You are viewing a single comment's thread from:
RE: বীণাপাণির মহিমা!The glory of Veena Pani!
এত সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে, আজকে আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এটি একটি গভীর চিন্তাভাবনার পোস্ট ছিল আজকে ! লেখাটি খুবই প্রেরণাদায়ক এবং যেভাবে এটি সরস্বতী দেবী, এবং ডক্টর বিধান চন্দ্র রায়ের জীবন কাহিনির মাধ্যমে মানবতার সেবা ও জ্ঞানের গুরুত্ব তুলে ধরেছে আমাদের সাথে। সত্যিই তা মনোমুগ্ধকর।
তাঁর জীবনের ঘটনাগুলি খুবই প্রশংসনীয়, বিশেষ করে তাঁর চিকিৎসা ক্ষেত্রে নিঃস্বার্থ সেবা এবং ১৫ টায় রোগের বেশি সে দেখতো না। আপনার পোস্টটি সত্যিই অতুলনীয় দিদি, ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আপনার জন্য সব সময় শুভকামনা রইল দিদি।