You are viewing a single comment's thread from:

RE: "অনেকদিন বাদে কাটানো একটি খুশির সন্ধ্যা "

in Incredible India2 years ago

আজকালকার যুগের বাচ্চারা এমনিতেই অনেক বেশি স্মার্ট হয়। আমার ছেলে মুখে না বললে ও কিন্তু বুঝতে পারে যে,কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়েই আমরা সকলে যাচ্ছি। সেই অনুযায়ী ও খুব বেশি বায়নাও করে না।

  • সবাই আসলে একরকম না। ভালো মন্দ সব জায়গায় আছে। আপনার ছেলেকে অসংখ্য ধন্যবাদ এরকম পরিস্থিতিতে আপনাদেরকে বোঝার জন্য।

  • আমি যখন একদম ছোট ছিলাম তখন মা বাবার কাছে খুব বায়না ধরতাম, তখন তাদের পরিস্থিতি বুঝতাম না, বোঝার চেষ্টাও করতাম না। পরে যখন ১৪-১৫ বয়স পার হলো তখন থেকে বায়না বলতে কিছুই ছিলো না। সব সময় আগে ভাবতাম তাদের বর্তমান পরিস্থিতি কেমন?

  • ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 98956.35
ETH 3642.90
USDT 1.00
SBD 2.83