The January Contest#1 by sduttaskitchen| Me and my city!
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী, সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
প্রথমেই ম্যামকে ধন্যবাদ জানাই, নতুন বছরের এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
আমার জন্মই হয়েছে, ঢাকার ভিতরে এক ছোট্ট শহরে, শহরটির নাম হল খিলক্ষেত। এই খিলক্ষেত শহরটি নামকরণ করা হয়েছে! এর পিছনে কারণ রয়েছে। আগে আমাদের এই খিলক্ষেতে অনেক ধানের ক্ষেত ছিল। মানুষ কৃষি কাজ করে খেত। এখন আর এই শহরে এই সব কিছু দেখা যায় না, দিনের পরিবর্তনে সবকিছুই বদলে গেছে। যেমন; বদলে গেছে কাছের মানুষ, আবার বদলে গেছে, এই ছোট্ট শহরের পরিবেশ।
আমার এই ছোট্ট শহরটি, যেহেতু, আমি জন্মগ্রহণ করেছি। তাই এই শহরের সবকিছুই আমার কাছে অনেক স্পেশাল। এই শহরের গাড়ির শব্দ, চায়ের দোকানের আড্ডা, গ্যাঞ্জাম হইচই, সবকিছুই স্পেশাল আমার জন্য, নিজের জন্মভূমি বলে কথা। এ শহরে আমার সবকিছুই ভালো লাগে।
এখনো মনে পড়ে সেই দিনের কথা! আমার বাড়ির পাশেই, আমারা কলাবাগানের ক্ষেত করতাম, আমার বাড়ির আশেপাশে আগে অনেক মাঠ ছিল। একটা বিশাল বড় পুকুর ছিল,বাবার অফিসের বন্ধের দিন!
আগে তো সরকারি অফিসের বন্ধ থাকতো, শুধু একদিন শুক্রবার আর বৃহস্পতিবার ছিল অর্ধেক সময় অফিস । শুক্রবারে সকাল বেলায়
|
---|
|
---|
আমি,বাবা, আমার বড় ভাই, আমাদের বাড়ির পাশ থেকেই। আমরা ঠেলা জালি দিয়ে শৈল মাছের পোনা ধরতাম, পরে ওই শৈল মাছের পোনা, আমি আবার কাছের বোতলে ভরে রাখতাম, শৈল মাছের পোনা দেখতে অনেক সুন্দর। ভাজি বা চচ্চড়ি করে খেলে অনেক সুস্বাদু।
আগে আমার বড় ভাইয়ের সাথে আমি সব সময় ঘুরতাম। বড় ভাই আমার থেকে প্রায় ২০ বছরের বড় । বড় ভাই মার্বেল খেলত,আর ভাই যখন জিততো, আমি তখনই মার্বেলগুলোকে, আমাদের বোতলে ঢুকিয়ে রাখতাম। সময়ের পরিবর্তনে সব কিছু বদলে গেছে। ভাইয়ার সাথে এখন কথা বলা খুবই কম হয়। ভাইয়া তার সংসার নিয়ে এখন প্রায় ব্যস্ত থাকে।
আমার যেহেতু জন্ম হয়েছে ঢাকার ভেতরে একটা ছোট্ট শহরে। এই শহরের সব কিছুই আমার অবগত! এই শহরটি সময়ের চেয়ে,অনেক তাড়াতাড়ি সবকিছুই বদলে গিয়েছে। যেমন; ধরেন চারদিকের পরিবেশ আবার কাছের মানুষগুলো, শহরের মুক্ত বাতাস, মানুষের মধ্যে ভালোবাসা, আবার অনেক কিছু উন্নত হয়েছে!
আগে আমাদের এই খানে কলেজ ছিল না, হসপিটাল ছিল না, ভালো রাস্তা ছিল না,বড়-বড় দালান কোঠা উঠেছিল। যা দেখি এখন সবই নতুন লাগে। আমার কাছে মাঝে-মাঝে অনেক অদ্ভুত মনে হয়। হয়তোবা আমি সবার সাথে তাল মিলিয়ে পরিবর্তন হতে পারিনি।
এই শহরের সব কিছুই পরিবর্তন হবে, সময়ের সাথে হয়তো, শুধু স্মৃতিগুলো রয়ে যাবে, এই মনের মাঝে!পড়বে মনে যখন মাতৃভূমির কথা! থাকবে তখন স্মরণ হয়ে এই শহরের কথা!
আমার দেশ ,আমার এই দেশের মাটি, আমার এই দেশের আলো বাতাস। সবকিছুই ভুলার মতো না, হয়তো বা মরে গেলে ভুলে যাবো সবকিছু। আমার যদি কোন ভুল হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শহরকে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনার জন্ম খিলক্ষেত এ। বমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি খিলক্ষেতে প্রচুর পরিমাণে ধান চাষ করা হতো। কালের পরিবর্তনে এখন আগের থেকে কমে গেছে।
আপনার শহর এবং আপনার শৈশব সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।
আমার পোস্টটি সম্পন্ন করার জন্য, আপনাকে ধন্যবাদ দাদা।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
আজকের এই কনটেস্টের মাধ্যমে ঢাকার খিলক্ষেত নামকরণ হওয়ার মূল রহস্য জানতে পারলাম।। এছাড়াও সেখানকার আরো কিছু তথ্য আপনি খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন।। সেখানে কলাবাগানের কথা উল্লেখ করেছেন সব মিলিয়ে খুবই সুন্দরভাবে আজকের কনটেস্টের পোস্টটি লিখেছেন।।
ধন্যবাদ ভাই, আমার পোস্টটি সম্পন্নভাবে পড়ার জন্য ।আর এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার স্মৃতিগুলো খুবই হৃদয়স্পর্শী। খিলক্ষেত শহরের পরিবর্তন, পুরোনো দিনের আনন্দ এবং পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই বিশেষ। সময়ের সাথে শহর বদলালেও আপনার স্মৃতিগুলো চিরকাল রয়ে যাবে। দেশের প্রতি আপনার ভালোবাসা ও আনুগত্য অনুপ্রেরণামূলক। অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
নিজের শহর সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে বন্ধের দিনে গ্রাম অঞ্চলেও এমনটা করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করা হয়ে থাকে ফল গাছ রোপন করা হয়ে থাকে। আসলে বড় ভাইয়ের সাথে আপনার মার্বেল খেলার মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। সময়ের সাথে এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে সেগুলো এখন শুধুমাত্র স্মৃতি ধন্যবাদ চমৎকার ভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
ধন্যবাদ আপু , খুব ভালো একটি মন্তব্য করার জন্য।
ঠিক আছে ম্যাম, পরবর্তী সময় এইসব বিষয় লক্ষ্য রেখে পোস্ট করব।