You are viewing a single comment's thread from:
RE: স্বচ্ছতা এবং বিশুদ্ধতা কেবল জলে নয়, জীবনের সর্বত্রই কাম্য!(Clarity and purity are desirable not only in water, but everywhere in life!)
আপনার লেখার মধ্যে যে গভীরতা এবং ভাবনার সৌন্দর্য রয়েছে। তা আমাদের মতন নতুন পাঠকদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। সবসময় সত্যিকারের বিশুদ্ধতা বজায় রাখা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ।
জলের সাথে সম্পর্কের বিশুদ্ধতা তুলনা করেছেন আপনি, যা আমার কাছে মনে হয়, আপনি চমৎকার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন ! আপনার লেখায় যে শিক্ষাটি রয়েছে তা অনেকের মন ছুঁয়ে যাবে।
জল এবং জীবনের সম্পর্কের বিশুদ্ধতা একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। সত্যিই এক অনুপ্রেরণামূলক লেখা। এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।
Thank you @memamun Sir for supporting me 💕
আপনাদের উপস্থিতি আমার অনুপ্রেরণার উৎস।
বিশেষ করে আপনার উপস্থিতি আমার প্রায় সব লেখাতেই নজরে পড়ে, এটা আমার মন থেকে একটা ভালোলাগার বিষয়।
আসলে এখানে লেখা পড়ার অভ্যেস অধিক সংখ্যক মানুষের নেই বললেই চলে, তবে আপনাকে বলবো, যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করবেন, পড়ার অভ্যাসকে বাঁচিয়ে রাখুন নিজের মধ্যে।
এটা যে কেবলমাত্র উপার্জনের কাজে আসবে তাই নয়, পাশপাশি অনেক লেখা থেকে জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
সেটা যে কেবলমাত্র আমার লেখা এমনটা একেবারেই নয়, অনেকেই আছে হয়তো bhadha আলাদা কিন্তু তাদের লেখা পড়তে ইচ্ছে করবে বারংবার।
আপনার উত্তরের মাধ্যমে আপনি যে ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাকে দিয়েছেন। তা আমার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি! যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনার এই পরামর্শ বা উপদেশ আমার মতন নতুন পাঠকদের অনুপ্রেরণা যোগায়।
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো।