RE: স্মরনীয়- ভয়ংকর "আম্ফান ঝড়" এর সেই কালোরাত।
এখন প্রায় মধ্যরাত, আমার আবার একটু গভীর রাত না হলে লিখতে মন বসে না। এটা কে আপনারা বলতে পারেন খারাপ অভ্যাস আবার কেউ বলতে পারেন ভালো।
এটা খারাপ অভ্যাস নয়, এটাই গুরুত্বপূর্ণ সময়। আমাদের আকাবির, বিশিষ্ট আলেমে দ্বীন ও লিখক, হযরত আবু তাহের মিসবাহ সাহেব। তিনি বলেন কবিতা আবৃত্তি, প্রবন্ধ বা গুরুত্বপূর্ণ লিখকদের লেখা, সব সময় চেষ্টা করি গভীর রজনীতে। তখন লেখার ক্ষেত্রে মনোযোগ আসে বেশি৷ চারদিকে সবাই থাকবে ঘুমিয়ে, থাকবে না কোন মানুষের মুখের আওয়াজ, থাকবে না কোন কোলাহল। সেই নিস্তব্ধ সময়ে যেন মাথায় আসে অসংখ্য শব্দের ভান্ডার। ফলে লিখেও তৃপ্তি পাওয়া যায়।
আমার মা-বাবা, ও ঠাকুরমারা বলেন, ঝড়ের সময় নাকি ঘর ছাড়তে হয় না।
আপনার মা বাবা ও ঠাকুরমার এই কথাটা সঠিক বলেছেন। কারন আমাদের সৃষ্টি কর্তার একটা হুকুম আছে, যে যদি কখনো নিজ দেশে বা নিজ এলাকায় কোন মহামারী বা দুর্যোগ আসে তাহলে স্বীয় স্থান থেকে নড়াচড়া না করো৷ কেননা তোমার কপালে যদি ক্ষতি থেকেও থাকে, যেখানেই থাকোনা কেন, ক্ষতি তোমার পিছু ছাড়বে না।
যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷ এবং অনেক কিছু জানতে পারলাম। আসলে এরকম ঝড়ের কবলে কখনো পরিনি তো তাই হয়তো জানা নেই, এর অভিজ্ঞতা। ভালো থাকবেন।