You are viewing a single comment's thread from:
RE: আমদের ট্রেন জার্নির অভিজ্ঞতা
ধন্যবাদ দিদি আপনাকে, আপনার ট্রেন জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমত আপনার ঠাকুরমার জন্য সৃষ্টি কর্তার নিকট পার্থনা যেন অতি শীগ্রই সুস্থ করে দেন অথবা কষ্ট থেকে দুর হওয়ার জন্য যা করার দরকার করুক। আমিন।
তবে পিকলুকে নিয়ে যাওয়ার দিন এরকমই অভিজ্ঞতা সম্মুখীন হলাম আমি। একজন মহিলার ট্রেনে উঠেছিলেন এবং তিনি যখন দেখলেন পিকলুগুলো আমার কোলে বসে আছে, তার মুখের বিকৃতি দেখে মনে হলো, আমরা যেন অন্য গ্রহের মানুষ এবং পিকলুকে নিয়ে বসে থাকাতে যেন আমাদের আশেপাশটা নোংরায় ভরে গেছে।
- আসলে সবার মনমানসিকতা তো এক নয়, সবার পছন্দ অপছন্দ আছে অবশ্যই, আপনার কাছে আপনার টিকলু প্রিয়, অন্য কারো কাছে তাকে অপ্রিয় হতেই পারে। আবার অনেকে আছে তাদেরকে ভয়ও পায়। আমি নিজেও কুকুরকে অথবা বিড়ালকে কাছে নিতে ভয় পাই। এরকম অনেক মানুষ আছে যারা এদের থেকে দুরে থাকে। এটা তাদের ব্যাপার। যাইহোক ভালো লাগলো আপনার ট্রেন জার্নি টা। ভালো থাকবেন।