You are viewing a single comment's thread from:

RE: সৃষ্টিকর্তার ভ্যালেন্টাইন দিবস!Creator's Valentine's Day!

in Incredible India2 days ago

এটি একটি গভীর এবং হৃদয়স্পর্শী লেখা আজকের পোস্টটি লিখেছেন। সৃষ্টিকর্তা সত্যিই আমাদের প্রিয়জনদের মাঝে-মাঝে সময়ের আগে কাছে নিয়ে যান, এবং আমাদের মেনে নিতে হয় যে, জীবনের পথে কিছু-কিছু বিষয়ে আমাদের কিছুই করার থাকে না। যে মানুষগুলো আমাদের কাছে সবচেয়ে প্রিয়, তাদের হারানো সত্যিই কষ্টকর, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব কিছু ঘটে।

ভালবাসার মাসে যখন আমরা অন্যদের মাঝে ভালোবাসা এবং আনন্দ ভাগ করে নিই, তখন কিছু মানুষ হারানোর কষ্টে ভোগে। আমারও এমন কিছু প্রিয় মানুষ আছেন যাদের হারানোর দুঃখ আমি মনে মনে অনুভব করি। আপনার লেখা সত্যিই একটি গভীর ভাবনার সৃষ্টি করেছে পাঠকদের মাঝে!
আপনার লেখা পড়ে মন খারাপ হয়ে গেল। হারানোর ব্যাথা একমাত্র সেই অনুভব করতে পারে, যারা প্রিয়জনকে হারিয়েছেন। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের প্রিয়জনদের নিজের কাছে ডেকে নেন। তবে, তাদের স্মৃতি আমাদের জীবনে চিরকাল বেঁচে থাকবে।
আপনার লেখার কবিতা সত্যিই প্রশংসনীয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়! এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।

Sort:  
 2 days ago 

মাঝেমধ্যে লক্ষ অশান্তির মাঝেও যখন দিনশেষে আপনজন পাশে থাকে তখন আর যায় হোক আন্তরিকতার মানে বোঝা যায়।

যখন অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকলে দুশ্চিন্তায় কাছের মানুষ জেগে পাশে বসে থাকে সেই আন্তরিকতা বাজার থেকে ক্রয় করা সম্ভব নয়।

আত্মিক দিক থেকে তারা আমার জীবনে আজও বর্তমান কিন্তু শারীরিক অনুপস্থিতি ভেতরের শূন্যতাকে নাড়িয়ে দিয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96671.20
ETH 2774.98
SBD 0.66