। অবশ্যই সন্তানদের ছোট থেকে সবকিছু শেখানো খুবই ভালো জিনিস। বিশেষ করে রীতিনীতি ধর্ম আচার অনুষ্ঠান এইগুলি ছোট থেকে শিখে রাখলে পরে অনেক কাজে লাগে। জন্মাষ্টমী সম্পর্কে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62